ITR e Filing – ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার লাস্ট ডেট, এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা।

আয়কর রিটার্ন ও ITR e Filing নিয়ে জরুরি আপডেট, জেনে নিন।

ব্যবসাই করুন বা চাকরি, আয়করের আওতায় পড়লে নিয়মিত ইনকাম ট্যাক্স বা ITR e Filing জমা দিতে হয়। আর সময় মত এই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল দাখিল করা দরকার। এবার সেই আয়কর রিটার্ন দাখিল (Income Tax Return) করা নিয়েই জানা গেল, ৩১ শে জুলাই ২০২৩ তারিখের মধ্যে সমস্ত আয়কর দাতাদের তাদের নিজের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল দাখিল করতে হবে।

আয়কর রিটার্ন জমা দেয়ার নিয়ম

বিগত ১ এপ্রিল ২০২৩ থেকেই নতুন আর্থিক বছর শুরু হয়ে গিয়েছে। ফলে 2022- 23 আর্থিক বছরের আয়কর রিটার্ন দাখিল (ITR e Filing) করার প্রক্রিয়া চলছে। নতুন বা পুরনো যেকোনো ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আয়কর জমা দেওয়া যায়। সে ক্ষেত্রে স্ল্যাব আপনার জন্য আলাদা আলাদা হয়ে যাবে।

ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে কি নির্দেশ:

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম (ITR) ফেব্রুয়ারি মাসেই প্রকাশ করে দিয়েছিল। চাকুরীজীবীদের জন্য আয়করের নিয়ম অনুযায়ী কোম্পানিগুলো ১৬ নম্বর ফর্ম জারি করে। যে সমস্ত চাকরিজীবীরা আয়করের আওতায় পড়ছেন, তাদের এবার আয়কর রিটার্ন দাখিল করতেই হবে।

ITR e Filing রিটার্ন দাখিল করার নিয়মাবলী:

  • ITR 1
  • ITR 2
  • ITR 3
  • ITR 4

উপরোক্ত চার রকম ফর্মের মধ্যে যেকোনো একটি আপনার জন্য প্রযোজ্য। ভুল ফর্ম জমা করলে আপনার তথ্য ঠিক মতো জমা হবে না। আর এতে আপনার হয়রানি বাড়বে। আয়করের আওতায় পড়লে নিজের প্রয়োজন মত ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম দাখিল করতে হবে। সেক্ষেত্রে মূলত ক্ষুদ্র এবং মাঝারি করদাতাদের ITR-1 এবং ITR-4 Form দাখিল করতে হয়। চাকরিজীবীরা সাধারনত ITR – 1 ফর্ম ই পূরণ করে থাকেন।

আরও পড়ুন, আর মাত্র ১ দিন, সেভিংস একাউন্ট চালু রাখতে মানতে হবে RBI এর এই নিয়ম।

ইনকাম ট্যাক্স রিটার্ন লাস্ট ডেটঃ

চলতি আর্থিক বছরের আয়কর রিটার্ন ফাইল চলছে। যদি আপনি করদাতা হন, তাহলে 31 জুলাই ২০২৩ এর মধ্যে 2022- 23 আর্থিক বছরের আয়কর রিটার্ন দাখিল করতে হবে। যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করেন, তাহলে 5000 টাকা ফাইন দিতে হবে। ৩১ শে জুলাই এর আগেই যত তাড়াতাড়ি সম্ভব ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা দরকার। তা না হলে ওয়েবসাইটে ট্রাফিক বাড়তে থাকলে প্রক্রিয়াও ধীর হয়ে যাবে।

পেনশন প্ল্যান (LIC Pension Plan) LIC Pension Scheme

আয়কর দপ্তরের ওয়েবসাইট অনুযায়ী, যদি আয়কর রিটার্ন ৩১ জুলাই এর পরে জমা দেন তাহলে ৫ হাজার টাকা জরিমানা হবে। তারও বেশি দিন পরে যদি আইটিআর কপির ফাইল না করা হয়, তাহলে সেই জরিমানার পরিমাণ আরো বাড়তে থাকবে। তাই আয়কর দাতা হলে নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button