লটারি জেতার উপায় জেনে রাখলে টিকিটের পুরস্কার ঘরে আসবেই, দেখুন টিপস!

লটারি জেতার উপায় না জেনে শুধুমাত্র নিজের ভাগ্যের ওপরে ভরসা করে লটারি কাটলে সেক্ষেত্রে পুরস্কার মেলার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে যায়। কারণ এই সকল লটারি জেতার উপায় গুলি প্রতিদিনের লটারি জেতার নাম্বার গুলির ওপরে রিসার্চ করে তৈরি করা হয়। সঠিক উপায় জানা থাকলে আপনার লটারির নম্বর বেছে নিতে সুবিধা হবে। এর কারণে লটারিতে বড় অংকের পুরস্কার জেতাও হয়ে যাবে অনেকটাই সহজ। তাহলে চলুন, আর দেরি না করে জেনে নেয়া যাক নতুন কিছু লটারি জেতার উপায়।

লটারি জেতার উপায় জেনে নিয়ে তবেই টিকিট বেছে নিন, পুরস্কার পাবেনই।

বিশেষ উপায়ে লটারি কাটলেই মিলবে জ্যাকপট। তবে বিশদে জেনে রাখুন, লটারি জেতার উপায়। বর্তমানে লটারি অনেকেই কাটেন। মূলত কম সময়ে কোনো বাড়তি পরিশ্রম ছাড়াই কোটপতি বা লাখপতি হবার স্বপ্ন থেকেই মানুষ লটারির টিকিট কেটে থাকে। কিন্তু অনেকবার টিকিট কাটার পরেও কাঙ্ক্ষিত সাফল্য অধরা থেকে যায়, কারণ তারা জানেন না, লটারি জেতার উপায়।

তবে একটু দেখে শুনে এবং কিছু নিয়ম মিলিয়ে টিকিট কাটলে লটারিতে জ্যাকপট পাওয়া সম্ভব। এই প্রতিবেদনে তেমনই কিছু উপায়ের কথা বলা হয়েছে। প্রথম পুরস্কার জেতার জন্য এই প্রতিবেদনে লেখা সমস্ত উপায়গুলি একবার পড়ে নিয়ে টিকিট কাটার সময় প্রয়োগ করুন। সাধারণত লটারি টিকিট 5 টি নম্বর বিশিষ্ট হয়, যেমন ধরা যাক, কোন লটারি টিকিটের নম্বর ABCDE এখানে A থেকে E পর্যন্ত লেটার গুলি হলো 0-9 পর্যন্ত কোনো একটি সংখ‍্যা।

A কে লটারির চলতি ভাষায় ব্যাক নম্বর বলা এবং দ্বিতীয় – তৃতীয় সংখ‍্যা অর্থাৎ BC কে মিডল ও শেষের দুটি সংখ্যা DE কে বলা হয় লাস্ট ডিজিট নম্বর। টিকিট কাটার সময় আপনাকে চোখ রাখতে হবে শেষ 2 টি ডিজিটের দিকে। এই লাস্ট ভিজিট নম্বর পুরস্কার জেতার জন্য খুব গুরুত্বপূর্ণ। টিকিট কেনার ক্ষেত্রে মনে রাখতে হবে, মিডিল নম্বরের ঘরে যে দুটি সংখ্যা আছে সেগুলির 10 ঘর অব্দি নম্বর এবং মিডিল নম্বর এর বিপরীত নম্বর গুলোর 10 ঘরের মধ্যে থাকা টিকিটটা কাটতে হবে আপনাকে।

উদাহরণ দিয়ে বলা যাক। ধরা যাক, একটি লটারির টিকিটে প্রথম মিডিল নম্বরটি রয়েছে 64, তাহলে মিডিল নম্বরের দুটো সংখ্যা হল 6 ও 4, এর ভিত্তিতে লাস্ট ডিজিট নম্বর দেখে টিকিট কাটতে হবে। এক্ষেত্রে, 60 থেকে 69 এবং 40 থেকে 49 সংখ্যা যুক্ত টিকিট কাটতে হবে। আরও একভাবে টিকিট কাটা যায়। এর জন্য লটারি জেতার উপায় অনুসারে, ছয় এর বিপরীত নম্বর এক ও চার এর বিপরীত নম্বর নয় এর উপর ভিত্তি করে দশ ঘরের মধ্যে অর্থাৎ 10-19 এবং 90 -99 সংখ্যা যুক্ত টিকিট কাটতে হবে।

লটারি জেতার উপায় অনুযায়ী বলে রাখি যে, টিকিটের লাস্ট ডিজিট নম্বরগুলির মধ্যে যেগুলি মিডিল নম্বরের সংখ্যা দুটো থেকে দশঘর পর্যন্ত নেয়া হয়েছে, সেগুলিকে প্রথমে টার্গেট হিসাবে মার্ক করতে হবে। এক্ষেত্রে যেমন, 60-69 ও 40-49 এর মধ্যের টিকিট নম্বর গুলিকে ফার্স্ট টার্গেট ধরে টিকিট কাটতে হবে। অন্যদিকে, মিডলের শেষ নম্বর, এক্ষেত্রে 4 এর বিপরীতে নম্বর 9 এর ঘরের দশ নম্বর অর্থাৎ 90-99 এর মধ্যের টিকিট নম্বর গুলিকে সেকেন্ড টার্গেট হিসেবে ধরতে হবে। মনে রাখবেন, 0-5 , 1-6, 2-7, 3-8, 4-9 এই সংখ্যাজোড় গুলি একে অন্যের বিপরীত নম্বর।

5 টাকার পুরনো নোট বিক্রয় করে লক্ষ টাকা আয়ের সঠিক পদ্ধতি দেখে রাখুন, ভাগ্য বদলে যাবে।

দশঘর বিশিষ্ট নম্বর গুলির মধ্যে যে সব টিকিট নম্বরে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি থাকে, সেগুলো নিম্নরূপ – টিকিটের মিডলের শেষ নম্বর ও লাস্ট ডিজিট নম্বর মধ্যে বিয়োগফল 1, বা 0 বা -1 হতে হবে। ধরা যাক, 6483 নম্বরযুক্ত একটি টিকিট আছে। এখানে, মিডিলের শেষ সংখ্যা 4 ও লাস্ট ডিজিটের শেষ নম্বর 3 এবং এদের মধ‍্যের বিয়োগফল 1. একই লজিকে 64 মিডল ও লাস্ট ডিজিট নম্বর 40-49 হলে, যে টিকিটগুলি কাটবেন, তা হল – 6443 – এখানে বিয়োগফল 1, 6444- এখানে বিয়োগফল শূন্য, 6445-

হাতে কিছু টাকা থাকলে, একটি দুর্দান্ত ব্যবসার আইডিয়া জেনে নিন, মাসে কমকরে লাখ টাকা রোজগার।

এখানে বিয়োগফল -1. টিকিট কাটার সময় এই লজিক ব্যবহার করে টিকিট কাটলে, আপনার লটারিতে পুরস্কার জেতার সম্ভাবনা বেড়ে যাবে। তবে মনে রাখবেন, লটারি সম্পূর্ণভাবে একটি ভাগ্যের খেলা, তাই কোনও নিয়মই চূড়ান্ত সত্যি নয়। নিয়ম মেনে টিকিট কাটলে তাতে পুরস্কার জেতার সম্ভাবনা অনেকাংশে বেড়ে গেলেও, আপনি পুরস্কার জিতবেনই তার 100% গ্যারান্টি কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। আমরা কোন ভাবেই কাউকে এই বিষয়ে উৎসাহিত করি না। যা করবেন, নিজের দায়িত্বে করবেন।
Written by Parna Banerjee.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button