HS Exam – “খেলা হবে” উচ্চ মাধ্যমিকের খাতায় এইসব লিখলে সাথে সাথে বাতিল হয়ে যাবে পরীক্ষার খাতা।

HS Exam – “খেলা হবে” উচ্চমাধ্যমিক খাতায় লিখলে বাতিল হবে খাতা

অতিমারির কারণে গত দুবছর কোনো পরীক্ষা (HS Exam) হয়নি। এবছর বোর্ড পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে অনলাইন ক্লাস স্কুলগুলিতে। তবে পরীক্ষার ক্ষেত্রে রাখা হল নতুন গাইডলাইন। আর কিছুদিন পর পরীক্ষা সেই কথা মাথায় রেখে দেওয়া হলে নতুন গাইডলাইন, এই নিয়ম না মানলে বাতিল হতে পারে খাতা!

আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam)। পর্ষদ এবছর আগেই জানিয়েছিল তাদের পরীক্ষা হবে হোমসেন্টারে। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। সকাল ১০ টা থেকে দুপুর ১:১৫ পর্যন্ত চলবে পরীক্ষা। সেই সময় রেল ও তাদের সুবিধার কথা মাথায় রেখে নিয়মে অনেক পরিবর্তন এনেছে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা উত্তরপত্রে “খেলা হবে” এই রাজনৈতিক স্লোগানটি লেখা থাকলে খাতা বাতিল হবে। এছাড়াও পরীক্ষা শুরু হওয়ার ১ ঘণ্টার মধ্যে খাতা জমা দিলে বাতিল হয়ে যাবে সেই খাতা।

৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা চলেছিল। পরীক্ষা (HS Exam) নির্বিঘ্নে সম্পন্ন হলেও পরীক্ষার্থীদের খাতায় দেখতে গিয়ে পরীক্ষকদের হতবাক হতে হয় অনেকক্ষেত্রে। তাদের অভিজ্ঞতা থেকে জানা যায়, তারা আগে এমন ধরণের পরীক্ষার খাতা দেখেননি শুধুমাত্র ফাঁকা খাতা নয় অশ্রদ্ধ বাক্যতে ভরা খাতাও পেয়েছে তারা।

আরও পড়ুন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মাথায় বাড়ি

সব থেকে আশ্চর্য ব্যাপার হল অনেক পরীক্ষার্থী উত্তরপত্রে রাজনৈতিক স্লোগান “খেলা হবে” লিখে এসেছেন। পরীক্ষার্থীদের এমন খাতা দেখে পরীক্ষকরা রীতিমত মাথায় হাত দিয়েছে। HS Exam

বর্তমানে “খেলা হবে” এই স্লোগানটি সাধারণ মানুষের কাছে বেশ পরিচিতি লাভ করেছে ২০২১ ভোটের সময় থেকে। পাড়ায়, ক্লাবে কিংবা পিকনিকেও এই গানের প্রচলন বেশ। তবে পরীক্ষার উত্তরপত্রে এমন লিখলে মেনে নেবেনা পরীক্ষক থেকে শুরু করে শিক্ষা পর্ষদ! তাই উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের মেনে চলতে হবে এই গাইডলাইন অবশ্যই। লেখা যাবেনা কোনো বিতর্কিত কথা।

উচ্চ মাধ্যমিকের সাজেশন পেতে এখানে ক্লিক করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button