Post Office Recruitment – মাধ্যমিক পাশে ভারতীয় পোস্ট অফিসে চাকরির সুযোগ! মাসিক বেতন 20,000 টাকা।

আপনি কি এই মুহূর্তে সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে আপনার জন্য রইলো সুখবর। Indian Post Office Recruitment তথা ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো। নূন্যতম মাধ্যমিক পাশে আপনি আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত আরও তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন। এরকম আরও চাকরি সংক্রান্ত খবরের আপডেট পেতে এই পেজ ফলো করুন।

How to Apply Online Indian Post Office Recruitment in 2024

  • ভ্যাকেন্সি ডিটেলস
  • শিক্ষাগত যোগ্যতা
  • বয়সসীমা ও বেতন
  • আবেদন প্রক্রিয়া
  • আবেদনের সময়সীমা

ভ্যাকেন্সি ডিটেলস

Indian Post Office Recruitment তথা ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে মূলত কর্নাটক সার্কেলে স্টাফ কার ড্রাইভার পদে (Staf Car Driver) নিয়োগ করা হচ্ছে। উক্ত এই পদে মোট ২৭ জনকে নিয়োগ করা হবে। অর্থাৎ মোট শূন্যপদ ২৭ জন।

শিক্ষাগত যোগ্যতা

আবেদন প্রার্থী মাধ্যমিক পাশ করলেই এই Indian Post Office Recruitment তথা ভারতীয় ডাক বিভাগে স্টাফ কার ড্রাইভার পদে (Staf Car Driver) নিয়োগের পদে আবেদন করা যাবে। তারসাথে ভারী ও হালকা গাড়ি চালানোর ৩ বছরের বৈধ লাইসেন্স থাকতে হবে। এরসাথে গাড়ি মেরামতি সম্পর্কে অভিজ্ঞতা থাকলে সেটা প্লাস পয়েন্ট।

চলতি মাসে একাধিক চাকরি পরীক্ষার ফ্রম ফিলাপ চলছে? যোগ্যতা, আবেদন পদ্ধতি দেখে নিন।

বয়সসীমা ও বেতন

এই Indian Post Office Recruitment তথা ভারতীয় ডাক বিভাগে স্টাফ কার ড্রাইভার পদে (Staf Car Driver) নিয়োগের পদের জন্য আবেদন করতে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। উক্ত এই পদের জন্য বেতন স্কেল শুরু ১৯,৯০০ টাকা থেকে। এবং সর্বাধিক বেতন ৬৩,২০০ টাকা পর্যন্ত হতে পারে।

Gram Panchayat Recruitment - গ্রাম পঞ্চায়েতে নিয়োগে

আবেদন প্রক্রিয়া

এই Indian Post Office Recruitment তথা ভারতীয় ডাক বিভাগে স্টাফ কার ড্রাইভার (Staf Car Driver) পদের জন্য আবেদন করতে হলে আপনাকে অফিসের ঠিকানায় স্পিড পোস্টে আবেদন পত্র পাঠাতে হবে। তারসাথে গুরুত্তপূর্ণ নথি পাঠাতে হবে। আবেদন পত্র পাঠাবার ঠিকানা – মেল মোটর সার্ভিস, বেঙ্গালুরু-৫৬০০০১-

পশ্চিমবঙ্গের জেলা আদালতে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। অষ্টম শ্রেণী, মাধ্যমিক পাশ হলে আবেদন করুন।

আবেদনের সময়সীমা

উক্ত এই পোস্ট অফিসে নিয়োগের আবেদনের শেষ দিন ১৪ই মে, ২০২৪। তাই আপনি যদি উক্ত পদের জন্য ইচ্ছুক হন তাহলে দেরি না করে নির্দিষ্ট দিনের কয়েকদিন আগেই আবেদন পত্র পাঠিয়ে দিন। পরীক্ষা পদ্ধতি সহ আরও কিছু জানতে বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button