Indian army Recruitment 2022

Indian army Recruitment 2022 : জানুন আবেদনের পদ্ধতি ও আবেদনের শেষ তারিখ

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সরকারি চাকরির (Indian army Recruitment 2022) নতুন সন্ধান। ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩৬ তম গ্রাজুয়েট কোর্সে নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদনকারীর বয়স সীমা, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে জানতে হলে অবশ্যই পুরো প্রতিবেদনটি পড়তে হবে।

আরও পড়ুন, মাত্র ৫,০০০ টাকা বিনিয়োগেই প্রতি মাসে মিলবে ৫০,০০০ টাকার অধিক, জানুন উপায়

নিয়োগ পদের নাম –
১) সিভিল
২) কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার টেকনোলজি/এমএস কম্পিউটার সায়েন্স
৩) ইলেকট্রিক্যাল/ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স
৪) ইনফরমেশন টেকনোলজি
৫) আর্কিটেকচার
৬) মেকানিক্যাল
৭) ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন
৮) ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন
৯) ইলেকট্রনিক্স
১০) অ্যারোনটিক্যাল/ অ্যারোস্পেস
১১) ইলেকট্রনিক্স এবং ইন্সট্রুমেনটেশন/ইনস্ট্রুমেনটেশন
১২) প্রোডাকশন
১৩) ইন্ডাস্ট্রিয়াল/ইন্ডাস্ট্রিয়াল/ম্যানুফ্র্যাকচারিং/ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট
১৪) অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং

মোট শুন্যপদের সংখ্যা – ৪০ টি
১) সিভিল- ৯ টি পদ
২) কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার টেকনোলজি/এমএস কম্পিউটার সায়েন্স- ৮ টি পদ
৩) ইলেকট্রিক্যাল/ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স- ৩ টি পদ
৪) ইনফরমেশন টেকনোলজি- ৩ টি পদ
৫) আর্কিটেকচার- ১ টি পদ
৬) মেকানিক্যাল- ৬ টি পদ
৭) ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন- ১ টি পদ
৮) ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন- ৩ টি পদ
৯) ইলেকট্রনিক্স- ১ টি পদ
১০) অ্যারোনটিক্যাল/ অ্যারোস্পেস- ১ টি পদ
১১) ইলেকট্রনিক্স এবং ইন্সট্রুমেনটেশন/ইনস্ট্রুমেনটেশন- ১ টি পদ
১২) প্রোডাকশন- ১ টি পদ
১৩) ইন্ডাস্ট্রিয়াল/ইন্ডাস্ট্রিয়াল/ম্যানুফ্র্যাকচারিং/ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট- ১ টি পদ
১৪) অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-১ টি পদ

শিক্ষাগত যোগ্যতা- যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রাপ্ত পুরুষ চাকুরি প্রার্থীরা এই পদগুলিতে আবেদনযোগ্য হবেন।
আবেদনকারীর বয়স সীমা – এই পদগুলিতে আবেদন করতে হলে (Indian army Recruitment 2022) আবেদনকারীকে অবশ্যই ২ জানুয়ারি, ১৯৯৬ থেকে ১ জানুয়ারি, ২০০৩ এই তারিখের মধ্যে বয়স হতে হবে।

আবেদন পদ্ধতি – শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এই পদগুলিতে করা যাবে আবেদন। তার জন্য-
১) https://joinindianarmy.nic.in/index.htm -এই অফিসিয়াল লিঙ্ক ওপেন করতে হবে।
২) হোমপেজ ওপেন হলে ‘Officer Entry Apply/Log In’ -এ ক্লিক করে ‘Officer Section’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) আবেদনকারীর নাম রেজিস্ট্রেশন করতে হবে।
৪) আবেদনপত্রটি সমস্ত তথ্য পূরণের মাধ্যমে সাবমিট করতে হবে (Indian army Recruitment 2022)। তার হার্ড কপি আবেদনকারীরা ভবিষ্যতের জন্য নিজের কাছে রাখতে পারেন।

বেতন- নিয়োগ প্রার্থীদের সর্বপ্রথমে প্রবেশনে রাখা হবে (Indian army Recruitment 2022)। মাসিক বেতন হিসেবে দেওয়া হবে ৫৬,১০০ টাকা।
আবেদনের শেষ তারিখ- ৯ জুন, ২০২২
এ বিষয়ে আরও বিশদে জানতে হলে ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন। চাকরি সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

আরও পড়ুন, গ্রাহকদের খুসি করতে আজ থেকে তিনটি নতুন রিচার্জ প্ল্যান চালু করলো জিও।