PM Scholarship – প্রতিমাসে 3000 টাকা পেতে এখনি প্রধানমন্ত্রীর এই স্কলারশিপে আবেদন করুন।
ছাত্রছাত্রীদের পড়াশুনার জন্য সরকারি, বেসিরকারি বিভিন্ন (PM Scholarship) স্কলারশিপ রয়েছে। মেধাবী ও দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ চালু করা হয়েছে। PM স্কলারশিপ খুবই উল্লেখযোগ্য স্কলারশিপ। উচ্চশিক্ষার জন্য এই স্কলারশিপ দেওয়া হয়। সামনেই লোকসভা নির্বাচন এর আগেই ছাত্রছাত্রীদের জন্য বিরাট সুখবর দিলো PM স্কলারশিপ।
How to Apply PM Scholarship Get Instant 3000 RS
আপনিও যদি স্কলারশিপ নিয়ে পড়াশুনা করার চিন্তা করছেন তাহলে জেনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে। PM Scholarship বা প্রধানমন্ত্রী স্কলারশিপে আবেদন করলে ভোটের আগেই তাদের ব্যাংক একাউন্টে ৩০০০ টাকা করে ঢুকবে। কারা আবেদন যোগ্য কিভাবে আবেদন করবেন? নথি কি কি লাগবে? সবকিছুই নিম্নে আলোচনা করা হলো।
- প্রকল্পের বৈশিষ্ট্য
- কারা আবেদন যোগ্য?
- টাকার পরিমাণ
- আবেদনের নিয়ম
- প্রয়োজনীয় নথি
- আবেদন পদ্ধতি
প্রকল্পের বৈশিষ্ট্য
PM Scholarship বা প্রধানমন্ত্রী স্কলারশিপে মূলত কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল আর্মি ডিপার্টমেন্ট মারফত এটি প্রদান করা হয়। অন্যান্য মেধাবী ও দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ দেওয়া হয়। কোনো ছাত্রছাত্রী যদি উচ্চশিক্ষা করতে ইচ্ছুক হয় অথচ পরিবারিক আর্থিক অবস্থা বাঁধ সাধে তাহলে তাহলে আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। তবে এই স্কলারশিপ কিছু বিভাগের ক্ষেত্রেই প্রযোজ্য। এটি সর্বজন প্রযোজ্য নয়।
কারা আবেদন যোগ্য?
PM Scholarship বা প্রধানমন্ত্রী স্কলারশিপে প্রাক্তন সেনা কর্মী, প্রাক্তন কোস্ট গার্ড কর্মী, পুলিশ কর্মী এবং রেল কর্মীদের মূলত জঙ্গি ও নকশাল হামলায় যাদের শহীদ হতে হয়েছে, তাদের সন্তান এবং বিধবা স্ত্রী দের এই সুবিধা দেওয়া হয়।
টাকার পরিমাণ
পুরুষ ও মহিলা প্রার্থীদের আলাদা PM Scholarship বা প্রধানমন্ত্রী স্কলারশিপে অর্থ বরাদ্দ করে সরকার। পুরুষ প্রার্থীরা বছরে ৩০০০০ এবং মহিলা প্রার্থীরা প্রতিমাসে ৩৬০০০ টাকা স্কলারশিপ পায়। অর্থাৎ পুরুষ প্রার্থীদের এখানে দেওয়া হয় প্রতি মাসে ২৫০০ টাকা এবং মহিলা প্রার্থীদের ৩০০০ টাকা।
এই এমাউন্টটি সেই সব ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির টাকা থেকে শুরু করে টিউশন খরচ, বইপত্রের খরচ, পড়াশোনার অন্যান্য যাবতীয় খরচ কভার করে থাকে। মোট ৫৫০০ জন প্রার্থী প্রতি বছর এই স্কলারশিপ পায়। যার মধ্যে পুরুষ ২৭৫০ জন থাকে এবং মহিলা ২৭৫০ জন থাকে।
আবেদনের নিয়ম
- আবেদনকারীকে এই স্কলারশিপে আবেদন করতে হলে আসাম রাইফেলস, আরপিএফ এবং আরপিএসএফ-এর শহীদ পুলিশ কর্মীর সন্তান বা বিধবা স্ত্রী হতে হবে।
- এই স্কলারশিপে আবেদন করতে হলে AICTE অথবা UGC দ্বারা স্বীকৃত যে কোনো কলেজ, প্রতিষ্ঠানে বর্তমানে পড়াশোনা করতে হবে।
- ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সমেত উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
- যারা রেগুলার কোর্সে পড়াশুনা করছে তাদেরকেই এই স্কলারশিপের টাকা দেওয়া হবে। ডিসটেন্স বা অনলাইন ভিত্তিক পড়াশোনার ক্ষেত্রে আবেদন যোগ্য নয়।
বর্তমানে অন্য কোনো সরকারি স্কিম বা স্কলারশিপের টাকা পেলে সে আবেদন করতে পারবেনা।
এইভাবে আবেদন করলেই 10,000 টাকা করে পাবে HS পাশ ছাত্রছাত্রীরা।
প্রয়োজনীয় নথি
- আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড।
- বয়সের প্রমাণপত্র।
- এক কপি পাসপোর্ট ছবি।
- উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট ও মার্কশিট
- বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি রশিদ।
- ব্যাংক পাস বই।
- আবেদনকারীর পিতা অথবা স্বামীর পেশার প্রমাণ পত্র।
আবেদন পদ্ধতি
- এই স্কলারশিপে আবেদনের জন্য অফিশিয়াল ওয়েবসাইট www.ksb.gov.in এ যেতে হবে ।
- এরপর New Registration এ ক্লিক করে নিজের নাম, ফোন নাম্বার, ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে, তাদের আর করতে হবে না।
- রেজিস্ট্রেশনের সময় পাওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
দুর্দান্ত স্কলারশিপ শুরু হল পড়ুয়াদের জন্য। প্রতিমাসে 7800 টাকা ঢুকবে ব্যাংক একাউন্টে।
- এরপর PM Scholarship Apply Now বাটনে ক্লিক করতে হবে।
- এরপর অ্যাপলিকেশন ফ্রম এলে সেখানে ব্যক্তিগত, শিক্ষাগত, এবং বাসস্থান গত ইনফরমেশন সঠিকভাবে পূরণ করতে হবে।
- এরপর নেক্সট পেজে নথি স্ক্যান করে আপলোড করতে হবে। সব ঠিকঠাক দেখে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
ভোটের আগে আপনার ব্যাংকে টাকা ঢোকার জন্য যত দ্রুত এই PM Scholarship বা প্রধানমন্ত্রী স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপরিউক্ত শর্তগুলো যদি আপনার পক্ষে হয়ে থাকে তাহলে খুব সহজে আবেদন করতে পারবেন।
Written by Shampa Debnath.