Nabanna Scholarship – 10,000/- পাবে রাজ্যের সমস্ত পড়ুয়ারা এই স্কলারশিপে। জেনে নিন যোগ্যতা ও আবেদন পদ্ধতি
রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার মেধাবী ও দুস্থ ছাত্র-ছাত্রীদের জন্য অনেক রকম (Nabanna Scholarship) স্কলারশিপের ব্যবস্থা করেছেন। তার মধ্যে রাজ্য সরকার কর্তৃক এই নবান্ন স্কলারশিপ তথা Nabanna Scholarship টি খুবই উল্লেখযোগ্য। নবান্ন থেকে এই বৃত্তি প্রদান করা হয় দেখে এটাকে নবান্ন স্কলারশিপ বলা হয়।
How to Apply Nabanna Scholarship 2024 Get 10000Rs
এছাড়া এর আরেকটি নাম চিফ মিনিস্টার রিলিফ স্কলারশিপ। যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা নবান্ন স্কলারশিপ তথা Nabanna Scholarship 2024 এ আবেদন করতে পারবেন।
- স্কলারশিপের উদ্দেশ্য
- বৃত্তির পরিমাণ
- আবেদন যোগ্যতা
- প্রয়োজনীয় শর্ত
- প্রয়োজনীয় ডকুমেন্টস
- আবেদন পদ্ধতি
- জমা দেওয়ার ঠিকানা
স্কলারশিপের উদ্দেশ্য
এমন অনেক মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছে যাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থা ততটা উন্নত নয়। তাই উচ্চশিক্ষা অর্থনৈতিক অবস্থার কাছে বাধা হয়ে দাঁড়ায়। সেই সমস্ত মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্যই এই নবান্ন স্কলারশিপ তথা Nabanna Scholarship এর ব্যবস্থা করা হয়েছে।
বৃত্তির পরিমাণ
নবান্ন স্কলারশিপ তথা Nabanna Scholarship এর মাধ্যমে ছাত্র-ছাত্রীকে প্রতিবছর ১০ হাজার টাকা দেওয়া হয় তাদের পড়াশোনার জন্য।
আবেদন যোগ্যতা
নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ আবেদন করার জন্য বিভিন্ন কোর্স অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার মান রয়েছে। যেসব ছাত্র-ছাত্রী মাধ্যমিকে 65 শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে, আবার যেসব ছাত্র ছাত্রীরা উচ্চ মাধ্যমিকে 60% নম্বর নিয়ে কলেজে ভর্তি হয়েছে, অথবা যে সমস্ত ছাত্র ছাত্রীরা কলেজে 55% নম্বর নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারা এই নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ -এ আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় শর্ত
- নবান্ন স্কলারশিপ 2024 -এ আবেদন করার জন্য আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় 60 হাজার টাকার কম হতে হবে।
- নবান্ন স্কলারশিপ তথা Nabanna Scholarship এর আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
- যেসব ছাত্র ছাত্রীরা অন্যান্য স্কলারশিপ এ আবেদন করেছেন অথবা আগে থেকেই অন্য যেকোনো সরকারি স্কলারশিপ পাচ্ছেন তারা নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ -এ আবেদন করতে পারবেন না।
2024 এ কলেজে ভর্তি হওয়ার আরও সহজ হয়ে উঠেছে! কবে থেকে ভর্তি শুরু? কীভাবে ফর্ম ফিলাপ করবেন জানুন
প্রয়োজনীয় ডকুমেন্টস
নবান্ন স্কলারশিপ তথা Nabanna Scholarship ২০২৪ বা উত্তরকন্যা স্কলারশিপ ২০২৪-এ আবেদন করার জন্য মোট ৬- ৭ টি ডকুমেন্টস লাগবে। সেগুলি হল-
- নবান্ন স্কলারশিপ আবেদনপত্র
- Self Declaration Copy
- এলাকার MLA Recommendation Certificate
- শেষ পরীক্ষার মার্কশীট।
- বর্তমান কোর্সে ভর্তির রশিদ।
- সরকারি গেজেটেড Group- A অফিসার দ্বারা বাৎসরিক আয়ের সার্টিফিকেট।
- এন্ট্রান্স পরীক্ষার র্যাঙ্ক কার্ড (প্রযোজ্য হলে)
আবেদন পদ্ধতি
নবান্ন স্কলারশিপ তথা Nabanna Scholarship 2024 আবেদন করতে পারবেন সরাসরি অফলাইনের মাধ্যমে।
- প্রথমে নবান্ন স্কলারশিপের ওয়েবসাইট থেকে নবান্ন স্কলারশিপের ফর্ম টি ডাউনলোড করে একটি A4 সাইজের কাগজে প্রিন্ট আউট নিতে হবে।
- প্রিন্ট আউট করা আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। এবং আবেদনপত্রটির নির্দিষ্ট স্থানে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে।
- আবেদনপত্রের পাশাপাশি সেল্ফ ডিক্লারেশন ফর্ম বা স্ব- ঘোষণাপত্র পূরণ করতে হবে।
- আপনার এলাকার MLA -এর Recommendation Certificate বা এম.এল.এ সুপারিশ করা শংসাপত্র নিতে হবে।
- যেকোন গ্যাজেটেড গ্রুপ- এ অফিসার দ্বারা পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র নিতে হবে।
পশ্চিমবঙ্গের পড়ুয়াদের 800 টাকা করে দেওয়া হচ্ছে। Medhashree Scholarship এ কিভাবে আবেদন করবেন?
উপরে উল্লিখিত সমস্ত নথিপত্র গুলি গ্রুপ- এ গ্যাজেটেড অফিসার দ্বারা Attested করতে হবে। আবেদনপত্রের সাথে Attested করা নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে। কেবল আবেদনকারী নিজে অথবা অভিভাবক এই ফর্ম জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে সরাসরি অফিসে গিয়ে।
জমা দেওয়ার ঠিকানা
Nabanna, 14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah- 711102
নবান্ন স্কলারশিপ তথা Nabanna Scholarship এর আবেদনের কোন লাস্ট ডেট হয় না। আপনি কোর্সে ভর্তি হওয়ার পর যেকোনো সময় আবেদন করতে পারবেন। উপরে উল্লেখিত উক্ত পদ্ধতিতে আপনি আবেদন করলে সহজেই বৃত্তির টাকা পেয়ে যাবেন। এমন আরো সরকারি স্কলারশিপ সম্বন্ধে জানতে এই পেজটি ফলো করে সাথে থাকুন।