Indian Railways – মহিলাদের জন্য নয়া উদ্যোগ ভারতীয় রেলের, না জানলে করতে হবে আপসোস। Upcoming Rules 2022.

Indian Railways – পাওয়া যাবে সংরক্ষিত সিট।

দূরে কোথাও ঘুরে আসতে সকলেরই মন চায় (Indian Railways)। আবার ভ্রমণে মনও ভালো হয়ে যায়। তাই অফিস বা কাজ থেকে একটু ছুটি পেলে ভ্রমণ করতে ছাড়েন না এমন অনেক ভ্রমনপিপাসু আছেন। কিন্তু ভ্রমণের জন্য ফ্লাইট নয়, বরং ট্রেনকেই বেছে নেন, এমন যাত্রীদের জন্য সুখবর। বিশেষত মহিলাদের জন্য।

আগে থেকে টিকিট বুকিং না করলে পাওয়া যায় না দূরপাল্লার ট্রেনের টিকিট (Indian Railways)। কিন্তু এবার থেকে ট্রেনের টিকিট বুকিং এর ক্ষেত্রে মহিলারা পাবেন বিশেষ সুবিধা। এবার থেকে ট্রেনে মহিলাদের জন্য থাকবে নির্দিষ্ট সংখ্যার সংরক্ষিত সিট। মোট কয়টি সিট রাখা হবে?

স্ত্রীর প্রতি সদা যত্নবান থাকেন এই 3 রাশির জাতকেরা

রেলমন্ত্রী অশ্বিনী কুমার জানান, দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেনের স্লিপার ক্লাসে মহিলাদের জন্য মোট ৬ টি সিট সংরক্ষিত করা হবে। এছাড়া গরীব রথ, রাজধানী এক্সপ্রেস, দুরন্ত সহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (AC) এক্সপ্রেস ট্রেনের তৃতীয় এসি কোচেও (3AC ক্লাস) মোট ৬ টি সংরক্ষিত সিট রাখা হবে। (Indian Railways)

19 শে আগষ্টের মধ্যে বকেয়া ডিএ মেটানোর চিঠি গেল নবান্নে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারী কর্মীদের

কাদের জন্য এই সুবিধা?
সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী কুমার জানিয়েছেন, দূরপাল্লার ট্রেনে মহিলাদের যাত্রা আরো আরামদায়ক করতেই নয়া পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষত গর্ভবতী ও প্রবীণ মহিলাদের (৪৫ বছরের উর্দ্ধে) কথা মাথায় রেখেই এই নয়া উদ্যোগ। প্রতিটি স্লিপার কোচে মোট ৬ থেকে ৭ টি লোয়ার বার্থ, 3AC কোচে মোট ৪ থেকে ৫ টি লোয়ার বার্থ ও 2AC কোচে ৩ থেকে ৪ টি লোয়ার বার্থ রাখা হবে। সংবাদমাধ্যম সূত্রে খবর, দূরপাল্লার ট্রেনে নির্দিষ্ট ক্লাসের মোট কোচ সংখ্যার উপর ভিত্তি করে সংরক্ষিত সিটের সংখ্যা থাকবে। (Indian Railways)

এই সংক্রান্ত নানা খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন ঘোষণা, বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button