ipl 2022

IPL 2022 : কোন OTT প্ল্যাটফর্মে আসতে চলেছে আগামী আইপিএল সিজনের খেলা? জানুন বিস্তারিত।

প্রতি বছর আইপিএল ম্যাচ শুরুর জন্য অপেক্ষা করে (IPL 2022) বসে থাকেন সকল খেলাপ্রেমীরা। তাদের মধ্যে খেলা শেষে কোন দল জিতবে তা নিয়েও থাকে প্রচুর উন্মাদনা। বহু ক্রিকেট প্রেমী তাদের প্রিয় ম্যাচের খেলা সামনা সামনি দেখার জন্য স্টেডিয়ামের টিকিট অনেক আগের থেকেও বুক করে রাখেন। ম্যাচের দিন প্রিয় টিমের লোগোযুক্ত শার্ট কিংবা টিমের কালার গালে লাগিয়ে স্টেডিয়ামে বসেন খেলা দেখতে।

আরও পড়ুন, মাধ্যামিক পাশে স্বাস্থ্য দপ্তরে বড় নিয়োগ। এটাই শেষ সুযোগ! নাহলে পস্তাবেন।

এবছর আইপিএলের ১৫ তম মরসুম বা সিজন ছিল (IPL 2022)। জানা গেছে, এ বছরই আইপিএলের খেলা দেখানোর জন্য স্টার স্পোর্টসের সঙ্গে BCCI -এর শেষ চুক্তি ছিল। পরের বছর থেকে আগামী ২০২৭ পর্যন্ত এই খেলা দেখানোর জন্য BCCI -এর তরফ থেকে নতুন করে টেন্ডার প্রকাশ করা হয়েছে। আশা করা হচ্ছে এই ক্ষেত্রে মিডিয়ার স্বত্ব কেনার লড়াইতে নামতে পারেন দুই ধন কুবের জেফ বেজোস এবং মুকেশ আম্বানি।

প্রসঙ্গত, এই স্বত্বের নূন্যতম মূল্য ৩৩ হাজার কোটি টাকা রাখা হয়েছে। বর্তমানে টেলিভিশনের তুলনায় ওটিটি প্ল্যাটফর্মে মুভি থেকে খেলা (IPL 2022) প্রায় সবকিছু দেখার চাহিদা দর্শকের কাছে বেড়েছে। তাই পরবর্তী সিজনে খেলা দেখানোর ক্ষেত্রে ভারতীয় বোর্ড স্বত্বের অধিকারির কাছে টেলিভিশন এবং ডিজিটাল এই দুটি রাইট আলাদা আলাদা করে বিক্রি করবে। অর্থাৎ সব মিলিয়ে বেশ কয়েকটি ভাগে এই রাইটস্‌ বিক্রয় করা হবে।

উল্লেখ্য, BCCI -এর টার্গেট আগামী বেশ কয়েকটি সিজনের স্বত্ত্ব বিক্রয়ের মাধ্যমে তারা ৫০ হাজার কোটি টাকার বেশি আয় করবে। তাই এমন চিন্তা ভাবনা করা। বোর্ডের তরফে বলা হয়েছে, যেই সংস্থার কাছে টেলিভিশন (IPL 2022) রাইট থাকবে, সেই ডিজিটাল রাইটও পাবে। বর্তমানে ভারতের বাজার দখলের প্রচেষ্টায় যেভাবে জেফ বেজোস এবং মুকেশ আম্বানি লড়াইয়ে নেমেছেন, তাতে মনে করা হচ্ছে তাদের মধ্যে কেউ এই স্বত্ব কেনার দৌড়ে রয়েছেন।

আরও পড়ুন, খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল, ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের।

 এখন দেখার বিষয় এটাই, জেফ বেজোসের অ্যামাজন প্রাইম নাকি মুকেশ আম্বানির VOOT, Disney+Hotstar কোন OTT প্ল্যাটফর্মে (IPL 2022) প্রকাশ করা হবে আগামী বছর থেকে সারা বিশ্বের মানুষের প্রিয় আইপিএল ম্যাচের খেলা।

এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে অবশ্যই ফলো করুন এই ওয়েবসাইটটি।

Written by manika basak.