রাজ্যে বহু ডাটা এন্ট্রি অপারেটর (DEO) নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন কোথায়, কিভাবে? জানুন, এক নজরে।
ডাটা এন্ট্রি অপারেটর (DEO) হিসেবে কাজে বেতন হবে নো ওয়ার্ক নো পে এর হিসেবে।
রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে প্রচুর নিয়োগ হচ্ছে জেলায় জেলায়। অতিমারীর পর থেকেই রাজ্য তথা দেশে চলছে নিয়োগের খামতি। যাদের আছে কম্পিউটারের বেসিক নলেজের সাথে সাথে সামান্য অভিজ্ঞতা, তারাই এ কাজের জন্য একেবারে পারফেক্ট। আসুন বিশদে জেনে নেই যে কোথায় আর কিভাবে হবে ডাটা এন্ট্রি অপারেটর এর নিয়োগ।
আজকাল একটা চাকরি পাবার আসায় ছেলে মেয়েরা এদিক ওদিক ছুটে চলছে। এরই মাঝে স্বস্তির খবর হলো, রাজ্যের বিভিন্ন জেলায় এবং ব্লকের নানা শুন্যপদে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ। এই চাকরি জন্য আপনি কি আগ্রহী তাহলে আর দেরি না করে আবেদন করুন।
এই ডাটা এন্ট্রি অপারেটর (DEO) এর কাজের জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে অন্য সব কি কি ডকুমেন্ট প্রয়োজন, সেই সকল বিষয়ে জানতে প্রতিবেদনে পড়ে নিতে হবে বিস্তারিত ভাবে। আপনি কি রাজ্যের একজন চাকরি প্রার্থী? তাহলে আর দেরি নয়। ডাটা এন্ট্রি অপারেটর পদের বিজ্ঞপ্তি দেখেই যোগাযোগ করুন নিকটবর্তী দপ্তরে।
দীর্ঘ দিন ধরেই চাকরির খোঁজে থেকে থেকে বেকার সমস্যায় একেবারে জর্জরিত হয়ে পড়েছেন। তাহলে এই সুযোগ হাতছাড়া হলে এখানে আপনি রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে অনায়াসে অংশগ্রহণ করতে পারবেন নিয়োগের ক্ষেত্রে। আগামী ১লা নভেম্বর থেকেই রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প। সেক্ষেত্রে অনেক কর্মীর দরকার পড়বে রাজ্যের জেলাগুলিতে। মূলত দুয়ারে সরকার প্রকল্পের কাজে কর্মীদের নিযুক্ত করা হবে।
দুয়ারে সরকার ক্যাম্পে স্বাভাবিক ভাবেই কাজের প্রচুর চাপ থাকে। কারণ সাধারণ অফিসের তুলনায় এক্ষেত্রে সুযোগ সুবিধা বেশি থাকে লোকের ভিড় বেশি থাকে। এর কাজে আগে ডাটা এন্ট্রি অপারেটর (DEO) হিসেবে কর্মীদের নিযুক্ত করা হয়েছিল। ঠিক একই ভাবে এবারও এই কাজের জন্য কর্মীদের নিযুক্ত করা হচ্ছে। এর মধ্য দিয়ে বিভিন্ন জেলার নানান ব্লকে তথা গ্রাম পঞ্চায়েতে কর্মীদের নেওয়া হবে।
পদের নাম ও কাজের ধরণ:-
এখানে এই নিয়োগ এর মধ্য দিয়ে মূলত ডাটা এন্ট্রি অপারেটর তথা DEO পদে কর্মীদের নিযুক্ত করা হবে। এখানে কর্মীদের দুয়ারে সরকার ক্যাম্পে নানান ধরনের ডাটা এন্ট্রির কাজ করতে হবে। নানান সরকারি প্রকল্পে রেজিস্ট্রেশন, ফর্ম ফিলাপ, ফর্ম চেকিং, ওয়েব আপলোড ইত্যাদি কাজ করতে হবে।
সৌরভ গাঙ্গুলী আসার পরই, বন্ধন ব্যাংকে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ।
এখানে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজে ডাটা এন্ট্রির কাজ করতে হবে কর্মীদের। বিশেষ করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার, কর্মসাথী, খাদ্য সাথী, কর্ম দিশা প্রকল্প ইত্যাদি রাজ্যের নানা প্রকল্পের জন্য বিভিন্ন রেজিস্ট্রেশন, ফর্ম ফিলাপ এর কাজ করতে হবে।
বেতনের পরিমাণঃ-
এই কাজ করার ক্ষেত্রে দিন হিসাবে টাকা দেওয়া হবে। সেক্ষেত্রে দৈনিক 500/- টাকা করে দেওয়া হবে। এই হিসাবে সারা মাস কাজ হলে মাসে 15,000/- টাকা হবে। সব কিছু কাজের পরিমাণের হিসেবে টাকা। দিনের উপস্থিতির হিসেবে বেতনের হিসেব করা হবে।
কোন যোগ্যতায় কাজ পাওয়া যাবে?
এক্ষেত্রে আবেদন করার জন্য আপনার বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতা দেখা হবে না। ন্যুনতম মাধ্যমিক থেকে শুরু করে ওপরে যেকোনো শিক্ষাগত যোগ্যতা থাকলেই আপনি আবেদন করতে পারবেন। তবে কম্পিউটারের কাজে বিশেষ দক্ষ হতে হবে। বিশেষ কি ডাটা এন্ট্রি, ইন্টারনেট ইত্যাদি কাজে দক্ষ হওয়ার পাশাপাশি আপনার পার্সোনাল ল্যাপটপ থাকলে আপনি খুব সহজেই কাজটি আপনি পেয়ে যাবেন।
কিভাবে কাজ পাবেন?
এই কাজে নিয়োগের ক্ষেত্রে কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হবেনা। নিজস্ব ব্লক অফিসে তথা বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। সেখানে যারা এই সংশ্লিষ্ট কাজের আধিকারিকেরা থাকবেন তারাই বিস্তারিত জানিয়ে দেবে। এমন আরো কাজের খবর পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.