কোনো অভিজ্ঞতা ছাড়াই বাড়ি বসে স্মার্টফোন দিয়ে টাকা রোজগার করতে পারবেন আপনিও। দেখে নিন দশটি ভিন্ন উপায়

Earn Money Using Mobile Phone

বর্তমানে স্মার্টফোন (Smartphone) তো সবার হাতে হাতে। কিন্তু জানেন কি স্মার্টফোন দিয়ে টাকা রোজগার করা যায়? শুধুমাত্র অবসর সময় কাটানোর জন্য নয়। স্মার্টফোন ব্যবহার করে প্রত্যেক মাসে মোট টাকা রোজগার করাও যায়। তার জন্য আর আপনাকে চাকরির জন্য বাইরে ছোটাছুটি করতে হবে না। কারণ আপনার স্মার্টফোনেই রয়েছে টাকার রোজগার করার একাধিক উপায়। কোন কোন উপায়ে বাড়ি বসে টাকা রোজগার করা সম্ভব? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

স্মার্টফোন দিয়ে টাকা রোজগার করবেন কিভাবে?

স্মার্টফোন দিয়ে টাকা রোজগার (Online Earning) করার সেরা ১০ টি উপায় আলোচনা করা হলো। এবার আপনি আপনার সুবিধামতো ইনকাম করার রাস্তা বেছে নিন।

মোবাইল ফোন দিয়ে টাকা রোজগার করার উপায়

১) মোবাইল অ্যাপস

মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে পারেন। আপনাকে এর জন্য অ্যাপ স্টোর এবং গুগল প্লে-এর মতো অ্যাপ স্টোরে গিয়ে নিজের জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করতে হবে৷ তারপর আপনি যে সব জিনিসপত্র বিক্রি করতে চান সেগুলির বিবরণ নিজের তৈরি করে অ্যাপে দিন আর সেগুলি বিক্রি
করে ইনকাম করতে পারবেন। এছাড়া গেমিং অ্যাপ বানিয়েও রোজগার করতে পারেন।

২) স্টক ফটো

বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেমন শাটারস্টক, আইস্টক বা অ্যাডোব স্টক। যেখানে স্টক ইমেজ বানিয়ে ওয়েবসাইটগুলিতে আয়ের সুযোগ থাকে ৷ আপনি এখানে ছবি বিক্রি করে আয়ের সুযোগ পাবেন।

আরও পড়ুন: হাতে মাত্র 2000 টাকা নিয়ে শুরু করুন এই ব্যবসা। মাত্র কয়েকদিন যেতেই ইনকাম হবে 50,000 টাকা

৩) টিউশন এবং বিনামূল্যে পরামর্শ

অনলাইনে টিউশন করেও টাকা রোজগার করা সম্ভব। এর জন্য TutorMe, স্পষ্টতার মত বেশ
কিছু প্ল্যাটফর্ম রয়েছে। এর মাধ্যমে অনলাইন ক্লাস নিতে পারেন।

৪) অ্যাফিলিয়েট মার্কেটিং

মোবাইল ব্যবহার করে আপনি সোশ্যাল মিডিয়ায় ব্লগের মাধ্যমে রোজগার করতে পারেন যেমন পণ্য, বিভিন্ন পরিষেবার বিজ্ঞাপন দিয়েও উপার্জন করা সম্ভব।

৫) অনলাইন কোর্স বিক্রি

অনলাইন কোর্স তৈরি করে নিন আর তারপর সেই কোসগুলিকে Udemy, Teachable, Skillshare-এর মতো প্ল্যাটফর্মে বিক্রি করুন। এবার আপনার দক্ষতার জন্য আপনি ভালো পারিশ্রমিক পাবেন।

৬) ফ্রিল্যান্স কাজ

বিভিন্ন ফ্রিল্যান্সিং কাজ করেও অনলাইনে টাকা রোজগার করা যায়। যেমন, লেখা, গ্রাফিক্স ডিজাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করে রোজগার করতে পারবেন৷ সেক্ষেত্রে আপনি কোন কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে কিংবা ফ্রিল্যান্স মোডে রোজগার করতে পারবেন। আর এর জন্য আপনার স্মার্টফোন থাকলেই চলবে।

আরও পড়ুন: বাড়িতে বসে প্যাসিভ ইনকাম শুরু করে আয় করার উপায়। বিনিয়োগ ছাড়াই কাজ করুন

৭) অনলাইন সমীক্ষা

বেশ কিছু অ্যাপ রয়েছে যেমন Swagbucks, Survey Junkie বা Vindale Research এগুলির
দ্বারা অনলাইন সমীক্ষায় অংশগ্রহণ করুন আর নগদ অর্থ উপার্জন করুন।

৮) পণ্যের বিপণন

অনলাইন মাধ্যমে কোনও পণ্য বিক্রি করেওম তার থেকে উপার্জন করা সম্ভব৷ সেক্ষেত্রে পণ্য বিক্রির জন্য ব্যবহার করতে পারেন বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট যেমন Amazon, eBay বা Etsy। এখান থেকে ভালো টাকা আয় করতে পারবেন।

৯) মোবাইল বিজ্ঞাপন

মোবাইলে বিজ্ঞাপন দিয়ে ইনকাম করা যায়। এর জন্য Google AdMob বা অন্যান্য মোবাইল বিজ্ঞাপন নেটওয়ার্কের সাহায্য নিতে পারেন।
এর জন্য ওয়েবসাইট বা অ্যাপে বিজ্ঞাপন দিতে পারেন কোনও পণ্যের৷ তার মাধ্যমেও টাকা ইনকাম সম্ভব।

১০) ইউটিউব চ্যানেল

স্মার্টফোনের সাহায্যে Youtube চ্যানেল ওপেন করে সেখান থেকে টাকা রোজগার করা যায়। এর জন্য আপনার কনটেন্ট ভালো হতে হবে। তাহলে দর্শক আপনার ভিডিও দেখবে। আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়লে এবং ভিউজ বাড়লে সেখান থেকে অটোমেটিক্যালি রোজগার হবে।

উপসংহার: আজকের প্রতিবেদনে স্মার্টফোন থেকে টাকা রোজগার করার দশটি উপায় বর্ণনা করা হলো। এখান থেকে যেটা আপনার সুবিধা জনক মনে হবে আপনি সেই পথেই রোজগার করতে পারেন। তবে আগের থেকে দেখে বুঝে তবে বাকি ডিটেলস প্রোভাইড করবেন।

Related Articles

Back to top button