Solar Plant – এক পলকে বিদ্যুৎ বিলের খরচ হবে শূন্য, আজই লাভ ওঠান এই সরকারি প্রকল্পের। Exciting Govt Scheme.

Solar Plant – দেখে নিন কিভাবে করতে হবে আবেদন।

বর্তমানে প্রায় প্রতিটি পরিবারে বেড়েই চলেছে বিদ্যুৎ বিলের খরচ (Solar Plant)। তবে আর করতে হবে না চিন্তা। এবার টানা ২৫ বছর পাওয়া যাবে বিনা খরচে বিদ্যুৎ। এমনই ফন্দি এঁটেছে ভারত সরকার। যাতে একদিকে বাঁচে বিদ্যুৎ খরচ অন্যদিকে কমে পরিবেশ দূষণ।

চলতি বছরের শেষে সৌর বিদ্যুৎ থেকে ১০০ গিগাবাইট বিদ্যুৎ উৎপাদনের (Solar Plant) টার্গেট নিয়েছে ভারত সরকার। তবে এই ১০০ গিগাবাইটের মধ্যে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বা শক্তি ছাদে সোলার প্যানেল বসিয়ে উৎপাদন করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। অনেকেই হয়তো জানেন, প্যানেল স্থাপনে খরচ হয় প্রচুর। তবে এই সৌর প্যানেল এক জায়গা থেকে অন্য জায়গায় অতি সহজেই সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

এই প্রকল্পের সুবিধা-
১) প্রচুর খরচা হলেও এক্ষেত্রে প্যানেল (Solar Plant) স্থাপনের জন্য দেওয়া হবে ভর্তুকি। তবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের তরফে নয় একাধিক রাজ্য সরকারও দিচ্ছে অতিরিক্ত ভর্তুকি।
২) শুধু তাই নয় বিদ্যুৎ বিক্রি করেও করা যেতে পারে আয়। অর্থাৎ বাড়ির ছাদে বসানোর সৌর প্যানেলগুলিতে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ তৈরি হলে তা বিক্রিও করেও করা যেতে পারে আয়।
৩) সবচেয়ে প্রধান সুবিধা হল সৌর প্যানেল বসানোর সঙ্গে সঙ্গে প্রতি মাসে বিদ্যুৎ বিলের ঝামেলা এবং খরচ থেকে চিরতরে পাওয়া যাবে মুক্তি। কারণ বাড়ির ছাদে বসানো সোলার প্যানেল থেকে তৈরি হবে দৈনন্দিন ব্যবহারের জন্য বিদ্যুৎ।

পরীক্ষা ছাড়া প্রচুর শূন্যপদে রেলে নিয়োগের বিরাট বিজ্ঞপ্তি

কত কিলোওয়াট সৌর প্যানেল বসানো দরকার?
যেহেতু সোলার রুফটপ সাবসিডি স্কিমে তিনটি সহজ কিস্তিতে টাকা মেটানোর সুবিধা পাওয়া যায় তাই মাত্র ২.৫ বছরে এই সমস্ত খরচ মিটিয়ে দেওয়া যাবে।
সাধারণত একটি বাড়ির জন্য ২ থেকে ৪ কিলোওয়াটের একটি সোলার প্যানেল বসালেই তা যথেষ্ট। (Solar Plant)
এর সাহায্যে কত টাকা খরচে কি কি ব্যবহার করা যেতে পারে?
এই ২ থেকে ৪ কিলোওয়াটের সোলার প্যানেলের মাধ্যমে একটি AC, ২ থেকে ৪টি ফ্যান, একটি ফ্রিজ, ৬ থেকে ৮টি LED লাইট, ১টি জলের মোটর এবং টিভির মতো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা যাবে।

কত কিলোওয়াট প্যানেল লাগাতে কত টাকা খরচ হবে?
এক্ষেত্রে যদি বাড়ির ছাদে ৫০০ বর্গফুটে আমার প্যানেল বসান সেক্ষেত্রে আপনার প্যানেলের পাওয়ার হবে ৪.৬ কিলোওয়াট। যেটিতে খরচ হবে মোট ১.৮৮ লক্ষ টাকা। তবে ঘাবড়ানোর কোন কারণ নেই, আপনাকে মাত্র ১.২৬ লক্ষ টাকা করতে হবে পরিশোধ। বাকিটা সরকার থেকে দেওয়া হবে ভর্তুকি। (Solar Plant)

বন্ধন ব্যাংকে একাউট থাকলেই রাজার কপাল, সুদ বৃদ্ধির সাথে লোনের কিস্তি নিয়ে দারুন সুখবর

অন্যদিকে যদি ২ কিলোওয়াটের প্যানেল বসানো হয় সেক্ষেত্রে খরচ হবে ১.২০ লক্ষ টাকা। তিন কিলোওয়াট এর সোলার রুফটপ প্যানেল স্থাপনের জন্য সরকার থেকে ৪০ শতাংশ ভর্তুকি পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে আসল খরচ ৭২ হাজার টাকা (Solar Plant) হলেও সরকারের কাছ থেকে ৪৮ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে ভর্তুকি।

ভর্তুকির জন্য আবেদন পদ্ধতি-
এই প্রকল্পের সরকারের তরফ থেকে ৩০ শতাংশ পর্যন্ত দেওয়া হচ্ছে ভর্তুকি (Solar Plant)। তবে এটি ইন্সটল করতে হলে সর্বপ্রথম রাজ্য সরকারের রিনিউয়েবল কর্তৃপক্ষের কাছে যেতে হবে।
সোলার রুফটপ ইনস্টল করার জন্য লগ ইন করুন- https://solarrooftop.gov.in/

প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নতুন ঘোষণা, আর কত বছর সময় লাগবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button