ICF Apprentices Recruitment – রেলের কোচ ফ্যাক্টরিতে একাধিক কর্মী নিয়োগ! এইভাবে আবেদন করলে চাকরি নিশ্চিত
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রেলে নতুন করে কর্মী নিয়োগের (ICF Apprentices Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। যারা রেলের চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য খুশির সংবাদ। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) এর মাধ্যমে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের সমস্ত জেলার যুবক যুবতীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
Indian Railway ICF Apprentices Recruitment 2024
আজকের প্রতিবেদনে চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যেমন বয়স সীমা, মাসিক বেতন, যোগ্যতা, শূন্যপদের সংখ্যা ও আবেদন পদ্ধতি এইসমস্ত সমন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। তো চলুন আর বেশি দেরি না করে এই সমস্ত কিছু জেনে নেওয়া যাক।
- ভ্যাকেন্সি ডিটেলস
- বয়সসীমা
- বেতন স্কেল
- শিক্ষাগত যোগ্যতা
- আবেদন মূল্য
- আবেদনের সময়সীমা
- আবেদন পদ্ধতি
ভ্যাকেন্সি ডিটেলস
উক্ত যে পদে নিয়োগ হবে সেই নিয়োগ সংস্থার নাম হল INTEGRAL COACH FACTORY. এবং যে পদে নিয়োগ হবে সেই পদটি নাম Apprentices. এই পদে মোট ১০০০ টি শূন্যপদ রয়েছে।
বয়সসীমা
এই ICF Apprentices Recruitment তথা রেলের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে চাকরির জন্য আবেদনকারীকে ১৫ থেকে ২৪ বছর বয়সের মধ্যে হতে হবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী SC, ST প্রার্থীদের ৫ বছরের ছাড় রয়েছে ও OBC চাকরি প্রার্থীদের ৩ বছরের ছাড় পাওয়া যাবে।
বেতন স্কেল
এই ICF Apprentices Recruitment তথা রেলের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে চাকরির জন্য এখনো পর্যন্ত বিজ্ঞপ্তিতে বেতন সম্পর্কিত কোনো তথ্য দেওয়া হয়নি। বিভিন্ন পদের জন্য বেতন ভিন্ন হতে পারে মনে করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা
এই ICF Apprentices Recruitment তথা রেলের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে চাকরির আবেদন করার জন্য আবেদনকারীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে।
আবেদন মূল্য
উক্ত এই ICF Apprentices Recruitment তথা রেলের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে চাকরির আবেদন করার জন্য নির্দিষ্ট আবেদন মূল্য রয়েছে। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট আবেদন মূল্য দিয়ে আবেদন করতে পারেন। pb.icf.gov.in পোর্টালে এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পাবেন।
কৃষি দপ্তরে 15,600/- বেতনে চাকরির সুযোগ! যোগ্যতা ও আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিন
আবেদনের সময়সীমা
উক্ত এই ICF Apprentices Recruitment তথা রেলের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে চাকরির জন্য যে সকল প্রার্থী আবেদন করবে তাদের সাগে থেকেই জানিয়ে রাখি যে এখানে আবেদনের শেষ তারিখ হল ২১.০৬.২০২৪. এই তারিখের পরে আর কোনো আবেদন জমা দেওয়া যাবে না।
আবেদন পদ্ধতি
এই পদে চাকরির জন্য সম্পূর্ণ অনলাইন আবেদন পদ্ধতি। প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে pb.icf.gov.in তে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপর একটি ফর্ম আসবে সেটি নির্ভুল ভাবে ফিলাপ করতে হবে। তারপরে প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে। সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদনপত্র সাবমিট করতে হবে।
আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা সংস্থার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন। আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিয়ে আবেদন করুন। এমন চাকরি সংক্রান্ত আরও আপডেট পেতে এই পেজটি ফলো করে পাশে থাকুন।