Gaming laptop কিনবেন বলে ভাবছেন? কত বাজেটের, কেমন গ্রাফিক্স? ল্যাপটপ কেনার আগে জরুরী টিপসগুলি জেনে নিন

Gaming laptop Buying Guidelines

গেমিং ল্যাপটপ (Gaming laptop) কিনবেন বলে ভাবছেন? অথচ পাচ্ছেন না প্রয়োজনীয় টিপস? কোন কোম্পানির ল্যাপটপ কেনা ভালো হবে? গ্রাফিক্সের দিক থেকে এগিয়ে কোন কোম্পানি? ঠিকঠাক মত বাজে ঠিক করে এবার করেই নিন আপনার স্বপ্ন পূরণ। কারণ আজকের প্রতিবেদনে গেমিং ল্যাপটপ কেনার জন্য প্রয়োজনীয় সবকটি তথ্য উল্লেখ করা হলো। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Gaming laptop Buying Tips 2025

আপনি কি অনেকদিন ধরেই গেমিং ল্যাপটপ কিনবেন বলে ঠিক করে রয়েছেন? কিন্তু সঠিক টিপস না পাওয়ার জন্য টাকা খরচ করে ল্যাপটপ কিনতে পারছেন না, যদি পরিস্থিতি এমন হয় তবে এই প্রতিবেদন আপনার জন্য। গেমিং ল্যাপটপ কেনার আগে অবশ্যই পরিকল্পনা করা জরুরী। জেনে নেওয়া জরুরী কোন কোম্পানি কি বাজেট ধরে ল্যাপটপের বিক্রয় করছে। আর তাহলেই ল্যাপটপ কেনার ক্ষেত্রে সুবিধা হবে আপনার।

গেমিং ল্যাপটপ কেনার জন্য প্রয়োজনীয় টিপস

বর্তমান ইন্টারনেটের যুগে ক্রমাগত বাড়ছে বিভিন্ন গেজেটের ব্যবহার। দিনের পর দিন ক্রমবর্ধমান হারে বেড়েছে ল্যাপটপের ব্যবহারও। শুধু কি তাই?বর্তমানে গেমারদের জন্যও একাধিক ল্যাপটপ রয়েছে। বিশেষ করে যারা গেম খেলতে পছন্দ করেন, এখনও গেমিং ল্যাপটপ কিনে উঠতে পারেননি তাঁরা আগেই একটা প্ল্যান ছকে ফেলুন। গেমিং ল্যাপটপ কেনার জন্য নির্দিষ্ট কিছু জিনিস আগের থেকেই জেনে রাখা জরুরী। আসুন সেই বিষয় জেনে নেওয়া যাক।

১) বাজেট ঠিক করা

আপনি যদি গেমিং ল্যাপটপ কিনবেন বলে ঠিক করে থাকেন তাহলে প্রথমেই আপনাকে বাজেট ঠিক করে নিতে হবে। আসলে সাধারণ ল্যাপটপের তুলনায় গেমিং পিসিগুলির দাম একটু বেশি হতে পারে। তাই আপনার বাজেট কত আর আপনি কত দামের ল্যাপটপ কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন সেটি আগের থেকেই ঠিক করে নেবেন।

২০২৫ সালে ২০০০০ এর নিচে সেরা স্মার্টফোন। বাজেটের মধ্যে তাক লাগানো ক্যামেরা, ফিচার ও দাম বিশ্লেষণ 

২) আপনি কি ধরনের গেমিং ল্যাপটপ চাইছেন

দ্বিতীয়ত, যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হল, আপনি ঠিক কি ধরনের গেমিং ল্যাপটপ চাইছেন। বর্তমানে বাজারে অনেক ধরনের গেমিং ল্যাপটপ রয়েছে। তবে আপনাকে ঠিক করতে হবে আপনি কেমন ধরনের ল্যাপটপ কিনতে চান। আপনার গেমিং ল্যাপটপে আপনি কী চান সেটাও বোঝা গুরুত্বপূর্ণ। মনে করুন, যদি আপনিমিড-রেঞ্জ গেমিং পারফরম্যান্সের ল্যাপটপ কিনতে চান, তাহলে মিড-রেঞ্জ স্পেসিফিকেশনের কিনুন।

৩) গ্রাফিক্স কার্ড দেখে নিতে হবে

তৃতীয়ত, যে বিষয়টি খেয়াল রাখবেন, ল্যাপটপের গ্রাফিক্স কার্ড গেমিং পিসির সবচেয়ে প্রয়োজনীয় উপাদানগুলির মধ্যে একটি। যদি আপনি ভাল পারফরম্যান্স চান, তাহলে কমপক্ষে 4GB VRAM সহ একটি কার্ড থাকা জরুরি। এছাড়াও, একটু বেশি টাকা খরচ করতে পারলে, আরও বেশি গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ কিনতে পারেন।

৪) প্রসেসর ভালো হওয়া জরুরি

মনে রাখবেন, প্রসেসর (সিপিইউ) আপনার পিসির মস্তিষ্ক। তাই প্রসেসরের দিকে নজর দিতেই হবে।তাই কমপক্ষে চারটি কোর এবং 3GHz বা তার বেশি গতির একটি CPU-এর ল্যাপটপ কিনলে ভালো হয়। নতুন ভার্সনের প্রসেসর হলে তো আরোই ভালো।

মাত্র 6,999 টাকায় পেয়ে যান নতুন স্মার্টফোন! 6000mAh সহ থাকছে আরও অনেক সুবিধা।

৫) RAM এবং স্টোরেজ দেখে নিতে হবে

গেমিং ল্যাপটপ কেনার আগে যেটি বিবেচনা করা আরও বেশি জরুরী, তা হল ল্যাপটপের স্টোরেজ। আপনার ল্যাপটপে যত বেশি RAM থাকবে, তত ভাল পারফর্ম করবে। তাই চেষ্টা করুন কমপক্ষে 8GB RAM সহ একটি পিসি কেনার।

Related Articles

Back to top button