Samajik Suraksha Yojana – দুর্দান্ত প্রকল্প মমতার সরকারের, পড়াশোনা, কর্মসংস্থান, চিকিৎসা, কি কি সুবিধা পাবেন?
পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবন যাপনের ক্ষেত্রে প্রতিটি স্তরে বিভিন্ন ধরনের সুবিধা প্রদান (Samajik Suraksha Yojana) করার লক্ষ্যে বহু সামাজিক প্রকল্প রচনা করে বাস্তবায়িত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কন্যা সন্তানদের জন্য যেমন কন্যাশ্রী, রূপশ্রী রয়েছে, ঠিক তেমনি গৃহবধূদের জন্য রয়েছে লক্ষীর ভান্ডার, চিকিৎসার জন্য রয়েছে স্বাস্থ্য সাথী, কৃষকদের জন্য রয়েছে কৃষকবন্ধু, ওবিসি পড়ুয়াদের জন্য রয়েছে মেধাশ্রী স্কলারশিপ প্রকল্প।
Samajik Suraksha Yojana – সামাজিক সুরক্ষা যোজনা
সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী, অন্যান্য অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের জন্য রয়েছে শিক্ষাশ্রী, উচ্চশিক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের দেওয়া হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, গরিব মানুষের হাতে খাদ্যশস্য পৌঁছে দেওয়ার জন্য রেশন ব্যবস্থায় খাদ্যসাথী, এরকম বহু আরো প্রকল্প রয়েছে, যার তালিকা যথেষ্ট দীর্ঘ। এবার সেই তালিকায় সংযোজিত হয়েছে আরও একটি দারুণ প্রকল্প। যে প্রকল্পের মাধ্যমে শ্রমিকেরা তার পরিবারের বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সহায়তা পাবেন।
একদিকে সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে যেমন টাকা পাওয়া যাবে, তেমনি চিকিৎসা ক্ষেত্রেও ৬০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা মিলবে। তবে এই প্রকল্পটি একমাত্র অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের (Unorganized Sector Worker) জন্য। যার মধ্যে নির্মাণ কর্মী, পরিবহন কর্মী থেকে শুরু করে আরো অন্যান্য ক্ষেত্রের অসংগঠিত শ্রমিকেরা রয়েছে। এবার এই প্রকল্পটি সম্বন্ধে একটু বিস্তারিত জানা যাক।
পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পটির নাম- সামাজিক সুরক্ষা যোজনা (Samajik Suraksha Yojana)
যে কোনো অসংগঠিত শ্রমিক সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত হলে তার পরিবারের দুটি সন্তান পড়াশুনার ক্ষেত্রে আর্থিক সহায়তা পাবেন।
একাদশ শ্রেণীতে পড়াশোনা করলে তাকে ৪ হাজার টাকা দেওয়া হবে। আবার দ্বাদশ শ্রেণীতে পাবেন ৫ হাজার টাকা।
কত টাকা পাবেন?
স্নাতক স্তর এবং আইটিআইতে (ITI) পড়াশুনা করলে পাওয়া যাবে ৬০০০ টাকা। আবার পলিটেকনিক এবং স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করলে 10000 টাকা বাৎসরিক মিলবে। এছাড়াও ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে পড়াশোনা করলে বাৎসরিক 30000 টাকা পাওয়া যাবে।
সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে উপভোক্তা শ্রমিক চিকিৎসা সংক্রান্ত সুবিধাও (Treatment Facility) পাবেন। সেক্ষেত্রে অসুস্থ হলে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম (WBHS) এর মাধ্যমে ২০ হাজার টাকা পাওয়া যাবে। কোনো কারনে অপারেশনের প্রয়োজন হলে উপভোক্তা পাবেন ৬০০০০ টাকা আর্থিক সহায়তা। দুর্ঘটনায় চিকিৎসার জন্য মিলবে ১০০০০ টাকা।
উপভোক্তা শ্রমিকের মৃত্যু হলে তার পরিবার ৬০ হাজার টাকা পাবেন। পাশাপাশি, দৃষ্টিশক্তি হারালে বা কোনো কারণে হাত বা পা এর কর্মক্ষমতা হারিয়ে ফেললে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।
এই প্রকল্পে আবেদনের যোগ্যতা:
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক ৬৫০০০ টাকার বেশি আয় হলে চলবে না।
সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে কিভাবে আবেদন করবেন (How to Apply for SSY Scheme):
এই প্রকল্পে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এছাড়াও স্থানীয় ব্লক অফিসে গিয়েও আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হলে wblabour.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুক এর জেরক্স, ইনকাম সার্টিফিকেট, পরিবারের সদস্যদের নাম এবং পরিচয় পত্র সহ বিস্তারিত তথ্য জমা দিতে হবে।
আরও পড়ুন, মাত্র 10 হাজার টাকা খরচ করে শুরু করুন এই ব্যবসা, মাসে লাখ টাকা আয় গ্যারান্টি।