E Shram Card: কেন্দ্র সরকারের এই প্রকল্পে প্রতিমাসে 3000 টাকা পাবেন। এইভাবে আবেদন করুন

এই কার্ড থাকলে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে সরকার

দেশের সরকার জনসাধারণের জন্য যে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন তার মধ্যে অবশ্য উল্লেখযোগ্য ই-শ্রম কার্ড (E Shram Card). এই প্রকল্পটি বছর বছর ধরে সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে এসেছে। ই-শ্রম কার্ডের মাধ্যমে কোন একজন ব্যক্তি প্রতিমাসে তিন হাজার টাকা করে পাবেন। এই কার্ড কিভাবে বানাতে হয়? কিভাবে এই কার্ডের সুবিধা পাওয়া যায়? কারা এই কার্ডের সুবিধা পেতে পারবেন? প্রত্যেকটি বিষয়ে নিয়েই আলোচনা করা হবে আজকের এই প্রতিবেদনে। তাই আপনারা যারা ই-শ্রম কার্ড সম্পর্কে জানেন না তাঁরা অবশ্যই আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নেবেন।

Central Government E Shram Card

ভারতবর্ষের পরিশ্রমী এবং খেটে খাওয়া অসহায় মানুষদের জন্য কেন্দ্রীয় সরকারের বিশেষ উপহার ই-শ্রম কার্ড (E-Shram Card) কেন্দ্রীয় সরকারের শ্রম কার্ডের কথা আমরা কমবেশি সকলেইi জানি। আর এবার এই কার্ডের সম্পর্কেই আরো একটি বড়ো ঘোষণা সামনে এসেছে কিছুদিন আগে। এই কার্ডের আওতায় শ্রমিক শ্রেণীর যে সকল মানুষ নিজেদের নাম নথিভুক্ত করেছেন তাঁরা প্রতিমাসে নগদ ৩০০০ টাকা করে পাবেন। এই ভাতা প্রদান করবে কেন্দ্রীয় সরকার।

বর্তমানে কেন্দ্রীয় সরকার বিভিন্ন অংসগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সুবিধার জন্য বর্তমানে একটি বিশেষ প্রকল্প চালু করেছে। ২০২১ সালের অগাস্ট মাসে শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের শ্রমিক কার্ড প্রকল্প। এই এই প্রকল্পের আওতায় যারা নাম নথিভুক্ত করবেন তাদেরকে দেওয়া হয় একটি ই শ্রম কার্ড। আর এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হল বিভিন্ন ক্ষেত্রের অন্তর্গত যত অংসগঠিত শ্রমিক বা কর্মী আছেন তাদের একত্রিত করে তালিকা করা। আর এই ই-শ্রম কার্ড থাকলে একজন ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সের পরে থেকে পেনশন পাবেন। তবে শুধু তাই নয় এর সঙ্গে মেলে আর্থিক সুবিধা এবং সুরক্ষাও। আর এই কার্ড পাওয়ার জন্য আবেদন করতে হয় আপনাদের ই-শ্রম যোজনায়।

E Shram Card Eligibility

১) ই-শ্রম কার্ডের মাধ্যমে সুবিধা পাওয়ার জন্য যারা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের বয়স হতে হবে ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে। এই নির্দিষ্ট বয়সীরা এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারেন। ২) এর পাশাপাশি, ই-শ্রম কার্ডে যারা আবেদন করবেন তাদের অবশ্যই হতে হবে অংসগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক। তবেই তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন। ৩) আরো একটি বিষয় মনে রাখা জরুরী, যারা আয়কর দেন বা EPFO এবং ESIC র জন্য নথিভুক্ত তারা প্রকল্পের সুবিধা পাবেন না।

দীপাবলিতে নতুন প্রকল্পের ঘোষণা। পাবেন 1 লাখ 20 হাজার টাকা!

E Shram Card Application

  1. আপনি যদি কেন্দ্রীয় সরকারের ই শ্রম কার্ডের জন্য আবেদন জমা করতে চান তাহলে আপনি কিভাবে আবেদন জমা করবেন সেটি স্টেপ বাই স্টেপ জেনে নিন। প্রথমে আপনাকে ভিজিট করতে হবে ই-শ্রম পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে।
  2. ওয়েবসাইটের হোম পেজে গিয়ে (Register On e-Shram) বিকল্পে ক্লিক করতে হবে।
  3. এরপর আপনাকে রেজিষ্ট্রেশন ফর্ম ওপেন করে এই পেজে আপনার আধার লিঙ্কড মোবাইল নাম্বার, তার সঙ্গে Captcha Code, এবং ইপিএফও (EPFO) এবং ইএসআইসি (ESIC) মেম্বার স্ট্যাটাস নির্বাচন করতে হবে।
  4. এরপর আপনি আপনার মোবাইল নাম্বারে OTP পাঠানোর জন্য Send OTP বিকল্পে ক্লিক করবেন।
  5. এবার আপনি আপনার মোবাইল নাম্বারে পাঠানো OTP টি লিখে রাখবেন।
  6. এখন আপনি আবেদন ফর্মটিকে সম্পূর্ন পূরণ করুন, যেখানে আপনি উল্লেখ করুন আপনার নাম, ঠিকানা, বয়স, স্যালারি ইত্যাদি তথ্যগুলি।
  7. এবার, ফর্ম সম্পূর্ন পুরন করার পর আপনাকে এর সাথে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। তারপর Submit অপশনে ক্লিক করুন।
  8. স্ক্রিনে দেখবেন আপনার E Shram Card Registration প্রক্রিয়া সফলভাবে পাঠানো হয়ে গেছে।

Related Articles

Back to top button