PM Kisan এর টাকা ঢুকছে না? আর কখনো মিলবে না টাকা। টাকা পেতে এখনি এই কাজ করুন।

প্রধানমন্ত্রীর বিভিন্ন জনকল্যাণকর প্রকল্পগুলোর মধ্যে PM Kisan বা পি এম কৃষাণ সম্মান নিধি প্রকল্প একটি উল্লেখযোগ্য প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য হলো দেশের কৃষকদের সার্বিক আর্থিক উন্নয়ন ঘটানো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৮ সালে দেশের কৃষকদের আর্থিক অবস্থার দেখে এই প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পের টাকা চারটি কিস্তুতে দেওয়া হয়। প্রতি কিস্তিতে ২০০০ করে মোট ৬০০০ টাকা পেয়ে থাকেন কৃষকরা। অর্থাৎ চার মাসের ব্যবধানে টাকা দেওয়া হয়।

How to Check Status & E-KYC Update on PM Kisan

ইতিমধ্যে ১৬ তম কিস্তির টাকা পেয়ে গেছেন কৃষকরা। ২৮ ফেব্রুয়ারি এই টাকা দেওয়া হয়েছে। এরপর থেকে PM Kisan বা পি এম কৃষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকরা ১৭ তম কিস্তির টাকা পাওয়ার অপেক্ষা করছেন। জানা যাচ্ছে লোকসভা ভোট শেষ হবার পরই জুন অথবা জুলাই মাসে এই টাকা পেয়ে যাবেন কৃষকরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে PM Kisan বা পি এম কৃষাণ সম্মান নিধি যোজনার ১৬ তম কিস্তির টাকা পাঠিয়েছিলেন। তাতে প্রায় ১২ কোটি কৃষককে ১৮ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এই প্রকল্পের জন্য কৃষকরা মোট ২.৬২ লক্ষ কোটি টাকা পেয়েছে।

টাকা পেয়েছেন কি না তা কিভাবে চেক করবেন?

  • প্রথমে এই কৃষাণ যোজনার অফিসিয়াল পোর্টাল https://pmkisan.gov.in open করতে হবে।
  • তারপর Beneficiary Status অপশনে ক্লিক করুন।
  • আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিন।
  • তারপরে আপনাকে গেট স্ট্যাটাস বোতামে ক্লিক করতে হবে।
  • এরপর আপনি সবার শেষে যে কিস্তির টাকা পাবেন সেটার পরিমাণ দেখা যাবে।

কিন্ত আপনি PM Kisan বা পি এম কৃষাণ সম্মান নিধি যোজনার টাকা পাবেন না যতক্ষণ না E KYC আপডেট করবেন। অর্থাৎ সোজা কথায় E-KYC আপডেট ছাড়া কোন টাকা আপনার একাউন্টে ঢুকবে না।

চাকরি না পেলেও পাবে 2000 টাকা! রাজ্যের সমস্ত বেকাররা। এইভাবে আবেদন মাত্রই টাকা পাবে।

E- KYC আপডেট করবেন কিভাবে?

  • প্রথমে আপনাকে পি এম কিষান এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে,
  • এরপর E-KYC অপশনে ক্লিক করুন। এরপর আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করুন।
  • এরপর মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে Send OTP তে ক্লিক করতেই মোবাইলে OTP আসবে, তা উল্লেখ করে সাবমিট করতেই eKYC Update হয়ে যাবে।
PM Awas Yojana - প্রধানমন্ত্রী আবাস যোজনা

আপনি E-KYC ফ্রম ফিলাপ করে নিন পরিবর্তী টাকা ঢোকার জন্য। অন্যদিকে যে সমস্ত কৃষকরা এখনো এই PM Kisan বা পি এম কৃষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করেননি তারা আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিন। আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে

নতুন বাড়ি বানাতে টাকা দিচ্ছে সরকার। আবাস যোজনার লিস্টে নাম থাকলেই পাবেন।

  • আপনার জমির কাগজপত্র একদম ঠিকঠাক থাকতে হবে।
  • যদি আপনার জমি কাগজপত্র ঠিকঠাক না থাকে তাহলে আপনার আবেদন বাতিল হবে।
  • আপনি যদি কিস্তির সুবিধা পেতে চান তবে আপনার নিজস্ব একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
  • ব্যাংক অ্যাকাউন্ট এর সাথে আপনার আধার কার্ড লিঙ্ক রাখতে হবে।
  • এই লিংক না থাকলে আপনার কিস্তি আটকে যেতে পারে। এমন আরও গুরুত্তপূর্ণ খবরের জন্য এই পেজ ফলো করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button