Primary TET 2022 এর এডমিট কার্ড এইভাবে ডাউনলোড করুন। সবার আগে আপডেট।

সমস্ত বাঁধা কাটিয়ে অবশেষে আগামী 11 ই ডিসেম্বর রাজ্যে হচ্ছে Primary TET পরীক্ষা 2022. ইতিমধ্যেই নবান্ন থেকে ডাকা হয়েছিল একটি বিশেষ বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিক এবং পর্ষদ সভাপতি শ্রী গৌতম পাল মহাশয়। তবে হয়তো কোন বিশেষ কারণে অনুপস্থিত ছিলেন রাজ্য স্কুল শিক্ষা সচিব মনীশ জৈন মহাশয়। পরীক্ষার অ্যাডমিট সংক্রান্ত বিষয়ে আজকের প্রতিবেদন।

Primary TET পরীক্ষা 2022 এর অ্যাডমিট ডাউনলোড পদ্ধতি।

ডিসেম্বরের 11 তারিখে হতে চলেছে রাজ্যে Primary TET. তা নিয়ে রাজ্যের প্রশাসনিক থেকে থেকে প্রাইমারি পর্ষদের তত্ত্বাবধানে চলছে আয়োজন। পরীক্ষা সন্নিকটে এসে যাওয়ায় পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড করতে কোন পদ্ধতি আবলম্বন করতে হবে, তা এবারে দেখে নেওয়া যাক।

Primary TET 2022 সংক্রান্ত বিষয়ে এবারে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পালা। তবে এই Admit Card পর্ষদের তরফ থেকে দেওয়া শুরু হচ্ছে আগামী 28 শে নভেম্বর, 2022 তারিখের পর থেকেই। কারণ এবারের পরীক্ষার্থী কম বেশি 7 লক্ষ।

দীর্ঘ সময়কাল পরে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিক টেট পরীক্ষা। পর্ষদ সভাপতির কথায় রাজ্যের এই Primary TET নিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নবান্নে ডাকা প্রাইমারি টেট সংক্রান্ত বিশেষ মিটিং থেকে নেওয়া হয়েছে একাধিক সিদ্ধান্ত।

আগে Primary TET 2022 নিয়ে 16 দফা গাইডলাইন প্রকাশিত হয়েছিল। এবারে আবার নতুন করে নেওয়া হয়েছে আরও কিছু সিদ্ধান্ত।
1. পূর্বে নেওয়া 16 দফা দাবির পুনরালোচনা করা।
2. সমগ্র নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কিভাবে এগোতে হবে।
3. পরীক্ষার দিনে রাজ্যের যানজট এড়াতে নয়া প্ল্যান গ্রহণ।

4. পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যাওয়া সুনিশ্চিতকরণ।
5. কোলকাতা সাঁতরাগাছি ফ্লাইওভারে বিশেষ নজর প্রদান করা।
6. পরীক্ষাকেন্দ্রে যাতে বিদ্যুৎ ব্যবস্থা সুনিশ্চিত থাকে সে বিষয়ে বিশেষ নজরদারি।
7. পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায় মাইক এর ব্যবহার যেন না করা হয়, তা প্রসাসনকে দেখতে হবে।

WB Primary TET পরীক্ষায় 150/150 পেলেও পাবেন না চাকরী। কিন্তু কেন? জানুন বিস্তারিত।

8. নিরাপত্তা বলয় সামলাতে মেটাল ডিটেক্টর ব্যবহার করা।
9. CCTV ক্যামেরার ব্যবহার, বায়মেট্রিক অ্যাটেন্ডেন্স এর ব্যবস্থা করা।
10. ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে।

11. পরীক্ষা কেন্দ্রের কড়া পলিশি নিরাপত্তা সুনিশ্চিত করা।
12. জেলা শাসক দপ্তরের জরুরী কালীন হেল্প লাইন নম্বর চালু করা।
এছাড়া রাজ্যের Primary TET 2022 সম্পন্ন করতে গঠন করা হয়েছে 2 টি বিশেষ কমিটি। একটি কমিটি হয়েছে জেলা স্তরের কমিটি আর অপরটি মহাকুমা স্তরের। এবারের Primary টেট 2022 পরীক্ষায় অংশ নিতে চলেছে প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী।

প্রাথমিক টেট নিয়ে বৈঠক নবান্নে, ফর্ম ফিলাপ, পরীক্ষা, রেজাল্ট, শূন্যপদ নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানুন।

আর শূন্যপদ আছে 11 হাজারের কিছু বেশি। অর্থাৎ গড় হিসেবে প্রতি আসনের জন্য চাকরীর লড়াইয়ে নামছেন প্রায় 63 জন। সুতরাং এখানে প্রতিযোগিতায় টিকে থাকা একটা বড় চ্যালেঞ্জ। এছাড়া অন্যান্য বিষয়ে আপডেট পেতে দেখতে থাকুন। এছাড়াও আপনার কিছু জানার থাকলে অবশ্যই জানা কমেন্ট বক্সে। সকলের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হোক, এই আশা করে প্রতিবেদন এর ইতি টানছি। ধন্যবাদ। Written by Mukta Barai.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button