Interest Rate Post Office – ছপ্পড় ফাড়কে সুদ দিচ্ছে পোষ্ট অফিস, টাকা ডবল করতে এক্ষুনি এই 5টি স্কিমে টাকা রাখুন।

পরিশ্রম করে উপার্জন করা টাকা সঞ্চয় করতে চান সকলেই। কোথায় সঞ্চয় করলে বেশি পরিমাণে সুদ (Interest Rate Post Office) পাওয়া যাবে (Post Office Interest Rate), আবার তার পাশাপাশি সঞ্চিত টাকাও নিরাপত্তা এবং ঝুঁকিমুক্ত থাকবে। আর সেই খোঁজ করতে গিয়েই পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের (Post Office Scheme) কথা উঠে আসে। তার কারণ পোস্ট অফিসে টাকা সঞ্চয় করা যথেষ্ট নিরাপদ এবং ঝুঁকিমুক্ত। পাশাপাশি, বেশ কিছু স্কিমে ভালো সুদ (Interest Rate Post Office) পাওয়া যায়। এখানে জেনে নেওয়া হবে, পোস্ট অফিসের বিভিন্ন স্কিম সম্বন্ধে। কোন Scheme-এর মেয়াদ কত, সুদ কত, কিভাবে সেই সমস্ত স্কিমে সাধারণ মানুষ টাকা সঞ্চয় করতে পারেন, সেই বিষয়ে বিস্তারিত তথ্য:

Interest Rate Post Office Savings Schemes

২০১৬ সাল থেকেই কেন্দ্রীয় সরকার ত্রৈমাসিক নিয়মে সুদের হার ঘোষণা করে। প্রতি তিন মাস অন্তর পোষ্ট অফিসের বিভিন্ন স্কিমের সুদের হার (Interest Rate Post Office) নতুন করে ঘোষণা করা হয়। তবে সব সময় যে তার পরিবর্তন হয় এমনটা নয়। বেশিরভাগ সময় অপরিবর্তিত থাকলেও কোনো কোনো সময়ে তার পরিবর্তন হতেও দেখা যায়। এবার পর্যায়ক্রমে সেই সমস্ত পোস্ট অফিসের স্কিম সম্বন্ধে জানানো হলো।

Post Office Savings Scheme
দেশের যেকোনো নাগরিক এই সেভিংস একাউন্ট পোস্ট অফিসে খুলতে পারেন। একজন প্রাপ্তবয়স্ক যেমন সিঙ্গেল একাউন্ট খুলতে পারেন, তেমনি দুইজনে মিলে যৌথ একাউন্টও খুলতে পারেন। ১০ বছরের বেশি বয়সী একজন নাবালক এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে একজন ব্যক্তিকে একটি অ্যাকাউন্টই খুলতে হবে। সেভিংস অ্যাকাউন্টে যদি ৫০০ টাকার বেশি ব্যালেন্স না থাকে তাহলে ৫০ টাকা করে জরিমানা করা হবে। ব্যালেন্স না থাকলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। ৫০০ টাকার কম ব্যালেন্স থাকলে টাকা তোলা যাবে না। এই অ্যাকাউন্টে ৪ শতাংশ হারে সুদ (Interest Rate Post Office) দেওয়া হয়। পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট ৫০০ টাকা দিয়েই খোলা যাবে। এতে Cheque Book, ATM Card, অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, জীবনজ্যোতি বীমা যোজনার সুবিধা পেতে পারবেন।

Post Office Fixed Deposit– বিভিন্ন ব্যাংকের মতো পোস্ট অফিসেও ফিক্সড ডিপোজিট করা যায়। সেক্ষেত্রে ১ বছর, ২ বছর, ৩ বছর এবং ৫ বছরের জন্য এই টাইম ডিপোজিট করা যেতে পারে। এক বছরের Fixed ডিপোজিটে ৬.৮% সুদ (Post Office Interest Rate) দেওয়া হয়। ২ বছরের ডিপোজিটে ৬.৯ শতাংশ, ৩ বছরের ডিপোজিটের ৭% এবং ৫ বছরের ডিপোজিটে ৭.৫% সুদ দেওয়া হয় পোস্ট অফিসে।

Post Office Recurring Deposit
এখানে বিনিয়োগ করা যথেষ্ট নিরাপদ এবং এই রেকারিং ডিপোজিটে গ্যারান্টি যুক্ত রিটার্ন পাওয়া যায়। ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয়। যেকোনো লোনের সিকিউরিটি হিসেবেও RDকে ব্যবহার করা যায়। যেকোনো ব্যক্তি এই অ্যাকাউন্ট খুলতে পারেন। সে ক্ষেত্রে ন্যূনতম মাসিক ডিপোজিট ১০০ টাকা করতে হবে। ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত রেকারিং ডিপোজিট এর মেয়াদ করা যায়। রেকারিং ডিপোজিটে এখন ইন্টারেস্ট (Interest Rate Post Office) দেওয়া হচ্ছে ৬.২ শতাংশ।

Post Office Monthly Interest Scheme
পোস্ট অফিসের এই স্কিম থেকে মাসিক আয় করা যায়। তার জন্য একটা জমা টাকা পোস্ট অফিসে রাখতে হবে। সেখান থেকে প্রতি মাসে সুদ পাবেন। অবসরপ্রাপ্ত মানুষেরা এই MIS করে থাকেন। সেক্ষেত্রে বর্তমানে ৭.৪ শতাংশ হারে সুদ (Post Office Interest Rate) দেওয়া হচ্ছে। এম আই এস অ্যাকাউন্ট ৫ বছরের জন্য করা যায়। ১ লক্ষ টাকার এমআইএস করলে বাৎসরিক ইন্টারেস্ট হবে ৭ হাজার ৪০০ টাকা। মাসিক হারে ৬১৬ টাকা করে পাবেন।

National Savings Certificate
বিনিয়োগ করা টাকা ফিক্সড ডিপোজিট করার জন্য এনএসসি ভালো একটি সঞ্চয়ের জায়গা। ন্যূনতম ১ হাজার টাকা দিয়ে NSC করা যায়। ১০০ টাকার গুণিতকে এনএসসি করতে পারবেন। এর কোনো উর্ধ্বসীমা নেই। এনএসসি থেকে প্রাপ্ত সুদ এবং জমা টাকায় ৮০ সি ধারার অধীনে ইনকাম ট্যাক্সে ছাড় পাওয়া যায়। বর্তমানে ৭.৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।

Kisan Vikash Patra
৯ বছর ৭ মাস অর্থাৎ ১১৫ মাসে KVP টাকা ডবল হয়। বর্তমানে অনলাইনেও কেভিপি কেনা যাবে। আপনি চাইলে যত খুশি কিষান বিকাশ পত্র কিনতে পারেন। বর্তমানে ৭.৫% হারে সুদ দেওয়া হচ্ছে।

Senior Citizen Savings Scheme
৬০ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের জন্যই এই স্কিম চালু করা হয়েছে। কেউ ৫৫ বছর বয়সে একাউন্ট খুলতে পারবেন। প্রতিরক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত কর্মীরা ৫০ বছরের বেশি বয়সেই একাউন্ট খুলতে পারবেন। সিনিয়র সিটিজেন একাউন্টে ন্যূনতম ১০০০ টাকা বিনিয়োগ করতে হবে। সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা মেয়াদের স্কিম রয়েছে। পাঁচ বছরের জন্য Interest Rate Post Office 8.2%.

জাগো প্রকল্পে আবেদন করলেই পশ্চিমবঙ্গের মহিলারা পাবেন প্রতিমাসে 5 হাজার টাকা।

Sukanya Samriddhi Yojana
কেন্দ্রীয় সরকারের তরফে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের মাধ্যমে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করা হয়। কন্যা সন্তানের ভবিষ্যতের জন্যই পোস্ট অফিস এবং ব্যাংকেও এই একাউন্ট খোলা যায়। এই অ্যাকাউন্টের ম্যাচুরিটি ২১ বছর পর্যন্ত। আপনাকে ১৫ বছর পর্যন্ত টাকা দিতে হবে। বর্তমানে ৮% সুদ (Interest Rate Post Office) দেওয়া হয়।

পোস্ট অফিসে টাকা ডবল করতে এখানে ক্লিক করুন।

Public Provident Fund
যেকোনো ব্যক্তি এই PPF একাউন্ট খুলতে পারেন। ৮০ সি ধারায় ১.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুক্ত। ন্যূনতম জমা দিতে হবে ৫০০ টাকা। সর্বোচ্চ জমা দেড় লক্ষ টাকা করতে পারেন। বর্তমানে ৭.১ শতাংশ হারে সুদ (Post Office Interest Rate) দেওয়া হচ্ছে।
Written by Shatadal.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button