GDS Recruitment 2023 – জরুরী ভিত্তিতে 50000 গ্রামীন ডাক সেবক ও পোস্ট মাস্টার নিয়োগ। অনলাইনে আবেদন করুন।

দেশ জুড়ে ৫০০০০ গ্রামীণ ডাক সেবক নিয়োগ (GDS Recruitment 2023) ও পোস্ট মাস্টার নিয়োগ (Post Master Recruitment) করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। GDS Recruitment 2023 এর সময়সীমা পেরোনোর আগেই আবেদন করুন।

Advertisement

GDS Recruitment 2023

আপনি কি একজন বেকার কর্মপ্রার্থী? মাধ্যমিক পাশে কোনো সরকারি চাকরি খুঁজছেন? তবে আজ চলে এসেছে আপনার জন্য এক সুবর্ণ সুযোগ। সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ ঘোষণা করেছে প্রচুর পদে গ্ৰামীণ ডাক সেবক নিয়োগ করার কথা। নিয়োগ হবে সারা দেশ জুড়ে। তাই দেশের যেকোন প্রান্ত থেকে যেকোনো মাধ্যমিক পাস বেকার নারী অথবা পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন এখানে।

তবে যে কথাটি না বললেই নয় সেটি হল যে এখানে কোনরকম লিখিত বা অনলাইন পরীক্ষা করা হবে না। কেবলমাত্র মেধা তালিকার মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা বিচার করেই নিয়োগ দেওয়া হবে কাজে। তাই এত ভালো সুযোগ হাতছাড়া করা কোন ভাবে উচিত কাজ হবে না। এখনই বিস্তারিত ভাবে জেনে নিন শেষ পর্যন্ত খবরটি পড়ে।

Ads

শূন্য পদের বিবরণ

ভারতীয় ডাক বিভাগ (GDS Recruitment 2023) এক্ষেত্রে ঘোষণা করেছে প্রধানত দুই ধরনের শূন্য পদে কর্মী নিয়োগ করার। একটি হলো গ্রামীণ ডাক সেবক (GDS) এবং অন্যটি হল পোস্টমাস্টার (BPM)। প্রতিবছরই ডাকবিভাগ কর্তৃক গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হয়ে থাকে সারা দেশে। তবে এবারে শূন্য পদের সংখ্যা হল সবমিলিয়ে মোট ৫০ হাজার।

Advertisement

বেতন

গ্ৰামীণ ডাক সেবক পদের (GDS Recruitment 2023) বেলায় নিয়োগ হওয়া প্রার্থীদের বেতন হবে ১০০০০ টাকা থেকে ২৪৪৭০ টাকা পর্যন্ত। আর পোস্ট মাস্টার পদের জন্য মনোনীত প্রার্থীদের বেতন হবে ১২০০০ টাকা থেকে ২৯৩৮০ টাকা পর্যন্ত।

Advertisement

শিক্ষাগত যোগ্যতা

গ্রামীণ ডাক সেবক পদের (GDS Recruitment 2023) ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি হল মাধ্যমিক পাস। যেকোনো ছেলে মেয়ে যদি সরকার স্বীকৃত কোন বোর্ডের অধীনে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকে তাহলেই তারা এখানে আবেদন জানাতে পারেন। এছাড়া উচ্চতর শিক্ষার অধিকারী প্রার্থীরাও আবেদনযোগ্য।

Ads

অন্যদিকে ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের ক্ষেত্রে যোগ্যতা হলো স্নাতক পাস। সরকার অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক পাস হলেই প্রার্থী আবেদন করতে পারবেন এই পদের জন্য। উচ্চতর শিক্ষা থাকলে তারাও আবেদন জানাতে পারেন।

বয়স

এক্ষেত্রে আবেদন জানাতে গেলে প্রার্থীদের বয়স সীমা হতে হবে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সে বিশেষ ছাড় আছে।
OBC – 18 to 43 Years
SC/ST/PWD – 18 to 45 Years.

আবেদন প্রক্রিয়া কিভাবে হবে ?

ভারতীয় ডাক বিভাগের উপরোক্ত বিভিন্ন পদগুলিতে আবেদনের ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে GDS Recruitment 2023 আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে আবেদন করতে গেলে নিম্নলিখিতভাবে আবেদনের জন্য এগোতে হবে।

Click Here

১. প্রথমে তাদেরকে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যারা আগে থেকেই রেজিস্ট্রেশন করে রেখেছেন তাদের নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নিজের নিজের একাউন্টে লগইন করতে হবে।

২. তারপর যে প্রার্থী যে পোষ্টের জন্য আবেদন করতে চান সেটিকে তালিকা থেকে বাছতে হবে।
৩. তারপর প্রার্থীরা একটি আবেদন পত্র দেখতে পাবেন। এই আবেদন পত্রে নিজেদের সমস্ত প্রয়োজনীয় তথ্যাদি ভালোভাবে পূরণ করে Next বাটনে ক্লিক করবেন।
৪. এরপর নিজের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে সেগুলোকে আপলোড করতে হবে।

৫. তারপর Next বাটনে ক্লিক করে পেমেন্ট পেজে এসে নির্দিষ্ট আবেদন ফি দিয়ে অ্যাপ্লিকেশনটি সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। প্রয়োজনবশত প্রার্থীরা তাদের আবেদনের একটি করে প্রিন্ট আউট বের করে নিতে পারেন।

আবেদন মূল্য

GDS Recruitment 2023 আবেদন মূল্য সাধারণ শ্রেনীর প্রার্থীদের জন্য হল ১০০ টাকা। সংরক্ষিত আসনের প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন বিনামূল্যে।

কি কি ডকুমেন্টস দরকার হবে?

এইখানে আবেদনের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার সময় প্রার্থীদেরকে যে সমস্ত নথিপত্র গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল,
১. এক কপি রঙিন এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি ও সাথে নিজের সিগনেচার।
২. ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।
৩. সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় নথিপত্র সমূহ।
৪. জাতি গত শংসাপত্র।
৫. বয়সের প্রয়োজনীয় প্রমাণ।

আরও পড়ুন, রাজ্যে বহুদিন পর Group C কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আবেদনের আগে বিস্তারিত জেনে নিন।

নিয়োগ পদ্ধতি

GDS Recruitment 2023 নিয়োগের জন্য কোনো অনলাইন বা অফলাইন পরীক্ষা করা হবে না। আবেদন শেষ হবার প্রতিটি প্রার্থীর যোগ্যতার মাপকাঠি হিসেবে তাদের আনা হবে একটি মেধা তালিকায়। সেই তালিকা প্রস্তুত করা হবে তাদের মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে। সেই তালিকায় যাদের নাম থাকবে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে কর্তৃপক্ষ মারফত।

আরও পড়ুন, রাজ্যে আরও 6000 অঙ্গনওয়াড়ি কর্মী ও ICDS সুপারভাইজার নিয়োগ।

আবেদনের শেষ তারিখ

এখানে নিয়োগ প্রক্রিয়া এখনো শুরু হয়নি। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে আগামী বছরের জানুয়ারি মাসে এই নিয়োগের কাজ শুরু করবে ডাক বিভাগ। আর তারপরেই জানানো হবে আবেদনের সময়সীমা সম্পর্কে। তবে তারিখ ঘোষণা করা হলে সত্বর তা জানিয়ে দেওয়া হবে এখানে।
Written by Nabadip Saha.

সুখবর বাংলা

Leave a Comment

Advertisement