ICC T20 World Cup

ICC T20 World Cup 2022 অবশেষে অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট প্রেমীদের বিশ্বকাপ এর মহাযুদ্ধ।

এবারের ICC T20 World Cup 2022 হলো ৮ম বিশ্বকাপ। সম্পূর্ণ খেলাগুলি হবে অস্ট্রেলিয়া তে। মোট ১৬টি দেশ অংশ নিচ্ছে এই টুর্নামেন্ট এ। আর সব মিলিয়ে খেলা হবে মোট ৪৫টি ম্যাচ। অস্ত্রেলিয়ার ৭ টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সমস্ত খেলাগুলি।

কবে থেকে শুরু? ১৬ই অক্টোবর, ২০২২ থেকে শুরু হচ্ছে এই ICC T20 World Cup 2022 আর ফাইনাল ম্যাচ হবে আগামী ১৩ই নভেম্বর, ২০২২ তারিখে। গত আগস্ট, ২০২০ তে এই ICC T20 World Cup 2022 হবার কথা থাকলেও বিশ্বের চরম মহামারীর কারণে এই খেলা স্থগিত রাখা হয়েছিল। তখনই অস্ট্রেলিয়াকে এই ICC T20 World Cup 2022 খেলার দায়িত্বভার দেওয়া হয়েছিল।

ICC T20 World Cup 2022 পরিচালনায় কারা থাকছেন? গত ৩রা অক্টোবর, ২০২২ ICC এর তরফ থেকে ম্যাচ রেফারি এবং অন ফিল্ড আম্পায়ারদের নাম ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে ৪ জন ম্যাচ রেফারি হিসেবে থাকছেন – David Boon, Chris Broad, Ranjan Madugalle, Andy Pycroft. এছাড়াও ১৬ জন আম্পায়ার এর নাম ঘোষণা করা হয়।

কোন কোন মাঠে খেলা হবে? ১৫ই নভেম্বর, ২০২২ তারিখেই ICC T20 World Cup 2022 এর ভেন্যু নির্ধারণ করা হয়ে গিয়েছিল। মোট ৭টি স্টেডিয়ামে খেলাগুলি হবে যেগুলি হলো –
অ্যাডেলাইড শহরের ওভাল (৫৫,৩১৭ দর্শক ধারণ ক্ষমতা),
ব্রিসবেন এর গাবা (৪২,০০০ দর্শক ধারণ ক্ষমতা),
গিলং এর কারডিনিয়া পার্ক (২৬,০০০ দর্শক ধারণ ক্ষমতা),
হোবার্ট (২০,০০০ দর্শক ধারণ ক্ষমতা),
পার্থ (৬১,২৬৬ দর্শক ধারণ ক্ষমতা),
মেলবোর্ন (১,০০,০২৪ দর্শক ধারণ ক্ষমতা),
সিডনি (৪৮,৬০১ দর্শক ধারণ ক্ষমতা)। 

প্রকাশিত হলো ইন্ডিয়ান ওয়েটলিফটিং ফেডারেশনে বিভিন্ন শূন্যপদে 1 লক্ষ টাকা বেতনের নিয়োগ বিজ্ঞপ্তি।

পুরষ্কার কেমন দেওয়া হবে? ৪৫ টি ম্যাচের এই বিশ্বকাপে সব মিলিয়ে ৫৬ লক্ষ মার্কিন ডলার এর পুরষ্কার দেওয়া হবে। যা ভারতীয় মুদ্রায় ৪৫ কোটি টাকার কাছাকাছি। বিজয়ী দল পাবে ১৬ লক্ষ মার্কিন ডলার এবং রানার্স আপ দল পাবে ৮ লক্ষ মার্কিন ডলার। ফার্স্ট রাউন্ড থেকেই দলগুলি পুরষ্কার পাবে।

কোন গ্রুপে কারা আছে? Group-A তে থাকছে নামিবিয়া, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা এবং ইউনাইটেড আরব এমিরেটস। Group-B তে থাকছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবয়ে। এই দুটি গ্রুপ থেকে উইনার্স এবং রানার্স মিলিয়ে বিশ্বকাপের মূল পর্বে যাবে ২টি করে মোট ৪টি দল। র্যা ঙ্কিং লিস্টে এগিয়ে থাকা প্রথম সারির ৮টি দলের সাথে এই ৪টি দল নিয়ে তৈরি হবে Super-12.

একটির বেশি ব্যাংক একাউন্ট থাকলেই সাবধান করলো RBI, এই কাজ না করলে সব টাকা জলে।

Super-12 এ কারা কোথায়? এক্ষেত্রে থাকছে Group-1 এবং Group-2. আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড নিয়ে তৈরি আছে Group-1 এবং Group-2  তে থাকছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা। এই Group-1 এ তে যুক্ত হবে A1 এবং B2 আর অপর দিকে Group-2 তে যুক্ত হবে A2 এবং B1.

এই বিশ্বকাপে সেমি ফাইনাল থেকেই শুরু হয়ে যাবে নক-আউট সিস্টেম। ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। খেলার সম্পূর্ণ শিডিউল এর জন্য লক্ষ্য রাখুন আমাদের ওয়েবসাইটে। আরও কিছু জানার থাকলে আপনার অতি মুলবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান আমাদের। ধন্যবাদ।
Written by Mukta Barai.