HS Exam Viral Question Paper

HS Exam Viral Question Paper : রসায়নের পর ফাঁস বায়োলজি প্রশ্নপত্র, মিলও আছে হুবহু! ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, জানুন বিস্তারিত

অতিমারী আর লকডাউনের কারনে গত দুই বছর ঠিক মতো পরীক্ষা (HS Exam Viral Question Paper) হয়নি। অতিমারী পরিস্থিতি একটি স্বাভাবিক হওয়ার কারনে এবছর পুনরায় সেই আগের মতো চালু হয়েছে পরীক্ষা। কিন্তু এবার ভালো ভাবে পরীক্ষা শুরু হলেও যত দিন গেছে বিড়ম্বনাও ততো বাড়তে শুরু করেছে।

আরও পড়ুন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করলেই পাবেন এই স্কলারশীপ, অনেকেই জানেনা এটা, এখনই আবেদন করুন।

 পরীক্ষা শুরু হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে প্রশ্নপত্র (HS Exam Viral Question Paper)। ২৬ এপ্রিল মঙ্গলবার একাদশ শ্রেণির রসায়ন পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর ৩ ঘণ্টা আগেই ফাইনাল হয়ে গিয়েছিলো পরীক্ষার প্রশ্নপত্র। শুধু এটা নয় আবারও একই ঘটনা ঘটল একাদশ শ্রেণির অন্য একটি বিষয়ে পরীক্ষা প্রশ্নপত্র নিয়ে।

সংবাদ সুত্রে পাওয়া খবর আনুসারে রসায়নের প্রশ্ন যখন ফাঁস হয় তা পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছিল। কিন্তু এবার রসায়ন পরীক্ষার পরে রাতারাতিই ভাইরাল (HS Exam Viral Question Paper) হলো বায়োলজি বিভাগের প্রশ্নপত্র। অনেকের কাছেই নাকি প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে পৌঁছে গিয়েছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হল এটা সম্ভব হচ্ছে কিভাবে?

অনেকে মনে করছেন রসায়নের প্রশ্নপত্র (HS Exam Viral Question Paper) যেমন হুবুহু মিলে গিয়েছিল, সম্ভবত এটিও মিলে যাবে। এবিষয়ে অনেকেই স্কুলের একাংশকে দায়ী করেছে। তাদের অভিযোগ শিক্ষকদের একাংশ একাজের সাথে জড়িয়ে থাকতে পারেন। তারা প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ শাখার ওয়ার্কিং প্রেসিডেন্ট বিভাস মন্ডল বলেন, কাউন্সিলের পরীক্ষা বাদেও স্কুলের প্রায় সকল পরীক্ষার ক্ষেত্রেই প্রশ্নপত্র ফাঁসের (HS Exam Viral Question Paper) বিষয়টি জড়িয়ে থাকে। তিনি এও বলেন জেলার প্রায় সব শিক্ষক যারা প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা এ ধরনের কাজ করে থাকেন।

অনেকেই মনে করছেন শিক্ষকেরা যাতে টিউশন পেতে পারেন, তাই ব্যবসায়িক কারণে এমনটা করেছেন। সংবাদ মাধ্যম সূত্রে সংশ্লিষ্ট আধিকারিকদের তরফ থেকে জানা যায়, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এ বিষয়ে এখনো কিছু বলেনি। কিন্তু রসায়ন পরীক্ষার প্রশ্নপত্রের পর ভাইরাল হওয়া বায়োলজি পরীক্ষার প্রশ্নপত্রও (HS Exam Viral Question Paper) যদি মিলে যায়, একের পর এক প্রশ্নপত্র ভাইরালে ক্ষতিগ্রস্ত হচ্ছে পড়ুয়াদের ভবিষ্যৎ।

এ বিষয়ে আপনার কোন মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এ সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই ফলো করতে ভুলবেন না এই ওয়েবসাইটটি।

আরও পড়ুন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই জানা গেল, কবে রেজাল্ট প্রকাশিত হবে।