তাহলে পশ্চিমবঙ্গে বকেয়া DA শুধুমাত্র কি 2016 সালের আগের জয়েনিং দের জন্যই? বিশদে জানুন।
রাজ্যে সরকারি কর্মীরা এবারে আঁটঘাট বেঁধেই নামবেন বকেয়া DA আদায় করতে।
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা প্রতি মাসেই কম পাচ্ছেন হাজার হাজার টাকা। DA সরকারি কর্মীদের অধিকার মানলেও নেতৃত্বের মতে রাজ্যের আয় নেই। তবে এই দুর্গা পুজোতে রাজস্ব বৃদ্ধির সরকারি মন্তব্য কি আগামী ২০২৩ এর আগেই এক কিস্তি ডিএ ঘোষণার কোন ইঙ্গিত দিচ্ছে?
যদি ডিএ দেয় তাহলে কি পঞ্চম বেতন কমিশনের বকেয়া দেবার পরেই নতুন পে কমিশনের সুপারিশ অনুসারে দেবে ডিএ? সেটা বিজ্ঞপ্তি না বেরলে বলা মুশকিল। তবে আপনার বকেয়া দিন দিন বেড়েই চলেছে। আপনি নিজের জয়েনিং হিসেবে দেখে নিতে পারেন যে আপনার বকেয়া কত?
অনেকেরই ধারণা এমন, যে তিনি হয়তো 2016 সালের পরে পশ্চিমবঙ্গে সরকারি চাকরীতে জয়েন করেছেন। তাই হয়তো তিনি কোন বকেয়া ডিএ পাবেন না। আজকের আলচনায় সেই ধারণা পরিস্কার হয়ে যাবে। আসুন জেনে নি সম্পূর্ণ বিষয়টি।
প্রথমেই দেখে নেবো, 2016 সালে যারা পশ্চিমবঙ্গে সরকারি কর্মী হিসেবে নিযুক্ত হয়েছেন বিভিন্ন পদে, তাদের বকেয়া ডিএ এর পরিমান কেমন? 01.01.2016 এর হিসেবে যারা চাকরী পেয়েছেন তাদের AICPI নিয়ম হিসেবে DA পাবার কথা ছিল 125% হিসেবে কিন্তু তারা পেয়েছিলেন মাত্র 75%. অর্থাৎ তাদের প্রতি মাসের বকেয়া ছিল 50%.
“এক দেশ এক DA” – AICPI মেনে ডিএ বাধ্যতামুলক হচ্ছে সারা দেশে।
একটা উদাহরন দিয়ে দেখা যাক। ধরুন, বেসিক বা মূল বেতন ছিল 8,840/-. সেক্ষেত্রে 2016 সালের বকেয়া হবে 8,840*50%*12= 53,040/-. এবারে দেখা যাক 2017 সালের ঐ কর্মীর হিসেব। এক্ষেত্রে তার বেসিক পরিবর্তন হলেও আমরা হিসেবের সুবিধার্থে মূল বেতন একই রেখে হিসেব দেখাচ্ছি।
01.01.2017 থেকে রাজ্যে 10% করে ডিএ বাড়ানোর ফলে পার্থক্য সামান্য কমে দাড়ায় 40% তে। এই হিসেবে বকেয়া DA হিসেবে হয়, 8,840*40%*12= 42,432/-. এর পরে 2018 সালে 15% DA দেবার কারণে ফারাক দাঁড়ায় 25% তে। এই হিসেবে আপনার বকেয়া হবে 8,840*25%*12= 26,520/-.
ব্রেকিং নিউজ, ডিএ মামলায় হারের পর, DA নিয়ে কি সিদ্ধান্ত নিলো নবান্ন?
অর্থাৎ, যেই সকল কর্মীরা 01.01.2016 এর পরেই জয়েন করেছেন তাদের মোট হিসেব করলে হবে, (53,040+42,432+26,520= 1,21,992) এক লক্ষ একুশ হাজার নয় শত বিরানব্বই টাকার এক বিশাল পাহাড়। এবারে আপনি যেই বছরে যেই মাসে চাকরীতে জয়েন করবেন, সেই মাস থেকেই পাবেন বকেয়া DA.
আর যারা 01.01.2016 সালের আগে চাকরি পেয়েছের তাদের হিসেবটা আরও বড়ো। এভাবেই হিসেব করে নিতে পারেন নিজের পঞ্চম বেতন কমিশনের বকেয়া টাকা। আরও আপডেট পেতে একটু কষ্ট করে নজর রাখতে হবে ওয়েবসাইটে। আর আপনার জিজ্ঞাস্য থাকলে কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।
written by Mukta Barai.
Sir, No need DA, we want 30% dicount of every thing and fixed amount. Thank you.