রাজ্যের বেকার ভাতা প্রকল্পে এই কাজটি না করলে, 1 টাকাও পাবেন না।
বর্তমানে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের পাশাপাশি চালু করা হয়েছে বেকার ভাতা প্রকল্প সহ একাধিক Government Schemes. বেকার যুবক-যুবতীদের সাফল্যের জন্য চালু করা হয়েছে যুবশ্রী বা বেকার ভাতা প্রকল্প। যার মাধ্যমে প্রতি মাসে মিলবে 1500 টাকা। তবে আবেদনের ক্ষেত্রে যদিও কোনো ভুল ভ্রান্তি থাকে, পাবেন না টাকা। সেক্ষেত্রে আপডেট করতে হবে প্রোফাইল।
বেকার ভাতা প্রকল্পে কিভাবে আবেদন করবেন?
আবেদনের নিয়ম
১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারীর বয়স ১ এপ্রিল অনুযায়ী নূন্যতম ১৮ বছর হতে হবে। সর্বোচ্চ বয়স ৪৫ বছরের বেশি হবে না।
৩) আবেদনকারীকে কোনো সরকারি চাকরির সাথে যুক্ত থাকলে চলবে না।
উল্লেখ্য, আবেদনকারী রাজ্য সরকারের অধীনে কোনো প্রকল্প থেকে আর্থিক ঋণ নিলে এই প্রকল্পের টাকা নাও পেতে পারেন।
বিরাট সুখবর, সুদ বাড়লো প্রভিডেন্ট ফান্ডে, PF, CPF, GPF নিয়ে অর্থদপ্তরের বিজ্ঞপ্তি দেখুন
আবেদন পদ্ধতি-
এই Schemes এ শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই করা যাবে আবেদন। প্রথমে Employment Bank এর অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। ‘New Enrollment Job Seeker’ অপশনে ক্লিক করতে হবে। নতুন পেজ ওপেন হলে ‘T&C’ এ Accept করতে হবে। আবেদনপত্রটি দেখা যাবে।
আবেদনকারীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, বয়স, ইমেইল আইডি, ফটো ইত্যাদি আপলোড করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
শেষে ফাইনাল সাবমিট করতে হবে। পরে বৈধ মোবাইল নম্বরে আইডি পাসওয়ার্ড চলে আসবে।
দিওয়ালী মোবাইল রিচার্জ অফার, মাত্র 47 টাকায় চলবে 90 দিন, এই তারিখের মধ্যে রিচার্জ করুন
যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতায় ভুল সংশোধন বা প্রোফাইল আপডেট করার পদ্ধতি-
১) যুবশ্রী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
২) Employer অপশনে ক্লিক করে ‘View / Update Profile’ অপশনে ক্লিক করতে হবে।
‘User Name & Password’ সঠিকভাবে দিয়ে লগইন করতে হবে।
৪) প্রোফাইলে কোনো ভুল থাকলে তা আপডেট করতে হবে।
৫) আপডেট হলে আবেদনকারীকে নিকটবর্তী Exchange Office এ গিয়ে নথিপত্র ভেরিফিকেশন করতে হবে।
আবেদনের লিংক-
https://employmentbankwb.gov.in/
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
দীপাবলির আগেই রেল কর্তৃপক্ষ টিকিটের দাম বাড়ালো, কত মূল্য দিতে হবে?