PAN Card সুরক্ষিত না রাখলে ফাঁকা হতে পারে একাউন্ট, না জানলে এখুনি দেখে রাখুন।

PAN Card সংক্রান্ত সমস্ত বিষয়ে জেনে রাখা অত্যন্ত জরুরী। বর্তমানে কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সিতারামন জানিয়েছেন, যে PAN Card এখন বিভিন্ন আর্থিক বিষয়ের ক্ষেত্রে প্রধান নথি হিসেবে ব্যবহৃত হবে। এর ফলে প্রত্যেকেরই নিজের নিজের অন্যান্য ডকুমেন্টস এর সাথে সাথে এই প্যান কার্ডকে আরও বেশি সুরক্ষিত করে রাখা উচিত। কিভাবে বুঝবেন যে, আপনার PAN Card আছে সুরক্ষিত, আজকের আলোচনার বিসয়বস্তু এটাই।

নিজের PAN Card আরও বেশি সুরক্ষিত রাখার গুরুত্ব সকলের জানা দরকার।

ভারতে আধার বা ভোটার আইডি কার্ডের মতই PAN Card একটি গুরুত্বপূর্ণ নথি। আয়কর দপ্তর এই প্যান কার্ড ইস্যু করে থাকে। এই সরকারি পরিচয়পত্রটিকে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যায়, যেমন লোন নেওয়া বা ট্যাক্স দেওয়ার মতো কাজে। তাই নিজের প্যান কার্ড সুরক্ষিত রাখা অবশ্যই দরকার। যদিও বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় প্যান কার্ড জালিয়াতির খবর আকছার সামনে আসছে, তাই একবার অবশ্যই দেখে নেওয়া দরকার আপনার প্যান কার্ড অন্যত্র ব্যবহৃত হচ্ছে কিনা। কারণ সময় থাকতেই সাবধান থাকাই বাঞ্ছনীয়।

প্যান কার্ড জাল করে প্রতারকরা ঋণ নেওয়া, ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা, গয়না কেনা বা হোটেল বা গাড়ি বুক করার মত কাজ করতে পারে, যার ফলে আপনি নির্দোষ হওয়া স্বত্ত্বেও বেআইনি কার্যকলাপে জড়িয়ে পড়তে পারেন এবং এর ফলস্বরূপ আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে আপনাকে।

তাই সময় থাকতেই বাড়িতে বসে খুব সহজেই অনলাইনে চেক করে নিন আপনার প্যান কার্ড সুরক্ষিত আছে কিনা। কীভাবে প্যান কার্ডের স্ট্যাটাস চেক করবেন, আপনার প্যান কার্ড অন্যত্র ব্যবহৃত হলে কোথায়, কীভাবে অভিযোগ জানাবেন তা এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।

কীভাবে বুঝবেন আপনার PAN Card অন্য কেউ ব্যবহার করছে কিনা?
আপনার PAN Card এর অ্যাক্সেস কারোর কাছে আছে কিনা তা পরীক্ষা করার সবচেয়ে ভালো এবং সহজ উপায় হল ক্রেডিট স্কোর চেক করা। বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনি ক্রেডিট স্কোর পরীক্ষা করতে পারেন, যেমন TransUnion CIBIL, Equifax, Experian, Paytm, Bank Bazaar অথবা CRIF High Mark.

ক্রেডিট স্কোর চেক করার ক্ষেত্রে প্রথমে উপরের যে কোনো একটি ওয়েবসাইটের নাম ব্রাউজারে লিখে সার্চ করুন। ওয়েবসাইটটি খুলে গেলে এবার ‘চেক ক্রেডিট স্কোর’ অপশনটি সার্চ করুন। সাধারণত এই কাজের জন্য কোনো টাকা লাগেনা, তবে কিছু ওয়েবসাইট আপনার বিস্তারিত ক্রেডিট স্কোরের তথ্য প্রদান করার জন্য টাকা চাইতে পারে। সেক্ষেত্রে আপনি অন্য ওয়েবসাইটে গইয়ে সার্চ করতে পারেন।

এবার, আপনাকে ওয়েবসাইটে নিজস্ব কিছু বিবরণ দিতে হবে, যেমন আপনার জন্ম তারিখ, ইমেইল আইডি, রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং প্যান কার্ড নম্বর।আপনার মোবাইল নম্বরটি দেওয়ার পরে সেখানে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি ওয়েবসাইটে লিখে এন্টার করুন। উপরের ধাপগুলি সম্পন্ন করার পরেই আপনি নিজের ক্রেডিট স্কোর দেখতে সক্ষম হবেন এবং আপনার PAN Card এর সমস্ত তথ্য বিশদে জানতে পারবেন।

বিশেষ ঘোষণা! জলদি প্যান কার্ডে এই সংশোধন না করলে বন্ধ হবে অ্যাকাউন্ট।

আপনার প্যান কার্ড অন্য কেউ ব্যবহার করলে অভিযোগ করবেন কীভাবে?
আপনার প্যান কার্ডের ব্যবহার চেক করার পরে যদি জানতে পারেন যে আপনার প্যান অন্যত্র ব্যবহৃত হচ্ছে, তবে আর এক মুহুর্ত দেরী না করে আপনাকে অভিযোগ দায়ের করতে হবে। অভিযোগ জানানোর জন্য ভারত সরকারের আয়কর বিভাগের তরফে ইতিমধ্যেই আয়কর যোগাযোগ কেন্দ্র বা ASK-এর মাধ্যমে প্যান সংক্রান্ত অভিযোগ দায়ের করার জন্য একটি অনলাইন ওয়েবসাইট উপলব্ধ আছে।

মার্চের মধ্যে PAN Aadhaar Link না করলে বাতিল হবে প্যান কার্ড, ঘরে বসে চেক করুন

এই ওয়েবসাইটে অভিযোগ জানাবার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে–
১. প্রথমে TIN NSDL এর ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। এবার বেছে নিতে হবে কাস্টমার কেয়ার অপশনটি।
২.  ড্রপ-ডাউন মেনুতে যেতে হবে। তারপর  ‘কমপ্লেন্ট/কোয়েরি’ অপশনটি-তে ক্লিক করতে হবে। অপশনটি বেছে নেওয়ার পর একটি ফর্ম আসবে।
৩. সেই ফর্মটি পূরণ করে শেষে দেওয়া ক্যাপচা কোড লিখতে হবে এবং সব শেষে তা সাবমিট করতে হবে। এভাবে খুব সহজেই অভিযোগ দায়ের করা হয়ে যাবে।
Written by Parna Banerjee.

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button