ICDS Anganwadi – অঙ্গনওয়াড়ি পরীক্ষার চাকরির পরীক্ষার স্পেশাল প্রাকটিস সেট! এইভাবে প্রস্তুতি নিলে চাকরি হবেই।

ICDS Anganwadi বা অঙ্গনওয়াড়ি পদের জন্য কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে। যারা এই পরীক্ষার জন্য আবেদন জানিয়েছেন ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন নিশ্চিত। এই পদের নিয়োগের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হবে। আজকের প্রতিবেদনে তুলে ধরা হবে প্র্যাকটিস সেটের কিছু প্রশ্ন। যেটা আপনার কাছে সেরা প্রস্তুতি দেবে।

ICDS Anganwadi and Workers Practice Set 11 Preparation

ইতিমধ্যে যারা ICDS Anganwadi বা অঙ্গনওয়াড়ির ১০ টি প্র্যাকটিস দেওয়া হয়েছে। যারা এগুলো দেখে নিয়েছেন তাদের জন্য ১১ তম স্পেশাল এবং একদম নতুন প্র্যাকটিস সেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। দেখে নিন কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন

১) বুদ্ধচরিত কার সঙ্গে সম্পর্কযুক্ত
(i) বিশাখদত্ত (ii) নাগার্জুন (iii) অশ্ব ঘোষ (iv) বসু মিত্র
২) নিম্নে উল্লেখিত কোন রাজা নন্দ বংশের প্রতিষ্ঠা করেছিলেন?
(i) কালাশোক (ii) মহাপদ্মনন্দ (iii) নাগদশক (iv) ধননন্দ

৩) “কুণিক” ছিলেন _
(i) অশোক (ii) বিম্বিসার (iii) অজাতশত্রু (iv) বিন্দুসার
৪) নিম্নে উল্লেখিত কোনটি মগধের প্রথম রাজধানী ছিল?
(i) বৈশালী (ii) পাটলীপুত্র (iii) কাশি (iv) রাজগৃহ

৫) ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি অবস্থিত __
(i) হায়দ্রাবাদ (ii) দেরাদুন (iii) কলকাতা (iv) চেন্নাই
৬) রাজধানী কার ইম্ফল?
(i) ত্রিপুরা (ii) অরুণাচল প্রদেশ (iii) মনিপুর (iv) নাগাল্যান্ড

(৭). ভারতের লোকসভা কে ভেঙে দিতে পারে?
(i) প্রধানমন্ত্রীর উপদেশ লোকসভার অধ্যক্ষ (ii) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (iii) প্রধানমন্ত্রী (iv) প্রধানমন্ত্রীর উপদেশে ভারতের রাষ্ট্রপতি
(৮)কোনটি মুলতবি রাখলেও ভেঙে দেওয়া যায় না?
(i) রাজ্যসভা (ii) কোনও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক সংস্থা (iii) পুরনিগম (iv) লোকসভা

রাজ্যের 23টি জেলায় 6,652টি শূন্যপদে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ।

(৯). কে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় খসড়া অনুমোদন করেন?
(i) রাষ্ট্রপতি (ii) সংসদ ও রাজ্য বিধানসভাসমূহ (iii) জাতীয় উন্নয়ন পর্ষদ (iv) পরিকল্পনা কমিশন
(১০) কোন পরিকল্পনার পর বিরতি দেওয়া হয়েছিল?
(i) চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা (ii) ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা (iii) দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা (iv) তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা

উপরের ICDS Anganwadi বা অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রাকটিস সেটের প্রশ্নের উত্তরগুলো হলো-

Utkarsh Bangla Recruitment - উৎকর্ষ বাংলাতে চাকরি
  • (1) অশ্ব ঘোষ
  • (2) মহাপদ্মনন্দ
  • (3) অজাতশত্রু
  • (4) রাজগৃহ
  • (5) হায়দ্রাবাদ
  • (6) মনিপুর
  • (7) প্রধানমন্ত্রীর উপদেশে ভারতের রাষ্ট্রপতি
  • (8)রাজ্যসভা
  • (9) জাতীয় উন্নয়ন পর্ষদ
  • (10) তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা।

রাজ্যের B.Ed প্রার্থীদের মাথায় হাত। কপাল খুললো নতুন D.El.Ed প্রার্থীদের।

আপনারা যারা ICDS Anganwadi পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন, বা প্রস্তুতি নিতে শুরু করেছেন তাদের উদ্দেশ্যে বলা নিজের সেল্ফ স্টাডি করার সাথে সাথে প্রতিদিন একটি করে ICDS Anganwadi & Worker প্রাকটিস সেটে অংশগ্রহণ করুন। এতে আপনার প্রস্তুতি অনেকটাই এগিয়ে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button