Business Loan – ব্যবসার জন্য টাকা দরকার? আধার কার্ড দেখিয়ে 10 লাখ পর্যন্ত লোন দিচ্ছে IIFL ফাইন্যান্স।

আপনি কি ব্যবসা করবেন বলে ভাবচ্ছেন? কিন্ত পুঁজির অভাবে পিছিয়ে আসছেন? তাহলে আজ আপনার জন্য নিয়ে এসেছি Business Loan এর দুর্দান্ত অফার। আজ এমন একটি লোন সম্পর্কে জানাবো, যে লোন নিয়ে আপনি আপনার ক্ষুদ্র, মাঝারি কিংবা বড় ব্যবসা সীমাবদ্ধ না রেখে প্রসারিত করতে পারবেন। এই ঋণ নিয়ে প্ল্যান্ট তৈরিতে, মেশিন কিনতে কিংবা ইনভেন্টরিতে বিনিয়োগ করতে পারবেন।

IIFL Finance Offers Business Loan Upto 10 Lakhs

আজ কথা বলছি MSME বা SME ঋণ সম্পর্কে। এটি এমন এক প্রকার ঋণ না মূলত ব্যবসা প্রসারিত করার জন্য বিভিন্ন ব্যাংক কর্তৃক প্রদান করা হয়। IIFL ফাইন্যান্স ব্যাংকও MSME ঋণ অফার করে। ব্যবসার জন্য এই ব্যাংক থেকে MSME ঋণ নিলে বেশ কিছু সুবিধাও পাওয়া যায়।

আইআইএফএলে ফাইন্যান্স দ্রুত লোন বা Business Loan অনুমোদন করে দেয়। আবেদন করার কয়েক দিনের মধ্যেই পাওয়া যায় লোন। এখানে খুব কম সুদের হারে ঋণ পাওয়া যায়। যা খুব সহজ কিস্তিতে পরিশোধ করা যায়।

বন্ধন ব্যাংক লোন নিয়ে স্পেশাল অফার! গ্রাম শহরের সবাই পাবে এই সুবিধা।

MSME ঋণের বৈশিষ্ট্য

  • এই ঋণের মাধ্যমে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ১০ কোটি টাকা পর্যন্ত লোন পাওয়া যায়। ব্যবসার প্রয়োজনের উপর নির্ভর করে টাকার অংক হিসাব করা হয়।
  • এখানে সুদের হারও খুব কম। সুদের হার কত হবে তা নির্ভর করে কত টাকার ঋণ নিচ্ছেন তাঁর উপর। বর্তমনে IIFL ফাইন্যান্স ব্যাংক MSME লোনের উপর ৯ শতাংশ সুদের হার নিয়ে থাকে।
  • ব্যাংক এবং নন-ব্যাংক ফাইন্যান্স কোম্পানিগুলি MSME ঋণ পরিশোধের জন্য নমনীয় পরিশোধের বিকল্প প্রদান করে।
  • আবেদন করার জন্য কোনো প্রকার ঝামেলা পোয়াতে হবে না। অনলাইনে আবেদন করা যাবে। ফলে খুব দ্রুত ঋণ পাওয়া যায়।
  • আবেদন করার পর সংস্থা গ্রাহকের নথি যাচাই করে তারপর তিনি থেকে চার দিনের মধ্যে পাওয়া যায় ঋণ।
Share Market বা শেয়ার বাজার

MSME ঋণের জন্য কারা আবেদন করতে পারবেন?

এই Business Loan নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৬০ থেকে ৭০ বছর। নূন্যতম ৬ মাসের বিজনেস ভিজেন্ট থাকা দরকার। এছাড়া ভালো ক্রেডিট স্কোর থাকলে খুব সহজেই লোন পাওয়া যাবে।

টাকার প্রয়োজনে এবার আধার কার্ড। মাত্র 5 মিনিটে 5 লাখ টাকা লোন পেতে এইভাবে আবেদন করুন।

MSME ঋণের জন্য প্রয়োজনীয় নথি

  • প্যান কার্ড/ আধার কার্ড।
  • ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
  • ব্যবসার বৈধ কাগজপত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button