LIC Policy: মাত্র 1000 টাকায় LIC-র নতুন পলিসি। একবার বিনিয়োগ করলে ভবিষ্যত নিশ্চিত
LIC Kanyadan Policy Investment
সাধারণ মানুষের জন্য এলআইসির পলিসি (LIC Policy) গুলি যেন নিশ্চিত ভবিষ্যতের দিশারী। শিশু থেকে সিনিয়র সিটিজেন, সবার জন্যই বেশ কিছু নতুন পলিসি এনেছে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। আর এবার এমন একটি নতুন পলিসি চালু হয়েছে যেখানে আপনি ১০০০ টাকা বিনিয়োগ করলেই আপনার ভবিষ্যৎ নিশ্চিত হ LIC Policy Investment Tips বে।
LIC Policy Investment Tips
অবাক লাগলেও এটা সত্যি যে মাত্র ১ হাজার টাকা করে জমিয়ে আপনার মেয়েকে আপনি একটি সুরক্ষিত ভবিষ্যৎ উপহার দিতে পারবেন। আসলে আপনার কন্যা সন্তানের পড়াশোনা, তাঁর বিয়ে, সবকিছু নিয়ে চিন্তায় থাকেন অভিভাবকেরা। তাই সাধারণ মানুষের জন্য এলআইসি নতুন স্কিম এনেছে। যেখানে আপনি প্রতি মাসে মাত্র হাজার টাকা করে জমিয়ে পাবেন মোটা টাকার রিটার্ন। শুধু তাই নয়,পাবেন বাড়তি সুবিধাও।
এলআইসির কোন পলিসির কথা বলা হচ্ছে?
ভারতের সরকারি বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া চালু করেছে এলআইসি কন্যাদান পলিসিতে একটি নতুন স্কিম নিয়ে এসেছে। এই পলিসিতে আপনি প্রতিমাসে মাত্র 1000 টাকা করে জমিয়ে নিলে মেয়াদ শেষে পাচ্ছেন বড় অংকের রিটার্ন।
এখানে টাকা রাখলে কত টাকা পাবেন?
এলআইসির এই স্কিমে আপনি যদি প্রতিমাসে মাত্র ১০০০ টাকা করে রাখেন, তাহলে আপনি বছর শেষে পাবেন ১২,০০০ টাকা। নিয়ম অনুযায়ী ২৫ বছর পর আর মেয়াদ শেষে সুদ আসল মিলিয়ে আপনার হাতে আসবে ১৫ লক্ষ টাকা।
এই পলিসিতে টাকা রাখার শর্তগুলি কি কি?
- এই পলিসিতে যে কন্যার জন্য পলিসিতে টাকা রাখবেন তাঁর ন্যূনতম বয়স ১ বছর হতে হবে।
- কন্যার বাবার বয়স হতে হবে অন্ততপক্ষে ৩০ বছর বা তার বেশি।
- এই পলিসিতে প্রতিমাসে আপনি হাজার টাকা করে জমিয়ে নিতে পারবেন।
- আর মেয়াদ শেষে আপনার হাতে আসবে ১৫ লক্ষ টাকা রিটার্ন।
- এই পলিসিতে বিনিয়োগ করলে কোনো একজন গ্রাহক 80 C ধারায় কর ছাড় পাবেন।
কিভাবে আবেদন করবেন?
পলিসিতে টাকা রাখার জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে যাবতীয় তথ্য পূরণ করে আবেদন করতে পারবেন। এছাড়া আপনি অফলাইনে নিকটবর্তী এলআইসি অফিসে ভিজিট করেও অ্যাপ্লিকেশন করতে পারবেন।
উপসংহার: এলআইসির এই পলিসিতে টাকা রাখার আগে অবশ্যই সম্পূর্ণ ডিটেলস ভালো করে জেনে নেবেন। সমস্ত নথিপত্র ভালো করে খুঁটিয়ে পড়ে তবেই আবেদন জমা করুন।