Yogyashree Scheme – রাজ্যে যোগ্যশ্রী প্রকল্প 2024 এর নতুন আপডেট! আবেদন মাত্রই মিলবে মোটা অংকের টাকা

রাজ্য সরকার সাধারণ জনসাধারণের জন্য বিভিন্ন প্রকার প্রকল্প (Yogyashree Scheme) চালু করেছেন তাতে সাধারণ জনসাধারণের অনেকটা আর্থিক উন্নতি হয়েছে। রাজ্য সরকার যেমন একদিকে মহিলা, কন্যা,বৃদ্ধ, যুবক, বিধবা প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রকল্পের ব্যবস্থা করেছেন ঠিক তেমনি আরেকটি নতুন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

How To Apply Online Yogyashree Scheme in 2024

লোকসভা ভোটের ফল কিছুদিন আগে প্রকাশিত হয়েছে আর তার পর পরই ছাত্র-ছাত্রীদের জন্য একটি অভিনব প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। এই নতুন উদ্বোধন হওয়া প্রকল্পের নাম যোগ্যাশ্রি প্রকল্প। রাজ্য সরকার কর্তৃক যেমন ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন স্কলারশিপেরও ব্যবস্থা করা হয়েছে। যার মাধ্যমে অনেক দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীরা তাদের উচ্চ শিক্ষার জন্য বরাদ্দ অর্থ পেয়ে থাকেন (Yogyashree Scheme).

এই রাজ্যের এখনো অনেক দুঃস্থ পরিবার রয়েছে যাদের পারিবারিক আর্থিক অবস্থা ততটা উন্নত নয় কিন্তু সেই পরিবারের পড়ুয়াদের মেধা থাকার জন্য তারা শুধুমাত্র অর্থের অভাবে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারে না। অথচ তাদের স্বপ্ন রয়েছে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়ার। এই সমস্ত দিক বিবেচনা করে রাজ্য সরকার এই যোগ্যাশ্রি প্রকল্পের উদ্বোধন করেন (Yogyashree Scheme).

Ads

যে সমস্ত পড়ুয়ারা সরকারি চাকরি পরীক্ষা দিয়ে থাকে চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করতেও খরচ হয় অথচ দুঃস্থ পরিবারের পড়ুয়ারা চাকরি পরীক্ষার জন্য কোচিং নিতে পারেনা শুধুমাত্র অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার কারণে। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সকল ছাত্র ছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে কোচিং করানো হবে বলে জানিয়েছেন (Yogyashree Scheme).

Advertisement

আজকের এই প্রতিবেদনে আমরা জানাবো Yogyashree Scheme তথা যোগ্যাশ্রী প্রকল্পে আবেদনের যোগ্যতা, বৃত্তির পরিমাণ, আবেদন পদ্ধতি সমূহ। জানতে হলে প্রতিবেদনটির সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।

Advertisement

যোগ্যাশ্রী প্রকল্পে বা Yogyashree Scheme এ এতদিন পর্যন্ত শুধুমাত্র তপশিলি জাতি শ্রেণীরা আবেদন করতে পারতেন তবে লোকসভা ভোটের জয় লাভের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন এই প্রকল্পে ওবিসি এবং জেনারেল সম্প্রদায় ছাত্রছাত্রীরা ও আবেদন করতে পারবেন।

Ads
  • আবেদন যোগ্যতা
  • প্রকল্পের সুবিধা
  • আবেদন পদ্ধতি

আবেদন যোগ্যতা

এই Yogyashree Scheme বা যোগ্যশ্রী প্রকল্পে আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের কে মাধ্যমিকে 50% থেকে 60% নম্বর পেতে হবে।

প্রকল্পের সুবিধা

এই Yogyashree Scheme বা যোগ্যশ্রী প্রকল্পে আবেদন করলে পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা বিনামুল্যে টিউশন করানো হবে। যাতে করে তারা বিভন্ন পরীক্ষা যেমন jee, neet, আরো বিভিন্ন চাকরীর পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে । এই প্রশিক্ষণের জন্য রাজ্যজুড়ে 50 টি সেন্টার তৈরি করা হবে এবং টিউশন চলাকালীন ছাত্র ছাত্রীদের 300 টাকা প্রতি মাসে দেওয়া হবে। সেই টাকা দিয়ে পড়াশোনা সংক্রান্ত খরচা করতে পারবেন ছাত্র-ছাত্রীরা।

আবেদন পদ্ধতি

Yogyashree Scheme বা যোগ্যশ্রী প্রকল্পে আবেদনকারীরা অনলাইন ও অফলাইন এই দুইভাবেই আবেদন করতে পারবে।

Samudra Sathi Prakalpa এর মাধ্যমে মাসে পান 5 হাজার টাকা। জানুন আবেদন পদ্ধতি।

অনলাইন মাধ্যমে আবেদন পদ্ধতি

  • আগ্রহ প্রার্থীদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট www.wbbcdev.gov.in যেতে হবে।
  • এরপর পোর্টালে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি লগইন আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে।
  • লগইন করে আবেদনপত ফর্মটি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র (যেমন: জন্ম সনদ, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী ঠিকানার প্রমাণ ইত্যাদি) স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপরই সম্পূর্ণ ফর্মটি ভালো করে দেখে সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।
IMG 20240605 WA0012

অফলাইন আবেদন পদ্ধতি

ছাত্র ছাত্রীরা ক্লাস একাদশ শ্রেণী থেকে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে সর্বপ্রথম আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট www.wbbcdev.gov.in এ আসতে হবে। এরপর সেখানে থেকে অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করে আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর ফর্মটি বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র দিয়ে পূরণ করতে হবে। এবং 25/06/2024/ তারিখের মধ্যে নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে জমা করতে হবে।

ভোটে জিতেই নতুন প্রকল্প। মহিলারা পাবে ৪২০০ টাকা, পুরুষরা ৩১০০ টাকা প্রতিমাসে। কারা পাবেন জেনে নিন

আপনার যদি এই Yogyashree Scheme বা যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে নির্দিষ্ট তারিখের মধ্যেই অনলাইন বা অফলাইনে যে কোন একটি পদ্ধতি অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং এই প্রকল্পের সুবিধা গ্রহণ করুন। এমন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য এই পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন।

সম্পাদক

Leave a Comment

Advertisement