Personal Loan

হঠাৎ করে টাকা পয়সার প্রয়োজন হয় আমাদের অনেকেরই। আর তখন ভরসা পার্সোনাল লোন (Personal Loan)। বর্তমানে বিভিন্ন জায়গা থেকে পার্সোনাল লোন (Personal Loan) নেওয়া যায়। তা সে ব্যাংক থেকে হোক কি কোন ব্যক্তিগত বা বেসরকারি প্রতিষ্ঠান। কিন্তু লোন নেওয়ার আগে (Personal Loan) বেশ কিছু বিষয় ভেবে নেওয়া জরুরি। তার মধ্যে অন্যতম হলো EMI সংক্রান্ত বিষয়গুলি।

অর্থাৎ আপনি যদি লোন (Personal Loan) নেন আর তার জন্য আপনাকে কত টাকা ইএমআই দিতে হবে। নির্দিষ্ট বছরের মেয়াদে এই ইএমআই সংক্রান্ত হিসেব আপনার জেনে রাখা জরুরী। তাই আজকের প্রতিবেদনে আমরা সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। আশা করা যায় আপনি উপকৃত হবেন। আর তাই পার্সোনাল লোন নেওয়ার আগে এই বিষয়গুলি জেনে স্পষ্টভাবে তবেই লোনের জন্য আবেদন করুন।

পোস্ট অফিসের এই স্কিমে মাত্র 1000 টাকা বিনিয়োগ করুন! টাকা ডবল হবে নিমেষে! আপনিও হবেন বড়লোক

Personal Loan 2024

আমরা প্রতিদিন পরিশ্রম করে টাকা সঞ্চয় করি। আবার সেই টাকাকেই বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করি। প্রত্যেকেরই উদ্দেশ্য থাকে ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করে নিশ্চিন্ত জীবন যাপন করা। তবে এমন কিছু পরিস্থিতি আসে যখন আমাদের অল্প সময়ের মধ্যে বেশি টাকার প্রয়োজন হয় পড়ে। আর সেই সকল পরিস্থিতিতে আমাদের অবশ্যই লোন (Personal Loan) নিতে হয়। কারণ একমাত্র লোন (Personal Loan) নিলে মোটা টাকা সহজে পাওয়া যায়।

অনেক সময় আমাদের নতুন ফ্ল্যাট অথবা বাড়ি কেনার প্রয়োজন পড়ে, তখন হোম লোনের জন্য আবেদন করতে হয়। আবার কখনো কোন সামগ্রী কেনার ক্ষেত্রে, গাড়ি কেনার ক্ষেত্রে কিংবা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে টাকার প্রয়োজন হলে সেক্ষেত্রে লোন আমাদের প্রধান ভরসা। আর তাই অনেক সময়ই আমাদের পার্সোনাল লোনের (Personal Loan) জন্য আবেদন জানাতে হয়। তাই লোন নেওয়ার আগে অবশ্যই বিশেষ বিষয় গুলি জেনে নেওয়া জরুরি। ‌ আসুন তবে তেমন একটি বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আমাদের জীবনে হঠাৎ করে টাকার প্রয়োজন হতেই পারে। আর তখন সঞ্চয় ভাঙানোর ইচ্ছেও আমাদের থাকে না। কারণ একটু একটু করে আমরা ভবিষ্যতের জন্য এই টাকা সঞ্চয় করেছি। তাই সঞ্চয় না ভাঙিয়ে টাকার প্রয়োজন মেটানোর ক্ষেত্রে অবশ্যই পার্সোনাল লোনের (Personal Loan) ওপর ভরসা করতে হয়। তবে যদি আপনি ব্যাংক থেকে পার্সোনাল লোন এর জন্য আবেদন করেন তাহলে কিন্তু ব্যাংক আপনার বিভিন্ন তথ্য গুলি খতিয়ে দেখবে।

যেমন আপনার মাসিক আয় আপনার ক্রেডিট স্কোর, আপনার প্রতি মাসে কত ইএমআই দেওয়ার ক্ষমতা আছে, ইত্যাদি বিষয় গুলি ব্যাংকের তরফে খতিয়ে দেখা হয়। আরো একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। তা হলো লোন নিলেই তো হবে না, সেই লোনের টাকা আপনাকে শোধ করতে হবে। সেক্ষেত্রে সুদ বিষয় টিও খুব গুরুত্বপূর্ণ।

SIP নাকি Lumpsum? কোন ইনভেস্ট প্ল্যানে বিনিয়োগ করলে করতে পাবেন সর্বাধিক মুনাফা, দেখে নিন আজকের প্রতিবেদনে।

Personal Loan: পার্সোনাল লোনের ক্ষেত্রে EMI

একজন ব্যক্তি যখন পার্সোনাল লোন নেন তখন তাঁকে প্রতিমাসে সুদ সমেত বকেয়া টাকা শোধ করতে হয়। তাই লোন নেওয়ার আগে প্রত্যেক ব্যক্তি এই খোঁজ করেন কোথায় তুলনামূলক কম সুদের হারে লোন (Personal Loan) দেওয়া হয়। ‌প্রত্যেক ব্যাংকের সুদের হার বিবেচনা করে তবেই পার্সোনাল লোন নেওয়া উচিত। নয়তো অতিরিক্ত টাকার চাপ পড়বে।

লোন নেওয়ার পরে প্রতিমাসে সুদ সমেত যে বকেয়া টাকা শোধ করতে হয় ‌তাকে বলা হয় ইএমআই।পার্সোনাল লোন এর ক্ষেত্রে ইএমআই ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আপনাদের সামনে একটা হিসাব তুলে ধরা যাক। মনে করুন একজন ব্যক্তি ১০ লাখ টাকার পার্সোনাল লোন নিয়েছেন। তাহলে তাঁকে ৩ বছর, ৫ বছর এবং ৭ বছরের মেয়াদে কত টাকা ইএমআই দিতে হবে? আপনি কি জানেন এই হিসাব? যদি না জানা থাকে তাহলে অবশ্যই আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।‌

Personal Loan: কত বছরের মেয়াদে লোন নিলে আপনার বেশি লাভ?

সাধারণত ব্যাঙ্ক অনুযায়ী পার্সোনাল লোনের জন্য সুদের হারে পরিবর্তন‌ আসে। বর্তমানের যদি হিসেব দেখি, তাহলে স্টেট ব্যাঙ্ক (SBI) পার্সোনাল লোনে সুদ নিচ্ছে ১১.২৫ শতাংশ হারে। তাই যদি কোনো ব্যক্তি এই সুদের হারে ৩ বছরের মেয়াদে ১০ লাখ টাকার পার্সোনাল লোন নেন, তাহলে পার্সোনাল লোন ক্যালকুলেটর অনুযায়ী তাঁর হিসেব দাঁড়ায় সেই ব্যক্তিকে প্রতিমাসে ৩২,৮৫৭ টাকা ইএমআই (EMI) দিতে হবে।

পার্সোনাল লোন নেওয়া ব্যক্তি শুধু সুদ হিসেবে শোধ করবেন ১,৮২,৮৬০ টাকা। এবার যদি হিসেব করা যায়, কোনো ব্যক্তি পাঁচ বছরের মেয়াদে ১০ লাখ টাকার পার্সোনাল লোন নিয়ে থাকেন, তবে পার্সোনাল লোন ক্যালকুলেটর অনুযায়ী তাঁকে ব্যক্তিকে ২১,৮৬৭ টাকা ইএমআই দিতে হবে।

সেক্ষেত্রে ব্যক্তি ৩,১২,০৩৮ টাকার সুদ শোধ করবেন এবং সাত বছরের মেয়াদে ১০ লাখ টাকার লোন নেন তাহলে লোন ক্যালকুলেটর এর হিসেব অনুযায়ী সেই ব্যক্তির প্রতি মাসের হিসেব বলছে তাঁকে ১৭,২৫৪ টাকা ইএমআই দিতে হবে এবং শুধু সুদ হিসেবে তাঁকে শোধ করতে হবে মোট ৪,৪৯,৩৫০ টাকা। তবে একটা বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে। আপনার লোনের মেয়াদ বাড়ার সঙ্গে সঙ্গে EMI এর পরিমাণ কমবে কিন্তু সুদের হার বেশি দিতে হবে।