টাকার দরকার হলে ২ পদ্ধতিতে টাকা পাবেন। কোথায় বেশি সুবিধা? Personal loan ও Mutual funds loan এর মধ্যে কোনটি উপযোগী?
Personal loan vs Mutual Funds loan Comparison
টাকার দরকার হলে পার্সোনাল লোন (Personal Loan) নাকি মিউচুয়াল ফান্ড লোন (Mutual Funds Loan) কোনটি বেশি উপযোগী তাই নিয়ে প্রশ্ন জাগে সাধারণ মানুষের মনে। আর তাই এই প্রশ্নের উত্তর ও সমাধান নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। যেখানে আপনি আপনার লোন সংক্রান্ত উত্তর পেয়ে যাবেন।
Personal loan Vs Mutual Funds Loan
আসলে জীবনে বিভিন্ন প্রয়োজনে লোনের দরকার হতে পারে। কিন্তু প্রশ্ন থেকে যায় যে, কোথা থেকে আর কিভাবে লোন নেবেন। যেহেতু বেশিরভাগ মানুষ পার্সোনাল লোন নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেক্ষেত্রে বেশিরভাগ ব্যাংক ও পোস্ট অফিসে গ্রাহকদের পার্সোনাল লোন দেওয়া হয়ে থাকে। আবার, ওপর এক ধরনের লোন হল মিউচুয়াল ফান্ড লোন। অনেকের কাছে এটাই জানা নেই যে, মিউচুয়াল ফান্ডে টাকা রাখা ছাড়াও সেখান থেকে আপনি লোন নিতে পারবেন। তাই লোন নেওয়ার আগে আপনাকে ডিটেলস ভাল করে জেনে নিতে হবে।
পার্সোনাল লোন কেন নেবেন?
বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ পার্সোনাল লোন নিয়ে থাকেন। ব্যাংকে গিয়ে আবেদন করলেই লোনের সুবিধা মেলে। কিন্তু পার্সোনাল লোন পেতে হলে জটিলতাও কিছু কম নেই। অজস্র নথিপত্র জমা দেওয়া, ফর্ম ফিল আপ করা ইত্যাদি। তাছাড়া এই লোন নেওয়ার জন্য বিভিন্ন ব্যাংকের সুদের হার, গ্রাহকের উপর প্রভাব ফেলে। লোনের বোঝা কম কিংবা বেশি হতে পারে। সব মিলিয়ে সাধারণ মানুষ পার্সোনাল লোনের দ্বারা উপকারের পাশাপাশি কিছু জটিলতারও সম্মুখীন হয়ে থেকে।
মিউচুয়াল ফান্ড লোন কেন নেবেন?
পার্সোনাল লোনের ব্যাপারে জানলেন তবে এবার আসা যাক মিউচুয়াল ফান্ড লোনের আলোচনায়। এমনিতেই মিউচুয়াল ফান্ড টাকা বিনিয়োগ করার মাধ্যম হিসেবে সকলের কাছে পরিচিত। তবে যদি আপনি যদি মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করার পাশাপাশি লোন নিতে চান, তাও পারবেন।
আসলে, পার্সোনাল লোনের চাইতে মিউচুয়াল ফান্ড লোনের ক্ষেত্রে ঋণ গ্রহণ অপেক্ষাকৃত বেশি সহজতর। এই লোন গ্রহণ করা পার্সোনাল লোনের থেকে অনেক বেশি সহজে হয়ে থাকে।
মিউচুয়াল ফান্ড লোনের প্রধান বিষয়টি হল সুদের হার। আপনি যদি মিউচুয়াল ফান্ড থেকে লোন নেন তবে সুদের হার অনেকটাই কম হবে। এছাড়া একটি বিষয় ঋণগ্রহণকারীর জেনে রাখা জরুরী, যখন একজন ব্যক্তি মিউচুয়াল ফান্ড থেকে লোন নিয়ে সেই লোনের টাকা দ্রুত ফেরত দিতে পারেন তাহলে সেই ব্যক্তি ভবিষ্যতে মিউচুয়াল ফান্ড থেকে লোন গ্রহণের সময় সুবিধা পাবেন।
আধার কার্ড দেখিয়ে 10,000 টাকার লোন নিতে পারবেন। কী কী শর্ত রয়েছে? কিভাবে আবেদন করবেন জানুন
তাই মিউচুয়াল ফান্ড থেকে সঠিক নিয়মকানুন মেনে লোন নিয়ে তারপর সঠিক সময় মতো সেই লোন পরিশোধ করতে পারলে পুনরায় লোন পাবেন। হঠাৎ করে প্রয়োজন হলে আপনাকে আর অর্থ নিয়ে চিন্তা করতে হবে না।