BSNL Free 4G Sim – বিনামূল্যে বিএসএনএল 4G সিম কিভাবে পাবেন?

আপনারা সকলেই জানেন, বর্তমানে বিএসএনএল (BSNL Free 4G Sim) সকলের চেয়ে একটু কম দামে ভালো রিচার্জ প্ল্যান দিচ্ছে। তাই নতুন সিম এবং পোরট করে বিএসএনএল এ আসার প্রবনতা দেখা দিয়েছে। আর এই মুহূর্তে ফ্রিতে বিএসএনএল সিম দেওয়ার ঘোষণা করলো। কিভাবে পাবেন, কি করতে হবে, রইলো বিস্তারিত বিবরণ।

সরকারী টেলিকম কোম্পানী বিএসএনএল বিভিন্ন রাজ্যে BSNL Free 4G Sim সরবরাহ করা শুরু করতে চলেছে। এবং সেই সিমের সাথে থাকছে বিভিন্ন আকর্ষণীয় রিচার্জ প্ল্যান অফার। এই টেলিকম এর আকর্ষণীয় রিচার্জ অফার গুলো এক নজরে বিস্তারিত দেখে নেওয়া যাক।

যেকোনো পুরাতন গ্রাহক পোরট করলে ফ্রিতে এই সিম পাবেন, এবং নতুন কানেকশন নিতে চাইলেও ফ্রিতে সিম (BSNL Free 4G Sim) পাবেন। তবে আপনাকে একটি রিচার্জ করে নিতে হবে, যেমন ১০৪ টাকা রিচার্জ করলে এক মাস আনলিমিটেড সবকিছু ফ্রি পাবেন। কিম্বা ১৪৯ রিচার্জ করলে দুই মাস ফ্রি পাবেন।

প্রসঙ্গত বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের প্রিপেইড রিচার্জের দাম ক্রমশ বাড়িয়েই চলেছে। কিন্তু এই পরিস্থিতিতে ওয়েস্ট বেঙ্গল বিএসএনএল টেলিকম (West Bengal BSNL telecom) অনেক সস্তায় আকর্ষণীয় অফার যুক্ত রিচার্জ প্ল্যান (BSNL Recharge Offers) নিয়ে এসেছে গ্রাহকদের জন্য।

BSNL ১৮৫ টাকার রিচার্জ প্ল্যান:

প্রথম মাস ফ্রি পাওয়ার পর যখন আবার রিচার্জ করবেন, তখন বিএসএনএল গ্রাহকরা ২৮ দিনের জন্য পেয়ে যাবেন ১৮৫ টাকায় দুর্দান্ত রিচার্জ অফার প্ল্যান (BSNL Recharge Offers) এই প্রিপেড প্ল্যান রিচার্জ করলে পেয়ে যাবেন প্রতিদিন ১ জিবি করে ডেটা পাবেন। BSNL Free 4G Sim

এছাড়াও প্রতিদিন ১০০ টি এসএমএস বিনামূল্যে এবং এর সাথে থাকবে আনলিমিটেড কলিং। এছাড়াও আরও অনেক প্ল্যান আছে। আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

পাল্লা দিয়ে ফ্রি ডেটা দিচ্ছে সবাই, দেখুন কে বেশি সস্তায় দিচ্ছে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button