hs exam 2023

HS Exam New Update : তবে কি আগামী বছরেও নিজেদের স্কুলে হবে উচ্চমাধ্যামিক? কি জানালো পর্ষদ। জানুন বিস্তারিত।

অতিমারির কারনে গতবছর ঠিকঠাক (HS Exam New Update) ভাবে উচ্চমাধ্যামিক পরীক্ষা না হলেও এ বছর পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে পর্ষদ উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার বন্দোবস্ত করেছে। সংক্রমণের কথা মাথায় রেখে এ বছর হোম সেন্টারে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু পরের বছরের পরীক্ষা কি একইভাবে হোম সেন্টারেই নেওয়া হবে সে বিষয়ে জানাল উচ্চমাধ্যমিক সংসদ সভাপতি।

আরও পড়ুন, রাজ্য পুলিশে বড় নিয়োগ। শূন্য পদ ৪৫০০। আজই আবেদন করুন।

গত ২ এপ্রিল থেকে রাজ্যে শুরু হয়েছে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং চলবে ২৭ এপ্রিল পর্যন্ত (HS Exam New Update)। সংক্রমণ বিধি মেনে হোম সেন্টারকেই পরীক্ষাকেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। তবে পরের বছরও কি হোম সেন্টারেই নেওয়া হবে পরীক্ষা? এমন প্রশ্ন মাথা চাড়া দিয়েছে বহু অভিভাবক থেকে শুরু করে পড়ুয়াদের মনে। তাই এ প্রশ্নের উত্তর জানিয়ে পর্ষদের তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে।

আসুন জেনে নেওয়া যাক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পর্ষদের তরফ থাকে কি নির্দেশ দেওয়া হয়েছে :
১) পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পর পরীক্ষার্থীরা শৌচাগারে যাওয়ার অনুমতি পাবেন। তবে উত্তরপত্র জমা রেখে যেতে হবে।

২) কোনও পরীক্ষার্থী দুপুর ১২ টা ৪৫ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা ৪৫ মিনিটের আগে কোনও পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্র থেকে বেরনোর অনুমতি পাবেন না।

৩) পরীক্ষার খাতায় পরীক্ষককে অশ্রদ্ধকর কথা বা বাক্য লেখা যাবে না। তা না হলে বাতিল হয়ে যাবে পরীক্ষার খাতা।

 ৪) পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীরা মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না।


এবছরের পরীক্ষা নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এবছর হোম সেন্টারে পরীক্ষা হওয়ার দরুন বেশ অনেকটাই খরচ বেড়েছে।

২০২২ সালের পরীক্ষা যদি যথাযথভাবে সম্পন্ন হয়, হোম সেন্টার করে কতটা লাভ হল, কতটা ক্ষতি হল, সেটা দেখে আবার ২০২৩ সালে সিদ্ধান্ত নেওয়া হবে (HS Exam New Update)। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক থাকলে পরীক্ষা হবে নির্ধারিত সময়েই, অর্থাৎ মার্চের প্রথম দিকে। এবার পরিস্থিতির কারনে সব কিছু পিছিয়ে গেছে।

আরও পড়ুন, মধ্যবিত্তের কপাল পুড়লো, ফের কমলো ব্যাংকে সুদের হার, New Rates April 2022.

খরচ বেশী হওয়ার কারন কি এই বিষয়ে ও জানা গেছে উত্তর। অতিমারীর কারনে পরীক্ষা সেন্টারের (HS Exam New Update) সংখ্যা বাড়ানো হয়েছে। গ্রামের প্রত্যন্ত এলাকায় ও সকাল ৯টার মধ্যে পৌঁছে দিতে হচ্ছে প্রশ্নপত্র। প্রতিবারের তুলনায় নিজের স্কুলে পরীক্ষা বলে, ডবল ডবল করে আলাদা প্রশ্ন রাখতে হচ্ছে।

প্রশ্ন ফাঁস হলে শেষ মুহূর্তে বদলে দেওয়া হবে প্রশ্ন। আর এই সব বিষয় চিন্তা করে বরাদ্দ অনেকটাই বেশী রাখতে হয়েছে। তবে অতিমারী প্রভাব কমে গেলে (HS Exam New Update) গতানুগতিক নিয়মেই যে অন্য স্কুলে পরীক্ষা হবে সেই ইঙ্গিত আগেই দিয়েছেন সংসদ সভাপতি।

আপনাদের এই বিষয়ে কি মত? নিচে কমেন্ট করে জানাবেন।