Caste Certificate – এখন ST/SC এবং OBC সার্টিফিকেট বানিয়ে ফেলুন বাড়ি বসে খুব সহজেই।
বর্তমানে Caste Certificate বা কাস্ট সার্টিফিকেট হলো একটি অতি প্রয়োজনীয় নথি। স্কুলের স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পতে এই নথির প্রয়োজন হয়। এমনকি চাকরি ক্ষেত্রেও এই সার্টিফিকেটের দরকার। SC/ST এবং OBC সার্টিফিকেট করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয় অনেককে। যে কোনো সরকারি কাজে বিভিন্ন ডকুমেন্ট থেকে শুরু করে অনেক নিয়মকানুন থাকে।
How to Apply Onlline SC, ST, OBC Caste Certificate
এই ঝামেলার জন্য অনেকেই এই Caste Certificate বা কাস্ট সার্টিফিকেট করা থেকে বিরত থাকে। তবে এখন আর চিন্তার কোনো কারণ নেই। কারণ সরকার থেকে অনলাইনে বাড়িতে বসেই এই Caste Certificate বা কাস্ট সার্টিফিকেট তৈরি করার নির্দেশ দিয়েছেন।
আজকের প্রতিবেদনে সেই পদ্ধতি বলবো যেটায় আপনি খুব সহজে বাড়িতে বসেই আবেদন করতে পারবেন। তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই Caste Certificate বা কাস্ট সার্টিফিকেট তৈরির জন্য কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে? কীভাবে আবেদন করবেন?
- প্রয়োজনীয় ডকুমেন্ট
- আবেদন পদ্ধতি
প্রয়োজনীয় ডকুমেন্ট
- আবেদনকারীর পাসপোর্ট সাইট ছবি
- আধার কার্ড
- আবেদনকারীর বয়সের প্রমাণপত্র
- বসবাসের ও পরিচয় পত্রের নথি
- পরিবারে কারো যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেট
আবেদন পদ্ধতি
- আবেদন করতে আপনাকে সবার প্রথমে পশ্চিমবঙ্গ Caste Certificate বা কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট castcertificatewb.gov.in এ যেতে হবে।
- এরপর প্রধান মেনুতে গিয়ে ‘Applicant’ এ ক্লিক করে Apply for SC/ST/OBC- যেটা আপনার কাস্ট সেটায় ক্লিক করতে হবে।
- এরপর একটি নতুন পেজ স্ক্রীনে আসবে। সেখানে আবেদনের ফর্ম দেখতে পাবেন।
3 মাসের মধ্যেই পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দিতে হবে। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ।
- আবেদন পত্রটি সমস্ত ডিটেইলস দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে।
- তবে আপনি যদি OBC বিভাগ নির্বাচন করে থাকেন তাহলে আরো একটি ফর্ম স্ক্রীনে দেখা যাবে সেখানে আবেদনকারীর পিতা মাতার সার্ভিস, চাষের জমি, ল্যান্ড হোল্ডিং এই সমস্ত তথ্যগুলি লিখতে হবে।
- এরপর এন্টার বাটনে ক্লিক করতে হবে।
- এরপর ‘Save and Continue’ বাটনে ক্লিক করতে হবে।
- এরপরে স্ক্রীনে আরেকটু নতুন একটি পেজ আসবে সেখানে আপনার ডকুমেন্ট ও ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।
- এরপর সমস্ত কিছু একবার চেক করে নিয়ে সাবমিট করতে হবে।
- এই ফর্মটি ভবিষ্যতের জন্য ডাউনলোড করে প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে। যাতে পরবর্তীতে কোনো সমস্যা হলে দেখানো যায়।
কেন্দ্র সরকারের এই কার্ড করলেই 5 লক্ষ টাকার সুবিধা পাবেন। নতুন আবেদন কিভাবে করবেন?
এইভাবেই আপনি খুব সহজেই কোন ক্যাফে গিয়ে বা বাড়িতে বসেই নিজের মোবাইলে কোনো ঝামেলা ছাড়াই নিজের ও পরিবারের Caste Certificate বা কাস্ট সার্টিফিকেট বানিয়ে ফেলতে পারবেন। এখন থেকে সরকারি অফিসে গিয়ে দাঁড়িয়ে থেকে এই সার্টিফিকেট করার কোনো প্রয়োজন পড়বে না।