SVMCM Scholarship 2023 – স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কোন ক্লাসে কত টাকা পাবেন, কিভাবে আবেদন করবেন, সবকিছু জেনে নিন।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৩
পড়ুয়াদের জন্য SVMCM Scholarship 2023 এ প্রায় ১ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে সরকার, কিভাবে পাবেন, দেখুন।
মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। এবার উচ্চশিক্ষার পালা। এছাড়াও যে সমস্ত ছাত্র-ছাত্রীরা হাতে-কলমে কাজ শিখে বা পলিটেকনিক অথবা কোনো প্রফেশনাল ট্রেনিং (Professional Training) নিয়ে ভবিষ্যতের কর্মজীবনে প্রবেশ করতে চান, তারাও এই সময় থেকে প্রস্তুতি শুরু করে দিতে পারেন। ফলে ভবিষ্যৎ জীবন তৈরীর খুব গুরুত্বপূর্ণ সময় এটি।
SVMCM Scholarship 2023
সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে ঠিক সময়কে কাজে লাগালে আগামী দিনে প্রতিষ্ঠিত হওয়া যায়। তবে এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় বেশিরভাগ সময়ে আর্থিক পরিস্থিতি। বহু পড়ুয়া মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাস করেছেন, যারা হয়তো পরবর্তীতে টাকার অভাবে মেধাবী হওয়া সত্ত্বেও উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছেন না। যদিও এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন, কোনো ছাত্র-ছাত্রীর টাকার অভাবে পড়াশোনা বন্ধ হবে না। তার জন্য সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন মুখ্যমন্ত্রী।
SVMCM Scholarship 2023 এর উদ্দেশ্য
যদি কোনো পড়ুয়া টাকার অভাবে উচ্চ শিক্ষা গ্রহণ করতে না পারেন তাহলে শিক্ষা দপ্তরে গিয়ে নিজের আবেদন জানাতে পারেন। সরকার খতিয়ে দেখে পরবর্তীতে তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়াও বিভিন্ন ধরনের স্কলারশিপ (Scholarship) এর ব্যবস্থা রয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্কলারশিপ হলো, পশ্চিমবঙ্গ সরকারের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ Swami Vivekananda Meritt cum Means Scholarship.
SVMCM Scholarship 2023 এ কত টাকা পাওয়া যায়?
প্রতি বছরে রাজ্য সরকারের তরফে ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ এর মাধ্যমে আর্থিক সহায়তা করা হয়ে থাকে। সর্বনিম্ন ১২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৯৬ হাজার টাকা পর্যন্ত এই স্কলারশিপ এর মাধ্যমে সহায়তা পাওয়া যায়। যার ফলে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর পড়ুয়ারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন। যেহেতু মাধ্যমিক উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে, ফলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদনের যোগ্যতা
প্রথমেই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
মাধ্যমিক থেকে শুরু করে একেবারে রিসার্চ লেভেল পর্যন্ত উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে স্কলারশিপ পাওয়া যায়।
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক প্রত্যেকটি স্তরে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।
পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে।
SVMCM Scholarship এ কারা যোগ্য নন?
যারা আগেই কোনো সরকারি বা বেসরকারি স্কলারশিপ পাচ্ছেন অথবা আবেদন করেছেন, তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবেন না।
SVMCM Scholarship 2023 এ কোন ক্লাসে কত টাকা পাওয়া যায়?
উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশুনার জন্য প্রতি মাসে ১ হাজার টাকা অর্থাৎ বছরে এককালীন ১২০০০ টাকা পাওয়া যায়।
স্নাতক স্তরে পড়াশোনার জন্য প্রতিমাসে ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত অর্থাৎ অন্ততপক্ষে 12000 টাকা বছরে পাওয়া যায়।
স্নাতকোত্তরের ক্ষেত্রে প্রতি মাসে ২০০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়।
আবার পলিটেকনিক ছাত্র-ছাত্রীদের প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হয়।
আরও পড়ুন, 50% নম্বর পেলেই পাবেন এই 5 টি স্কলারশিপ।
এই স্কলারশিপে আবেদনের জন্য একমাত্র অনলাইনেই করতে হবে। অফলাইনে আবেদন করা যাবে না। সেক্ষেত্রে https://svmcm.wbhed.gov.in এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
আবেদনের ফরম ফিলাপ করে মোবাইল নম্বর, ইমেইল আইডি দিতে হবে।
প্রতিবছর রাজ্য সরকারের তরফে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এবারেও এই স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলেই জানা গিয়েছে।
এই বিষয়ে আপনাদের কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত জানাতে ও কমেন্ট করুন। এবং স্কলারশিপের আরও তথ্য পেতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।
Swami Vivekananda Scholarship purpose apply