TATA Scholarship – টাটা স্কলারশিপের প্রথম লিস্টে কারা টাকা পাবে? এবং নতুন আবেদন করতে ক্লিক করুন।

পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জন্য সরকারি, বেসরকারি অনেক স্কলারশিপ (TATA Scholarship) রয়েছে। এই স্কলারশিপ দেওয়ার মূল লক্ষ হলো যে সমস্ত মেধাবী ছাত্র ছাত্রী আছে যাদের পরিবার আর্থিক ভাবে পিছিয়ে পড়ার জন্য উচ্চশিক্ষার জন্য পড়তে পারেনা তাদের পড়াশুনা চালিয়ে যাবার জন্য এই স্কলারশিপ চালু করা হয়েছে। TATA Scholarship বা টাটা স্কলারশিপ তাদের মধ্যে অন্যতম।

Online Apply TATA Scholarship And Check Result

এই টাটা স্কলারশিপের আবেদনকারীদের প্রথম পর্বের বাছাই হয়ে যাওয়ার পর লিস্ট বেরিয়ে গেছে। তাদের ব্যাংকে কিছুদিনের মধ্যেই টাকা ঢুকবে। এখনো আবেদনের সময় রয়েছে ১০ মার্চ পর্যন্ত। আপনি যদি এখনো আবেদন করতে ইচ্ছুক তাহলে জেনে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য।

  • স্কলারশিপের উদ্যোক্তা
  • টাকার পরিমাণ
  • লিস্টে নাম চেক করার পদ্ধতি
  • নতুন আবেদন পদ্ধতি
  • প্রয়োজনীয় নথি

স্কলারশিপের উদ্যোক্তা

ভারতের অন্যতম বৃহৎ শিল্প সংস্থা টাটা গ্রুপ এই স্কলারশিপ প্রদান করছে। যাতে সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা তাদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারে। যেহেতু টাটা গ্রুপ এই স্কলারশিপ প্রদান করেছে তাই এই স্কলারশিপের নাম TATA Scholarship বা টাটা স্কলারশিপ।

টাকার পরিমাণ

মাধ্যমিক স্তরে পড়ুয়া ছাত্র ছাত্রীদের এই TATA Scholarship বা টাটা স্কলারশিপ এর মাধ্যমে ১০,০০০ টাকা দেওয়া বছরে। যারা উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করে তাদের দেওয়া হয় বার্ষিক ১২,০০০ টাকা।

লিস্টে নাম চেক করার পদ্ধতি

  • প্রথমে www.buddy4study.com ওয়েবসাইট ওপেন করতে হবে।
  • মাধ্যমিক পড়ুয়ারা Class 10, উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা Class 12 এবং স্নাতক পড়ুয়ারা Graduation সেকশনের পাশে থাকা ‘Check Result’ অপশনে ক্লিক করুন।
  • এরপর নিজের অ্যাপ্লিকেশন নম্বর এবং মোবাইল নম্বর বা ইমেইল আইডি বসিয়ে লগইন করুন।
  • এরপরTATA Scholarship বা টাটা স্কলারশিপের রেজাল্ট দেখাবে। যদি লিস্টে আপনার নাম থাকে তবে জানবেন টাকা পাবেন।

এইভাবে আবেদন করলেই 10,000 টাকা করে পাবে HS পাশ ছাত্রছাত্রীরা।

নতুন আবেদন পদ্ধতি

  • এই TATA Scholarship বা টাটা স্কলারশিপে নতুন আবেদন করার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে www.buddy4study.com এই ওয়েবসাইটে যেতে হবে।
  • তারপর প্রার্থীরা যে registration ফর্মটি দেখতে পাবে সেখানে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  • সবশেষে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট করে দিলেই আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে।
  • প্রার্থীরা তাদের অ্যাপ্লিকেশনের একটি করে প্রিন্ট আউট বের করে রাখবেন।
Great Scholarship - গ্রেট স্কলারশিপ

প্রয়োজনীয় নথি

  • আধার কার্ড, ভোটার কার্ড
  • বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • পরিবারের একটি ইনকাম সার্টিফিকেট
  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমস্ত সার্টিফিকেট ও মার্কশিট
  • ব্যাংক অ্যাকাউন্ট এর পাশবুকের জেরক্স
  • রঙিন পাসপোর্ট সাইজের ছবি
  • নতুন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রশিদ

আজ থেকে টাটা স্কলারশিপের টাকা একাউন্টে ঢুকবে। কারা টাকা পেলেন? নতুন আবেদন কিভাবে করবেন?

এই TATA Scholarship বা টাটা স্কলারশিপে আবেদন করার জন্য ১০ মার্চ অবধি সময় রয়েছে। তাই আপনি যদি আবেদন করবেন বলে এখনো করেননি দ্রুত আবেদন করুন। এরপর দ্বিতীয় লিস্ট বেরোবে। তাতে আপনার নাম থাকলে আপনিও পেয়ে যাবেন এই TATA Scholarship বা টাটা স্কলারশিপের টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button