Indian Missile in Pakistan : পাকিস্তানের মাটিতে আছড়ে পড়ল ভারতের মিসাইল, তবে কি বেজে গেলো যুদ্ধের দামামা?

Indian Missile in Pakistan : পাক ভূখণ্ডে ভারতের মিসাইল, যার দরুন আবারও শুরু ভারত পাক তরজা।

গত ৯ মার্চ পাকিস্তানের মাটিতে ভারতের (Indian Missile in Pakistan) মিসাইল আছড়ে পড়ল। যার জেরে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে ইসলামাবাদ।

আরও পড়ুন, Whats app খুলেলেই মিলছে ইংরেজি প্রশ্নপত্র। তাহলে কি এবারও ফাঁস হল মাধ্যমিকের প্রশ্ন।

ত্রুটিগত কারণে পাকিস্তানের খানেওয়াল জেলার মিয়াঁ চান্নু এলাকায় মিসাইলটি আছড়ে পড়েছে (Indian Missile in Pakistan)। যদিও এতে কেউ আহত হয়নি বলে জানা গেছে। তবে একটি বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানায় যে, ভারত সরকার ভুল বশত ঘটে যাওয়া এই ঘটনায় খুবই উদ্বিগ্ন। ঠিক কি কারণে এমনটা হল সেটি জানতে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মিয়াঁ চান্নু এলাকায় দ্রুতগতিতে ধেয়ে আশা মিসাইলটি উৎক্ষেপণের পরে শুক্রবার ইসলামাবাদ তীব্র প্রতিবাদ জানায়, এরপরই ভারত তদন্তের নির্দেশ দেয়। প্রসঙ্গত, মিসাইলটিতে কোনও ধরণের বিস্ফোরণ ছিল না।

 পাকিস্তানের আইএসপিআর ডিজি মেজর জেনারেল বাবর ইফতিকার দাবি করেন, মিসাইলটি আছড়ে (Indian Missile in Pakistan) পড়ায় কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন, ক্লাস হয়নি, মাধ্যমিক পরীক্ষায় এতো কড়াকড়ি কেন, প্রশ্নের মুখে পর্ষদ।

জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানে আছড়ে পড়ার ফলে ভারতের সাথে সাথে পাকিস্তানও যৌথ (Indian Missile in Pakistan) দাবি করেছে। কে এই মিসাইলটি পাকিস্তানে নিক্ষেপ করেছিল? তার পেছনে কি সত্যিই কোনও উদ্দেশ্য রয়েছে? এই সকল বিষয়ে যাতে নিরপেক্ষভাবে প্রতিটি ঘটনার সত্যতা উঠে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button