সব মাধ্যমিক পরীক্ষার্থীদের বেশি নম্বর, এবার সবাই পাশ করবে, বিরাট ঘোষণা, সুখবরটি জেনে নিন।

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারি থেকে এবং পরীক্ষা চলবে ৪ মার্চ পর্যন্ত। স্বভাবতই পড়ুয়া জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক নিয়ে চিন্তার শেষ থাকে না পরীক্ষার্থীদের। পরীক্ষার্থীরা যাতে ভালো করতে পারে, তার জন্য মধ্য শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই টেস্ট পেপার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এখনও তা হাতে আসেনি। তবে আরও বড় উদ্যোগ এওয়া হলো পরীক্ষার্থীদের জন্য। যার জেরে পরীক্ষা ভীতি কমবে, আর বেশি নম্বর পাওয়ার কৌশল রপ্ত করতে পারবে।

প্রথমবার বোর্ডের পরীক্ষা দেওয়ার আগে কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত, কোন ধরনের প্রশ্নের আগে উত্তর লেখা উচিত…ইত্যাদি নানা বিষয়ে মনে হাজারও প্রশ্ন থাকে। পরীক্ষার্থীদের সামগ্রিক সেই সমস্যা এবং তাদের সম্ভাব্য উত্তর নিয়ে আজ হিন্দু স্কুলে অনুষ্ঠিত হল এক কাউন্সেলিং পর্ব।

মাধ্যমিকের সাজেশন পেতে এখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির পরিচালনায় সরকারি বিদ্যালয়ের পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের উপর এই কাউন্সেলিং সেশনটি অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন বিষয়ের ১৫ জন বিশেষজ্ঞ শিক্ষক-শিক্ষিকা শতাধিক মাধ্যমিক পরীক্ষার্থীদের মোট সাতটি বিষয় নিয়ে কাউন্সেলিং করান।

মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেতেঃ

অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা মন্ডলী যেসব বিষয় নিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাথে আলোচনা করেন সেগুলি হল –
এক, মাধ্যমিকের প্রতিটি বিষয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি বা রিভিশন কীভাবে করতে হবে।
দুই, পরীক্ষা হলে প্রশ্ন নির্বাচনের সময় পরীক্ষার্থীদের কী কী সর্তকতা গ্রহণ করা উচিত।
তিন, কোন ধরনের প্রশ্নের উত্তর আগে লিখতে হয়।
চার, কোন ধরনের এবং কত নম্বরের প্রশ্নের উত্তর লেখার জন্য কতটা সময় ব্যয় করা উচিত।

পাঁচ, পরীক্ষা হলের সামগ্রিক টাইম ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে।
ছয়, প্রতিটি বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর ঠিক কীভাবে লিখলে পরীক্ষার্থীরা সম্পূর্ণ নম্বর পেতে পারবে।
সাত, পরীক্ষার খাতায় একই বিভাগের প্রশ্ন ঠিক কোন পদ্ধতি অনুসরণ করে লিখতে হবে।.
আট, একটি প্রশ্নের উত্তর লেখা শেষ হলে এন্ড লাইন টানা কেন দরকারী।
নয়, ছবি আঁকার প্রশ্নে কী ধরনের সর্তকতা অবলম্বন করা প্রয়োজন।
দশ, প্রতিটি বিষয়ের খাতার সামগ্রিক উপস্থাপনা কেমন হওয়া উচিত?

প্রত‍্যেক ঘরে Airtel 5G পরিষেবা দেবে, জলের দামে হাইস্পিড ইন্টারনেট, মহা চিন্তায় Jio VI BSNL.

সারাদিনব্যাপী অনুষ্ঠিত হয় এই বিষয়ভিত্তিক কাউন্সেলিং পর্ব। এর সূচনা করেন হিন্দু স্কুলের প্রধান শিক্ষক শুভ্ৰজিৎ দত্ত। তিনি বলেন, ‘করোনা অতিমারীর আশঙ্কা অতিক্রম করে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে। সামগ্রিকভাবে পারিপার্শ্বিক পরিস্থিতি মাধ্যমিক পরীক্ষার্থীদের উপর যে প্রবল চাপ তৈরি করে তার থেকে বেরিয়ে আসার জন্য এই ধরনের কাউন্সেলিং অত্যন্ত সময়োপযোগী।’

পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু এই প্রসঙ্গে বলেন, ‘পশ্চিমবঙ্গের মধ্যে সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতিই একমাত্র সংগঠন যারা ২০১৭ সাল থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়মিতভাবেই বিষয়ভিত্তিক কাউন্সেলিং আয়োজনের কর্মসূচি গ্রহণ করে চলেছে। করোনা অতিমারী পরিস্থিতির কারণে সরকার নির্দেশিত গাইড লাইন মেনে এই বছর অনেক দেরি করে স্বল্প সংখ্যক পরীক্ষার্থীকে নিয়ে অফলাইন মাধ্যমে আজ বিষয়ভিত্তিক কাউন্সেলিং আয়োজন করা হয়েছে।’

বিরাট ঘোষণা, 6 মাস রিচার্জ লাগবে না, মোবাইলে সব ফ্রি।

পাশাপাশি রাজ্যের সরকারি বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা আজ অফলাইন কাউন্সেলিংয়ে সরাসরি উপস্থিত থাকতে পারেননি, তাঁরাও তাঁদের অঞ্চলের বিভিন্ন সরকারি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত প্রশ্নের উত্তর এবং কাউন্সেলিং সংক্রান্ত বিভিন্ন বিষয় ভিডিও করে পাঠিয়েছেন।
মাধ্যমিক পরীক্ষার আগে এই বিষয়ভিত্তিক কাউন্সেলিং পর্বটি পড়ুয়াদের শেষ মুহূর্তের গ্রুমিং-এ বিশেষ সহায়তা করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button