ATM: জানুয়ারি থেকে বদলে যাচ্ছে এটিএম থেকে টাকা তোলার সীমা। সর্বোচ্চ কত টাকা তুলতে পারবেন? দেখে নিন

ATM Money Withdrawal Limit Change

বর্তমানে ব্যাংকিং ব্যবস্থায় এটিএম (ATM) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হঠাৎ করে টাকার দরকার হলে এখন আর ব্যাংকে গিয়ে বিরাট লাইনে দাঁড়াতে হয় না। প্রয়োজনে নিকটবর্তী এটিএম থেকে টাকা তুলে নেওয়া যায়। টাকা তোলা কিংবা জমা রাখা উভয় চলে এটিএম-এর মাধ্যমে। ব্যাংকিং ব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ এই এটিএম। তবে নতুন বছরের শুরু থেকে এটিএম ব্যবস্থায় পরিবর্তন আসছে। এটিএম থেকে টাকা তোলার সীমা নির্দিষ্ট হচ্ছে।

ATM Money Withdrawal Limit Change

নতুন বছরের শুরু থেকেই বদলে যাচ্ছে এটিএম এর একটি বিশেষ নিয়ম। বদলাচ্ছে এটিএম থেকে টাকা তোলার লিমিট (ATM Money Withdrawal Limit). যেহেতু বর্তমানে এটিএম (ATM) দৈনন্দিন জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত, তাই অবশ্যই নতুন এই নিয়ম আপনার জেনে রাখা খুব জরুরী। যেহেতু এটিএম থেকে টাকা তোলার নিয়ম বদলে যাচ্ছে, সেক্ষেত্রে স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগবে ঠিক কত টাকা এবার থেকে তুলতে পারবেন। এই তথ্য জানার জন্য আজকের প্রতিবেদন আপনাকে মন দিয়ে পড়ে নিতে হবে।

স্বাভাবিকভাবেই বলা যায়, সময় যত এগিয়েছে অর্থাৎ সময়ের সাথে টেকনোলজি যতটা উন্নত হয়েছে সেটা প্রভাব ফেলেছে ব্যাঙ্কিং সেক্টরেও। একটা সময় ছিল, যখন টাকা তোলার জন্য কিংবা জমা করার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রাঞ্চে যেতে হত। তবে যখন থেকে এটিএম চলে এসেছে তখন থেকে এই বাঁধাধরা নিয়ম কানুন আর নেই। কারণ এটিএম থাকায় একজন গ্রাহক যখন খুশি এটিএম মেশিনে ডেবিট কার্ড দিয়ে পিন দিয়ে টাকা তুলে নিতে পারবেন।

এমনকি টাকা জমা করার জন্য ক্যাশ ডিপোজিট মেশিনও রয়েছে। কিন্তু এই কথা আপনার জেনে রাখা জরুরী, জানুয়ারি মাসের শুরু থেকে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকেই ATM Card দিয়ে টাকা তোলার নিয়মের ক্ষেত্রে বদল আসছে। আসলে জানুয়ারি মাসের শুরু থেকে বিভিন্ন ধরনের নিয়ম বদলে যাচ্ছে। ব্যাংক এবং এটিএম নিয়মেও বেশ কিছু পরিবর্তন আসছে। যা প্রভাব ফেলবে আমজনতার ওপর।

নতুন বছর উপলক্ষে জিও রিচার্জ প্ল্যান নিয়ে হাজির। কম খরচে ফ্রি OTT সহ আরও সুবিধা

এটিএম থেকে কত টাকা তুলতে পারবেন?

নতুন বছরের শুরু থেকে পাল্টে যাচ্ছে বিভিন্ন ব্যাঙ্কের ATM Withdraw লিমিট। এবার এটিএম দিয়ে টাকা তোলার ক্ষেত্রে একটা সর্বোচ্চ সীমা নির্ধারণ করা রয়েছে। অর্থাৎ আপনি যতটা ইচ্ছে খুশি টাকা তুলতে পারবেন না। আপনাকে লিমিট মেনে টাকা তুলতে হবে। আলাদা আলাদা ব্যাঙ্কের ক্ষেত্রে এই টাকা তোলার ঊর্ধ্বসীমা ভিন্ন হবে বলে খবর। সেক্ষেত্রে কোন ব্যাংকের ক্ষেত্রে কি নিয়ম?

১) HDFC BANK

আপনি যদি HDFC ব্যাঙ্কের গ্রাহক হয়ে থাকেন তাহলে একদিনে আপনি এনআরও ডেবিট কার্ডের মাধ্যমে তুলতে পারবেন ২৫,০০০ টাকা। এছাড়াও বিজনেস কার্ডের ক্ষেত্রে তোলা যাবে ৫০,০০০ ও টাইটেনিয়াম রয়্যাল কার্ডের ক্ষেত্রে তোলা যাবে ৭৫,০০০ টাকা।

২) STATE BANK OF INDIA

SBI বা স্টেট ব্যাংকের ATM কার্ড দিয়ে টাকা তোলার ঊর্ধ্বসীমা দেখে নিন। ডেবিট কার্ড বা ক্লাসিক ডেবিট কার্ডের মাধ্যমে আপনি একদিনে সর্বোচ্চ ৪০,০০০ টাকা তুলতে পারবেন। আর যদি আপনার কাছে ইন্টারন্যাশনাল কার্ড থাকে তবে আপনি একদিনে ১ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন।

2 কোটি সিম কার্ড ব্লক করলো TRAI. কাদের সিম বন্ধ হবে? চালু রাখতে কি করণীয়?

৩) ICICI & AXIS BANK

ICICI ও Axis ব্যাঙ্কের টাকা তোলার ঊর্ধ্বসীমা কত? আপনি যদি আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহক হন তবে আপনার কোরাল ডেবিট কার্ডের ক্ষেত্রে দিনে টাকা তোলা যাবে সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা আর প্ল্যাটিনাম ডেবিট কার্ডে ১,০০,০০০ টাকা তোলা যাবে। এছাড়াও, অ্যাক্সিস ব্যাঙ্কের গ্রাহকেরা সাধারণ কার্ডের দ্বারা দিনে তুলে নিতে পারবেন ৪০,০০০ টাকা ও টাইটেনিয়াম প্রাইম ডেবিট কার্ড থাকলে তুলতে পারবেন ৫০,০০০ টাকা। আপনার কাছে যদি ভ্যালু প্লাস ডেবিট কার্ড থাকে, তাহলে আপনি ১,০০,০০০ টাকা পর্যন্ত একদিনে তুলতে পারবেন।

Related Articles

Back to top button