IRCTC Tour Packages 2022

IRCTC Tour Packages – দেখে নিন যাত্রাকালে খরচের হিসেব।

আপনি কি একজন ভ্রমণ (IRCTC Tour Packages) প্রিয় ব্যক্তি? কয়েকবার বেরিয়ে পড়েন অ্যাডভেঞ্চারের খোঁজে? ছুটি পেলেই মনটা কেমন ঘুরবো ঘুরবো করে? তাহলে এই প্রতিবেদন বিশেষ করে আপনার জন্যই। ভারত থেকে সরাসরি ট্রেনে বিদেশ সফর করতে কেমন লাগবে আপনার? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এক বিশেষ ঘোষণা করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে।

রেল হলো ভারতে গণপরিবহনের প্রধান মেরুদন্ড। ভারতের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ- সবার মধ্যেই গণসংযোগ ঘটিয়েছে ভারতীয় রেল (IRCTC Tour Packages)। তবে এবার আরো একবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পা রাখছে আমাদের রেল ব্যবস্থা। তবে এটি যে প্রথমবার তা নয়। ভারত থেকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং পাকিস্তানে চালু রয়েছে রেল পরিষেবা।

সামনেই রয়েছে ভারতের স্বাধীনতা দিবস এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর তার আগেই একটি বড় ঘোষণার মাধ্যমে সম্প্রতি পূর্ব রেলের (IRCTC Tour Packages) তরফে জানানো হয়েছে ব্যাংকক ফুকেট, পাটায়া-সহ থাইল্যান্ডের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাবে ভারতীয় রেল। ভারতীয় রেলের তরফে যে ৩ টি ট্যুর প্যাকেজের ঘোষণা করা হয়েছে সেগুলি হল, স্বাধীনতা দিবস স্পেশাল থ্রিলিং থাইল্যান্ড, ফুকেট ক্রবি স্পেশাল প্যাকেজ এবং নেপাল নির্ভানা প্যাকেজ গ্রুপ-২।

টেট মামলা নিয়ে রাজ্য সরকারের উল্টো চাল, হাসি ফিরছে প্রাথমিক শিক্ষকদের?

শুধু তাই নয়, দেওয়া হয়েছে সম্পূর্ণ খরচের হিসেবও। তাহলে দেখে নেওয়া যাক কোন প্যাকেজে কত খরচ পড়বে যাত্রীদের। (IRCTC Tour Packages)
১) স্বাধীনতা দিবস স্পেশাল থ্রিলিং থাইল্যান্ড- এই প্যাকেজ নিলে যাত্রীদের মাথাপিছ খরচ পড়বে ৩৮ হাজার ৬৮ টাকা করে। ভারতীয় রেলের তরফে যাত্রা শুরু হবে আগামী ১১ আগষ্ট। এক্ষেত্রে ৫ রাত্রি ৬ দিন ধার্য করা হয়েছে ঘোরার জন্য। এই প্যাকেজটিতে যাত্রীদের ব্যাংকক অথবা পাটায়া ঘোরার সুযোগ থাকবে।

২) ফুকেট ক্রবি স্পেশাল প্যাকেজ- হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি দুর্গাপুজোর। আর সঠিক এই সময় এই ট্যুর প্যাকেজটির আয়োজন করা হয়েছে। এই প্যাকেজটিতে যাত্রীদের মাথাপিছু খরচ পড়বে ৫৭ হাজার ৪১৬ টাকা। ভারতীয় রেলের তরফে যাত্রা শুরু হবে আগামী ১ অক্টোবর। যাত্রীদের এতে মোট ৫ রাত্রি ৬ দিন ঘোরার সুযোগ থাকবে। (IRCTC Tour Packages)

LIC Policy যাদের আছে তাদের এই ডকুমেন্টস জমা না দিলে টাকা পাবেন না, বিশ্বাস না হলে এজেন্ট কে জিজ্ঞেস করুন

৩) নেপাল নির্ভানা প্যাকেজ গ্রুপ-২- এই প্যাকেজটির ক্ষেত্রে যাত্রীদের মাথাপিছু খরচ পড়বে ২৭ হাজার ৮৯৬ টাকা। এই প্যাকেজের জন্য হাওড়া–রক্সৌল–হাওড়া বিশেষ চাটার্ড থ্রি টায়ার বাতানকুল কামরা যাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে যাত্রীদের চিতোয়ান জাতীয় পার্ক, কাটমান্ডু ও পোখরার মত স্থানগুলি ঘুরিয়ে (IRCTC Tour Packages) দেখানোর ব্যবস্থা থাকবে। ভারতীয় রেলের তরফে আগামী ২৮ আগস্ট যাত্রা শুরু করে মোট ৭ রাত্রি ৮ দিন ধার্য করা হয়েছে ঘোরার জন্য।

আকর্ষণীয় অফার- উপরে উল্লেখিত কোনো প্যাকেজের সঙ্গে আলাদা করে যাত্রীদের হোটেল ভাড়া অথবা বিমান ভাড়ার জন্য খরচ (IRCTC Tour Packages) বহন করতে হবে না। তবে প্রত্যেক প্যাকেজের সঙ্গে আলাদা করে জিএসটি গুনতে হবে এমনটা জানানো হয়েছে রেলের তরফে। তোর সম্বন্ধে আরও বিস্তারিত জানতে 9002040069 নম্বরে হোয়াটসঅ্যাপ করা যাবে।

তাহলে আর দেরি না করে চটপট বুক করে ফেলুন আপনার টিকিট এবং ঘুরে আসুন ভারতীয় রেলের সঙ্গে বিদেশ থেকে। (IRCTC Tour Packages)
প্রতিদিন এমন নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

পোস্ট অফিসে কর্মী নিয়োগ, বেতন 63,200 টাকা, জানুন আবেদনের পদ্ধতি