How-to-become-rich

প্রতিটি মানুষ জীবনে ভালো টাকা উপার্জন করতে চান। তবে শুধুমাত্র উপার্জন নয় তার সঙ্গে সমান হারের প্রয়োজন অর্থের সঞ্চয়। একজন মানুষ তখনই বড়লোক হতে পারেন যখন তাঁর ভালো অর্থের সঞ্চয় রয়েছে(How to become rich). তাই বড়লোক হবার জন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে তা হল সঠিকভাবে টাকার বিনিয়োগ করতে হবে(How to become rich).

আজকের প্রতিবেদনে টাকা বিনিয়োগের এমন একটি পন্থা আলোচনা করব, যার দ্বারা আপনি অল্প সময়ের মধ্যেই লাখপতি হতে পারেন। ‌এমনকি ঠিকভাবে বিনিয়োগ করলে আপনার কোটিপতি হওয়াও কিন্তু কেউ আটকাতে পারবেনা(How to become rich).

How to become rich Tips and Tricks

প্রায় প্রতিটি মধ্যবিত্ত পরিবারের একটাই সমস্যা। আয়ের বিকল্প নেই, সঞ্চয়ের জন্য মোটা অর্থ নেই। তাছাড়া কোথায় সঞ্চয় করলে ভালো টাকা রিটার্ন পাওয়া যাবে, সেটাও জানা জরুরী(How to become rich) আর এই বিষয়েও অনেকেরই সঠিক জ্ঞান নেই। ফলে সঠিক পদ্ধতি মেনে টাকা বিনিয়োগ না করার কারণে আমানত গড়ে ওঠে না।

ফলে বড়লোক হওয়ার স্বপ্ন দমন করেন মধ্যবিত্তেরা(How to become rich). আচ্ছা আপনিও কি বড়লোক হতে চান? তাহলে আপনার জন্য এই প্রতিবেদন। আমরা আলোচনা করছি এমন একটি পদ্ধতির বিষয়ে যেখানে আপনি একবার টাকা বিনিয়োগ করে অল্প সময়ের মধ্যে বড়লোক হতে পারবেন(How to become rich). আপনি কোন পদ্ধতিতে কিভাবে বিনিয়োগ করবেন, তা এক নজরে জেনে নেওয়া যাক।

সুখবর! প্রতিমাসে 5000 টাকা দিচ্ছে পোস্ট অফিস! কিভাবে আবেদন এই স্কিমে? জানুন

বর্তমানে এমন একটি বিকল্প রয়েছে যার মাধ্যমে আপনি মাত্র কয়েক বছরের মধ্যে অল্প পরিমাণে টাকা জমা করে বড় অর্থ উপার্জন করতে পারেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই পরিমাণ অর্থ কিন্তু আপনার পকেট থেকে যাবে না, এই পরিমাণ অর্থ আপনার পকেট থেকে যাবে না, যার অর্থ হলো এই পরিমাণটি আপনার উপার্জনের অংশ হবে না।

এবার আপনার মনে নিশ্চিত প্রশ্ন আসবে, বিনামূল্যের টাকা কোথা থেকে আসবে, যা জমা করে নাকি আপনি রীতিমতো বড়লোক হতে পারবেন! সেই দুর্দান্ত পদ্ধতির কথাই আজকে আমরা আলোচনা করব। আসুন এই বিষয়ে আরো ডিটেলসে জেনে নেওয়া যাক।

How to become rich investment tips

এখানে আমাদের আলোচনার বিষয় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ। চলুন এবার সম্পূর্ণ বিষয়টি বুঝে নেওয়া যাক, এখন আপনি যদি প্রত্যেক মাসে মিউচুয়াল ফান্ডে ১০০০ টাকা করে SIP করেন, তাহলে আপনি ১০ বছরে প্রায় ১২% রিটার্ন পাবেন। সেই অনুযায়ী আপনি রিটার্ন পাবেন মোট ২,৩২,৩৩৯ টাকা। আবার যেখানে ১৫% অনুযায়ী রিটার্ন করলে আপনি পেতে পারেন ২,৭৮,৬৫৭ টাকা।

1 লাখ টাকা রাখুন 4 লাখ টাকা রিটার্ন পান। কিভাবে? টপ সিক্রেট জেনে নিন

এবার ধরুন বছরে ১৮ শতাংশ রিটার্ন হয় তবে আপনি পাবেন মোট ৩.৩৬ লক্ষ টাকা। আর যদি আপনি ২০ বছরের জন্য বিনিয়োগ চালিয়ে যান, তাহলে আপনার ১২% রিটার্নে আপনি বার্ষিক মোট ১০ লক্ষ টাকা পাবেন, ১৫% রিটার্নে আপনি পাবেন মোট ১৫.১৫ লক্ষ টাকা। একই সময়ে, ১৮% রিটার্ন ধরলে আপনার রিটার্নের পরিমাণ হবে মোট ২৩ লক্ষ টাকা। অর্থাৎ মাসে মাত্র ১০০০ টাকা সঞ্চয় করে আপনার ২০ বছরে ২৩ লক্ষ টাকা জমা করা সম্ভব।

এখন আপনার মনে প্রশ্ন জাগতেই ‍পারে যে প্রতি মাসে ১০০০ টাকা জমা করার জন্য আপনার হাতে টাকা আসবে কোথা থেকে? আর এর জন্য আপনি সাহায্য নিতে পারেন সরকারি প্রকল্পের। বর্তমানে অনেক রাজ্য সরকার সাধারণ ‍মানুষকে অর্থ দিয়ে সহায়তা করে থাকে। কোনো প্রকল্প ১০০০ টাকা তো কোনো প্রকল্পে ১৫০০ টাকার সাহায্য করা হয়। আপনি এই টাকা সঞ্চয় করতে পারেন আর সঠিক বিনিয়োগ করে আপনি অল্প সময়ের মধ্যে ধনী হতে পারবেন।