Indian Railway Recruitment 2022 – পরীক্ষা ছাড়া প্রচুর শূন্যপদে রেলে নিয়োগের বিরাট বিজ্ঞপ্তি, জলদি করুন আবেদন।
Indian Railway Recruitment 2022 – জেনে নিন আবেদন সংক্রান্ত আনুষঙ্গিক তথ্য।
চাকরিপ্রার্থীদের জন্য একটি বড় সুখবর। যারা রেলের চাকরির (Indian Railway Recruitment 2022) পরীক্ষার জন্য অপেক্ষা করেন তাদের জন্য আরও বড় সুখবর। নতুন করে বেরিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে চাকরির বিজ্ঞপ্তি। সারা ভারত থেকে আবেদনকারীরা করতে পারবেন এই পদের জন্য আবেদন। নিয়োগ হতে চলেছে বিভিন্ন পদে। চলুন তাহলে দেখে নেওয়া যাক চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য।
রেলের কোন শাখায় হতে চলেছে নিয়োগ?
রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC) নর্থ সেন্ট্রাল রেলওয়েতে (NCR) প্রচুর শূন্যপদে নিয়োগ করছে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ (Indian Railway Recruitment 2022)। এখানেই বিভিন্ন পদে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের।
নিয়োগ পদের নাম- ফিটার, প্লাম্বার, ওয়েল্ডার, আর্মেচার উইন্ডার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সিস্টেম রক্ষণাবেক্ষণ, ক্রেন অপারেটর, স্টেনোগ্রাফার (হিন্দি ও ইংরেজি), মাল্টিমিডিয়া, ওয়েব পেজ ডিজাইনার, হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের মতো অনেক ট্রেডে করা হবে নিয়োগ। (Indian Railway Recruitment 2022)
প্রতিদিন মাত্র 2.14 টাকায় মিলছে ফ্রি কলিং, 3 GB ডেটা এবং 300 টি SMS অফার
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- কিছু আবেদনকারীকে অবশ্যই স্বীকৃত কোন বোর্ড থেকে অন্তত ৫০ শতাংশ নম্বরসহ ক্লাস টেন বা দশম শ্রেণি বা তার সমতুল্য কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া প্রাসঙ্গিক ট্রেডে আইটিআই পাস (Indian Railway Recruitment 2022) করাও হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা- যোগ্য এবং ইচ্ছুক আবেদনকারীদের এই পদে আবেদনের ক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম ১৫ এবং সর্বাধিক ২৪ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি-
১) আবেদনকারীদের প্রথমে www.rrcpryj.org এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। (Indian Railway Recruitment 2022)
২) হোমপেজে স্ক্রল করলে দেখা যাবে শিক্ষানবির শূন্যপদের জন্য আবেদনপত্র। সেখানে ক্লিক করতে হবে।
৩) এরপর যে নতুন ওয়েবসাইটটি খুলবে সেখানে প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর করতে হবে লগইন।
৪) চাহিদা অনুযায়ী সমস্ত ব্যক্তিগত বিবরণ সঠিকভাবে পূরণ এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
৫) শেষ ধাপে আবেদন ফি প্রদান করে সাবমিট করতে হবে।
JEE Main Result 2022 declared, click here to check the result Download and cut off Marks
আবেদন ফি- শিক্ষানবিশ পদে আবেদনের জন্য প্রার্থীদের দিতে হবে নন-রিফানডেবল ফি। অর্থাৎ এই আবেদন ফি পরীক্ষায় বসার পর ফেরত পাওয়া যাবে না। তবে এক্ষেত্রে ধার্য করা আছে ন্যূনতম আবেদন ফি, মাত্র ১০০ টাকা। তবে SC, ST, PWD এবং মহিলা প্রার্থীদের থেকে নেওয়া হবে না কোন আবেদন ফি। (Indian Railway Recruitment 2022)
আবেদনের শেষ তারিখ- যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের আগামী ১ আগস্ট, ২০২২ এর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত সময় দেওয়া হয়েছে এই পদের জন্য আবেদনপত্র পূরণ করার।
প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
প্রাইমারি টেট নিয়োগ দুর্নীতি নিয়ে আবারও বিচারপতির প্রশ্নের মুখে পর্ষদ আইনজীবী, ঠিক কি বললেন?