ICDS Anganwadi Recruitment - পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ী কর্মী নিয়োগ

ICDS Anganwadi প্রজেক্টে নিয়োগ

যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য সুখবর রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ICDS Anganwadi Recruitment নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process) শুরু হতে চলেছে। এই নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ জেলাভিত্তিক। ICDS Anganwadi Recruitment এর অধীনে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করতে চলেছে হুগলি জেলা। পশ্চিমবঙ্গ সরকারের তরফে আইসিডিএস প্রজেক্ট এর জন্য বিভিন্ন জেলাভিত্তিক অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হয়।

সেক্ষেত্রে এবার হুগলি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি অনুযায়ী বিস্তারিত তথ্য একবার দেখে নেওয়া যাক:

ICDS Anganwadi Recruitment

১. পদের নামঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা (Anganwadi Workers and Helpers)
২. মোট শূন্যপদঃ ১৫০০+
হুগলি জেলার বিভিন্ন সাব ডিভিশনে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন, 2022 প্রাইমারী টেট পাশ প্রার্থীদের সুখবর, নিয়োগ শুরু হচ্ছে।

৩. আবেদনের যোগ্যতাঃ
অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে হলে ন্যূনতম মাধ্যমিক পাস বা সমতুল হতে হবে।
অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করতে হলে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস বা সমতুল হতে হবে।
উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন।

৪. বয়স সীমাঃ
ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর বয়স হতে হবে।
৫. কিভাবে আবেদন করবেনঃ
পশ্চিমবঙ্গ সরকারের ICDS প্রজেক্টের অধীনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদনের জন্য অফলাইন পদ্ধতিতে আবেদনপত্র জমা দিতে হবে।

আরও পড়ুন, প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএড প্রার্থীদের বসা নিয়ে ফের জলঘোলা, সুখবর না দুঃসংবাদ জেনে নিন।

এই ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট করার পরে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
এরপর সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি খামে ভরে ওই আবেদন পত্র নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে আসতে হবে।

Click Here

৬. নিয়োগ পদ্ধতিঃ
মূলত লিখিত এবং ইন্টারভিউ এর মাধ্যমে Anganwadi Workers and Anganwadi Helpers পদে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে নির্দিষ্ট ওয়েবসাইটে অফিশিয়াল নোটিশ থেকে এই সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।
এছাড়া চাকরি ও চাকরি সংক্রান্ত আরও তথ্যের জন্য সুখবর বাংলা ফলো করুন। এই বিষয়ে আপনাদের কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। পরবর্তী আপডেট আসছে।