DSSSB Recruitment – পোস্ট অফিসে ডাক পিয়ন পদে 21 হাজার টাকা বেতনে মাধ্যমিক পাশে চাকরির সুযোগ।

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। নতুন করে পোস্ট অফিসে পিয়ন পদে কর্মী নিয়োগের (DSSSB Recruitment) বিজ্ঞপ্তি বেরোলো। মাধ্যমিক পাশ থাকলেই করতে পারবেন আবেদন। আপনিও কি এই মুহূর্তে একটি সরকারি চাকরির খোঁজ করছেন তাহলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। আর এই ধরনের চাকরি সংক্রান্ত আরও নানান আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজটি ফলো করুন।

Indian Post Office Dak Peon DSSSB Recruitment in 2024

দিল্লি সাবডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের (DSSSB Recruitment) পক্ষ থেকে এই বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকলেই এই পদে আবেদন করা যাবে। পদের সংখ্যা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতা, বয়স সীমা, প্রয়োজনীয় নথি এসকল বিষয় পর্যালোচনা করা হলো এই প্রতিবেদনে।

  • পদের নাম ও মোট শূন্যপদ
  • বেতন ও বয়সসীমা
  • আবেদন যোগ্যতা
  • নিয়োগ প্রক্রিয়া
  • নম্বর বিভাজন
  • পাশ মার্ক
  • প্রয়োজনীয় ডকুমেন্ট
  • আবেদন পদ্ধতি
  • আবেদন শুরু ও শেষ

পদের নাম ও মোট শূন্যপদ

উপরিউক্ত যে DSSSB Recruitment বা দিল্লি সাবডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের চাকরির কথা বলা হয়েছে সেটি হলো পোস্ট অফিসের ডাক পিয়ন পদ। পোস্ট অফিসের এই ডাক পিয়ন পদে মোট শূন্য পদের সংখ্যা হলো ৯৯ টি।

বেতন ও বয়সসীমা

পোস্ট অফিসের এই পদে (DSSSB Recruitment) যারা চাকরি করবেন তাদের মাসিক বেতন স্কেল হবে ২১ হাজার ৭০০ টাকা থেকে শুরু করে ৬৯ হাজার ১০০ টাকা পর্যন্ত। বয়স সীমা আবেদন করার বয়স ১৮ থেকে ২৭ বছর। এছাড়া এস সি ও এস টি ক্যাটাগরির জন্য বয়সের কিছু ছাড় আছে।

আবেদন যোগ্যতা

স্বীকৃত দিল্লি সাবডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের চাকরি বা DSSSB Recruitment এর পোস্ট অফিসের পিয়ন পদে আবেদনের জন্য নূন্যতম যোগ্যতা হল মাধ্যমিক পাশ। অর্থাৎ মাধ্যমিক পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া

এই DSSSB Recruitment এর পরীক্ষায় দুটি পদ্ধতিতে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। প্রথম ধাপে থাকবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের MCQ টাইপের অবজেকটিভ প্রশ্ন থাকবে। ইংলিশ থেকে প্রশ্ন থাকবে ২৫ নম্বরের, হিন্দি থেকে প্রশ্ন থাকবে ২৫ নম্বরের, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন দেওয়া হবে ২৫ নম্বর এবং অঙ্ক থেকেও প্রশ্ন থাকবে ২৫ নম্বরের। অর্থাৎ মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে তাদের ১৫ নম্বরের ইন্টারভিউ হবে।

নম্বর বিভাজন

এই DSSSB (DSSSB Recruitment) ডাক পিয়ন পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। তাই কোনো উত্তর সঠিক না জেনে উত্তর না দেওয়াই ভালো। জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ১২০ মিনিট পরীক্ষার জন্য ধার্য করা হলেও PW দের জন্য বরাদ্দ থাকবে ১৬০ মিনিট।

পাশ মার্ক

দিল্লি সাবডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের চাকরি বা DSSSB Recruitment এ জেনারেল এবং ওবিসির ছাত্রছাত্রীরা লিখিত পরীক্ষায় ৫০ নম্বর পেলে তবেই পাস করবেন। এসসি, এসটি এদের জন্য মাত্র ৪৫ নম্বর পেলেই এই চাকরিতে পাস করতে পারবেন তারা।

বাড়ি বসে নিজের মোবাইলেই করে ফেলুন পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের চাকরির ফর্ম ফিলাপ করুন।

আবেদন পদ্ধতি

  • যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চান তাদেরকে অনলাইনেই আবেদন করতে হবে।
  • দিল্লি সাবডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের ওয়েবসাইট গিয়ে ফ্রম ফিলাপ করতে হবে।
  • ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
  • ফ্রমে ফোন নম্বর, ইমেইল আইডি, ব্যক্তিগত তথ্য ঠিকানা দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
ICDS Anganwadi বা আইসিডিএস অঙ্গনওয়াড়ি
  • পাসপোর্ট সাইজ ফটো, নিজস্ব সই এবং প্রয়োজনীয় ডকুমেন্টস হিসাবে মাধ্যমিকের রেজাল্ট, বয়সের প্রমাণ, আইডি প্রুভ আপলোড করতে হবে।
  • সর্বশেষে জমা দিতে হবে আবেদন ফি।
  • আবেদন ফি রয়েছে জেনারেল ক্যাটাগরির পুরুষ প্রার্থীদের জন্য ১০০ টাকা
  • জেনারেল মহিলা এবং অনগ্রসর শ্রেণীভুক্তদের জন্য কোন রকম আবেদন ফি রাখা হয়নি।

পোস্ট অফিসে ডাক পিওন পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ। পরীক্ষার সিলেবাস ও কিভাবে আবেদন করবেন?

আবেদন শুরু ও শেষ

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২০ মার্চ থেকে। আগামী ১৮ই এপ্রিল পর্যন্ত আবেদন চলবে। আপনিও যদি এই চাকরি পরীক্ষায় অংশ নিতে চান নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করুন। এমন আরও চাকরির খোঁজ পেতে এই পেজ নিয়মিত ফলো করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button