Indian Old Coin Selling App : 2 টাকায় রাজা! যদি হাতে থাকে এই কয়েন তাহলে রাতারাতি বনে যাবেন লাখপতি, জানুন বিস্তারিত

Indian Old Coin Selling App : বাড়ি বসে বিনা পরিশ্রমে কয়েন বিক্রির সুযোগ, কিভাবে করবেন? জেনে নিন

বর্তমানে পুরনো কয়েনের (Indian Old Coin Selling App) মাধ্যমে লক্ষাধিক টাকা রোজগারের কথা অনেকেই শুনেছেন। বাড়িতে বসেই লক্ষাধিক টাকা রোজগার করার সুযোগ করে দেয় কয়েকটি ওয়েবসাইট। পুরনো কয়েনের চাহিদা দিন দিন বাড়ার সাথে সাথে টাকা রোজগারের সুবিধাও পেয়ে থাকেন অনেকেই।

আরও পড়ুন, পুরনো 5 টাকার এই নোটের দাম ৩০ হাজার টাকা, অনলাইনে কোথায় বেচবেন দেখুন।

আপনার কাছে যদি থাকে পুরনো কয়েন (Indian Old Coin Selling App)। তবে আপনিও বিনা পরিশ্রমে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমেই বাড়িতে বসেই লক্ষাধিক টাকা আয় করার সুযোগ পাবেন। বহু মানুষের পুরনো কয়েন জমানোর শখ থেকে থাকে। আর সেই শখের বসেই পুরনো কয়েন লক্ষাধিক টাকা খরচ করে হলেও কিনে থাকেন। একই ধরনের কয়েন বিক্রির মাধ্যমে কত টাকা পাওয়া সম্ভব? জানতে হলে অবশ্যই পড়তে হবে এই পুরো প্রতিবেদনটি। তাহলে চলুন জেনে নেওয়া যাক।

কয়েন বৃত্তান্ত –

দুটাকার এই পুরনো কয়েন ১৯৯৪ সালে তৈরি করা হয়েছিল (Indian Old Coin Selling App)। যেটি পিছনে ভারতের জাতীয় পতাকার প্রতিকৃতি রয়েছে। অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে এই কয়েন বিক্রি করলে পাওয়া যাবে ৫ লক্ষ টাকা।

এছাড়াও কোন ব্যক্তির কাছে যদি ২ টাকার রুপোর কয়েন থাকে, পিছনে রানী ভিক্টোরিয়ার ছবি যুক্ত (Indian Old Coin Selling App)। অনলাইন ওয়েবসাইটে মাধ্যমেই কয়েন বিক্রি করলে তিনি পেয়ে যেতে পারেন ২ লক্ষ টাকা।

রাজা পঞ্চম জর্জের ছবিযুক্ত ব্রিটিশ কয়েনবিক্রির মাধ্যমে ও বাড়ি বসে বিনা পরিশ্রমে টাকা রোজগার করা সম্ভব (Indian Old Coin Selling App)। ১৯১৮ সালে তৈরি হয়েছিল এই কয়েনটি। যেটির মূল্য অনলাইন ওয়েবসাইটে ৯ লক্ষ টাকা পর্যন্ত।

কোন ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা যাবে কয়েন –

বর্তমানে কয়েনের ব্যবসা-বাণিজ্য ই-কমার্স সাইটের মাধ্যমে হয়ে থাকে (Indian Old Coin Selling App)। এমন একটি সাইট হল কুইকার। এই সাইটের মাধ্যমে পুরনো কয়েন বিক্রি করা সম্ভব। তবে সর্বপ্রথমে কয়েন বিক্রেতাকে নিজের নাম নথিভুক্ত করতে হবে এই সাইটে। এরপর ওয়েবসাইটের নির্দিষ্ট নিয়ম মেনে কয়েনের ছবি আপলোড করতে হবে। আর সঙ্গে মানতে হবে অন্যান্য নিয়মগুলি।

প্রসঙ্গত, কয়েনটি কিনতে হলে ওয়েবসাইটে দেওয়া বিক্রেতার ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন। এ সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই ফলো করতে ভুলবেন না এই ওয়েবসাইটটি।
Written by Manika Basak

আরও পড়ুন, পুরাতন কয়েন বিক্রয়ের সুবর্ণ সুযোগ, এই অ্যাপে ফটো দিলেই লাখ টাকায় নোট কয়েন বেচুন।

Related Articles

7 Comments

  1. I have some old coins.1rs.Queen Victoria and V/Vl George10 pcs.and2rs.coins 1993 to 2000 years 24 pcs.and 5rs.Mata Vaishnodebi coins 2pcs.Now I can sale these coins. My cont.no.9564546515/9933531062.

  2. আমার সালাম নিবেন,, আমার কাছে অনেক পুরাতন কয়েন,, নোট আছে কিনলে,, ওয়ারচাপ 01724884509

  3. ভাই আমার কাছে দুইটা আছে দুইটাই ইস্ট ইন্ডিয়া কমপানি ১৮৩৯ একটা একটুবড়। বড়টার সামনে একটা বট গাছের মতো ডিজাইন আর পিছনে ওয়ান আন্না লেখা আর ওপরে পাঁচটা তারা দেওয়া ছোটো হচ্ছে রাম সিতা ১৮১৮ আমাকে একটু ঠিকানা বা কোনো যোগাযোগ করার একটা সুযোগ করে দেন আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button