Investment: অবিশ্বাস্য! মাত্র 50 টাকা দিলেই রিটার্ন 35 লাখ। লাখপতি হওয়ার এই সুযোগ ভুলেও মিস করবেন না

Best Investment Tips 2025

বিনিয়োগ (Investment) যদি ঠিকভাবে করতে পারেন তবে রিটার্ন আসবে ঝড়ের গতিতে। তবে বিনিয়োগ করার আগে কিছু কৌশল সম্পর্কেও জেনে রাখা জরুরি। কিছু জায়গা আছে যেখানে টাকা বিনিয়োগ করলে বিপুল অংকের রিটার্ন পাওয়া যায়। এমনকি অল্প টাকা বিনিয়োগ করে লাখপতি হওয়ার সুযোগ থাকে। উদাহরণস্বরূপ বলা যায় পোস্ট অফিসের কথা। যেখানে বিভিন্ন প্রকল্পে বিপুল অংক রিটার্ন মেলার সুযোগ থাকে।

Investment Tips For Great Return

আপনি যখন বিনিয়োগ করবেন তখন খেয়াল রাখবেন, সেখানে যেন সুদের হার ভালো হয়। কারণ ইন্টারেস্ট বেশি পেলে রিটার্ন বাড়বেই। বিশেষ করে সরকারের বেশ কিছু প্রকল্প এর পাশাপাশি পোস্ট অফিসের প্রকল্পগুলি বেশি সুদের হার প্রদান করে থাকে। অতএব এখান থেকে আপনার রিটার্ন বেশি পাওয়ার সম্ভাবনা থাকছেই। এছাড়াও আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এমন কিছু জায়গা রয়েছে যেখানে মাত্র পঞ্চাশ টাকা জমা করলেও নির্দিষ্ট সময় পর লাখ খানেক ফেরত আসে।

আরও পড়ুন: পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে মিলছে চোখ ধাঁধানো লাভ। ঝুঁকিহীন এই বিনিয়োগে টাকা রাখলে হাতে আসবে তিনগুণ রিটার্ন

মাত্র ৫০ টাকায় ৩৫ লাখ রিটার্ন!

নির্দিষ্ট সময়ের ব্যবধানে আপনি যদি বিনিয়োগ করেন, তাহলে মোটামুটি পাঁচ বছর সময়ে এর থেকে রিটার্ন আসবে ৩৫ লাখ টাকা। সত্যি বলতে অবাক লাগলেও এটা সত্যি। মাত্র ৫০ টাকা জমা দিয়ে ৩৫ লাখ টাকা রিটার্ন পেতে পারেন। আসলে এখানে দেখতে হবে সুদের হার কত দেওয়া হচ্ছে। এই বিনিয়োগ টিপসে আপনার উপকার হতে পারে। প্রতি বছরে প্রায় ৮ শতাংশ থেকে সাড়ে ৮ শতাংশ সুদ দেয় পোস্ট অফিস। আর ভালো অংকের রিটার্ন পেতে হলে পোস্ট অফিসে করে নিন ফিক্সড ডিপোজিট।

কোথায় বিনিয়োগ করলে লাভ বেশি?

পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট (Post Office FD) ম্যাচিওরিটির সময় থাকে ৫ বছর। তবে আপনি যদি চান তবে ৩ বছর পরেও টাকা তুলতে পারবেন। এই স্কিমে কম ঝুঁকি থাকায় ভীষণ নিরাপদ বলে বিবেচিত হয়। তবে, পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট ছাড়াও রেকারিং ডিপোজিট (Post Office RD) আরও একটি ভাল বিকল্প।

আরও পড়ুন: ক্রেডিট কার্ড সঙ্গে থাকলে মোটা টাকা ক্যাশব্যাক পাবেন। কোন ব্যাংক ফ্রিতে সুবিধা দিচ্ছে?

বিনিয়োগের নিয়ম বলছে, বারোটি কিস্তি জমা দেওয়ার পর আপনি প্রায় ৫০ শতাংশ ঋণ নেওয়া যেতে পারে। প্রতিদিন ৫০ টাকা করে জমা করে আপনি তৈরি করে নিতে পারেন ৩৫ লক্ষ টাকার ফান্ড। পোস্ট অফিসের এই স্কিমে ১৯ বছর থেকে শুরু করে ৫৯ বছর বয়সী সকলে বিনিয়োগ করতে পারবেন।

উপসংহার: এখানে পোস্ট অফিসের বিনিয়োগ সম্পর্কে আলোচনা করা হলো। এখন আপনি যদি চান তাহলে বিনিয়োগ করতে পারেন। তবে মনে রাখা দরকার, বিনিয়োগ করার আগে অবশ্যই সমস্ত কাগজপত্র ভালোভাবে দেখে নেবেন।

Related Articles

Back to top button