India Post Recruitment – বহুদিন পর গ্রুপ D পদে পোস্ট অফিসে কর্মী নিয়োগ। প্রচুর শূন্যপদ। যত দ্রুত আবেদন, তত দ্রুত চাকরি।

বহুদিন পর অনেকগুলি গ্রুপ ডি পদে নিয়োগ আরম্ভ করল ভারতীয় ডাক বিভাগ (India Post Recruitment). এই পোস্ট অফিসে চাকরিতে বেতন প্রায় ২০ হাজার টাকা। কারা আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করবেন। কি কি ডকুমেন্টস লাগবে, এক নজরে দেখে নিন।

India Post Recruitment 2023

আপনি কি একজন বেকার কর্মপ্রার্থী? মাধ্যমিক পাশে কোনো সরকারি চাকরি খুঁজছেন? তবে আজ চলে এসেছে আপনার জন্য এক সুবর্ণ সুযোগ। সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ ঘোষণা করেছে একাধিক শূন্য পদে India Post Recruitment Group D তথা গ্রুপ ডি কর্মী নিয়োগ করার কথা। যেকোনো মাধ্যমিক পাস বেকার নারী অথবা পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন এখানে। তাই এত ভালো সুযোগ হাতছাড়া করা কোন ভাবে উচিত কাজ হবে না। এখনই বিস্তারিত ভাবে জেনে নিন শেষ পর্যন্ত খবরটি পড়ে।

শূন্যপদঃ
প্রধানত এক ধরনের শূন্যপদেই এক্ষেত্রে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেটি হলো নন গেজেটেড গ্রুপ ডি সেকশনের অধীনে। এই পদের নাম হল ড্রাইভার। সর্বসাকুল্যে ১১ জন প্রার্থীকে নিয়োগ করা হবে এই পদের জন্য। শ্রেণীবিশেষে শূন্য পদের সংখ্যা জানতে হলে বিজ্ঞপ্তি দেখুন।

নিয়োগের স্থানঃ
মধ্যপ্রদেশের ভোপাল সার্কেলের কয়েকটি পোস্ট অফিসের জন্য এই নিয়োগ প্রক্রিয়া (India Post Recruitment) আয়োজন করা হবে।

বয়সঃ
India Post Recruitment এ আবেদন জানাতে গেলে প্রার্থীদের বয়স সীমা হতে হবে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সে বিশেষ ছাড় আছে।
OBC – 18 to 30 Years
SC/ST/PWD – 18 to 32 Years.

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ
এক্ষেত্রে আবেদনের বিষয় একজন প্রার্থীকে যে সমস্ত শিক্ষাগত ও অন্যান্য বিভিন্ন ধরনের যোগ্যতার অধিকারী হয়ে থাকতে হবে সেগুলি হল নিম্নরূপঃ
১. এক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে সরকার স্বীকৃত কোন বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক পাস।
২. India Post Recruitment আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই চার চাকার গাড়ি চালাতে জানতে হবে।
৩. প্রার্থীদেরকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ এবং সমস্ত হতে হবে।

আবেদন মূল্যঃ
আবেদন মূল্য সাধারণ শ্রেনীর প্রার্থীদের জন্য হল ১০০ টাকা। সংরক্ষিত আসনের প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন বিনামূল্যে।

আবেদন প্রক্রিয়া কিভাবে হবে?
India Post Recruitment নিয়োগে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে আপনাকে,
১. অফিসিয়াল নোটিফিকেশন থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট বের করতে হবে।

২. তারপর প্রয়োজনীয় তথ্য দিন নির্ভুলভাবে আবেদনপত্র হাতে পূরণ করুন।
৩. প্রয়োজনীয় ডকুমেন্টস গুলিকে এক কপি করে জেরক্স করে নিন।
৪. সেগুলিকে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করুন। এক কপি ফটো আঠা দিয়ে যুক্ত করুন। প্রতিটি জেরক্স এর উপর সিগনেচার করতে ভুলবেন না। আবেদনপত্রে অবশ্যই একটি বৈধ মোবাইল নাম্বার দিন।

Click Here

৫. সবশেষে অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি মুখবন্ধ খামে ভরে অফিসিয়াল ঠিকানায় পাঠিয়ে দিন। খামের উপর উল্লেখ করে দেবেন যে পদের জন্য আবেদন করছেন তার নাম।
আবেদন পত্র পাঠানোর অ্যাড্রেস – DEPARTMENT OF POST OFFICE OF THE CHIEF POST MASTER GENERA। LM.P. CIRLCE, BHOPAL – 462027.

কি কি ডকুমেন্টস দরকার হবে?
এইখানে আবেদনের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার সময় প্রার্থীদেরকে যে সমস্ত নথিপত্র গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হলঃ
১. এক কপি রঙিন এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি ও সাথে নিজের সিগনেচার।
২. ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।

৩. সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় নথিপত্র সমূহ।
৪. আবেদনকারী প্রার্থীদেরকে অবশ্যই একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।
৫. জাতি গত শংসাপত্র।
৬. বয়সের শংসাপত্র।

আদালতের নির্দেশে 58 হাজার শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গে শিক্ষক হওয়ার সুযোগ।

নিয়োগ পদ্ধতিঃ
এক্ষেত্রে প্রার্থী বাছাইয়ের জন্য India Post Recruitment বা ডাক বিভাগ দুই ধরনের পর্যায়ের ঘোষণা করেছে। প্রথমটি হল লিখিত পরীক্ষা এবং দ্বিতীয়টি হল স্কিল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন।
১. প্রথমে প্রার্থীদেরকে ৮০ নম্বরের একটি লিখিত পরীক্ষায় বসতে হবে। এই পরীক্ষায় নির্দিষ্ট নম্বর পেয়ে উত্তীর্ণ হলে প্রার্থীরা যাবেন পরের ধাপে।

২. পরের ধাপ অর্থাৎ স্কিল টেস্ট ও ইন্টারভিউ। এখানে ড্রাইভিং স্কিল টেস্ট করা হবে India Post Recruitment প্রার্থীদের এবং তাদের সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। এই পরীক্ষা হবে মোট ২০ নম্বরের। এখানে যদি প্রার্থীরা উত্তীর্ণ হতে পারেন তাদেরকে সরাসরি ভাবে নিয়োগ করা (India Post Recruitment) হবে উপরোক্ত পোস্ট সার্কেলে নির্দিষ্ট পদে কাজের জন্য।

আরও পড়ুন, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যে বিপুল শূন্যপদে ক্লার্ক নিয়োগ, দেখেনিন কিভাবে আবেদন করবেন।

বেতন কাঠামোঃ
ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে ঘোষণা করা এই পদগুলিতে যে সকল প্রার্থীরা নিয়োগের জন্য মনোনীত হবে, সেই প্রত্যেক প্রার্থীকে স্থায়ীভাবে নিয়োগ করা হবে এবং নিয়োগ হওয়ার পর তাদেরকে প্রতি মাসে ১৯০০০ টাকা করে বেতন দেওয়া হবে। তবে পরে এই বেতন সীমা ৬৩০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। কাজেই যারা এতদিন ধরে কোন ভালো এবং স্থায়ী পদে সরকারি চাকরি খুঁজে চলেছেন তাদের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ।

আবেদনের জন্য নির্দিষ্ট সময়সীমাঃ
এখানে আবেদন প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এটি চলতে থাকবে আগামী ২৪ শে নভেম্বর ২০২৩ পর্যন্ত।
Written by Nabadip Saha.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button