Biswabina Scholarship 2023 – আবেদন করুন বিশ্ববীণা ফাউন্ডেশন স্কলারশিপে আর পান পড়াশোনার সব খরচ।
Biswabina Foundation Scholarship 2023
পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য নতুন প্রাইভেট স্কলারশিপ Biswabina Scholarship. এই স্কলারশিপে কত টাকা দিচ্ছে? কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, এক নজরে জেনে নিন।
Biswabina Scholarship 2023
সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাও গরিব পড়ুয়াদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা করে থাকে। যার ফলে তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। টাকার অভাবে যেন পড়াশোনা বন্ধ না হয়ে যায়, সেই দিকেই লক্ষ্য রাখে কেন্দ্র রাজ্য দুই সরকার। আর তার সঙ্গে এবার বেশ কিছু বেসরকারি সংস্থাও এগিয়ে এসেছে। তারাও গরিব পড়ুয়াদের টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চাইছে। যাতে তারা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে। এবার সেরকমই একটি স্কলারশিপ সম্বন্ধে জানানো হবে।
বিশ্ববীণা স্কলারশিপ
স্কলারশিপটির নামঃ বিশ্ববীনা স্কলারশিপ (Biswabina Scholarship)
এই স্কলারশিপটি পরিচালনা করে বিশ্ববীনা ফাউন্ডেশন (Biswabina Foundation) নামে একটি সংস্থা। তারা স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার জন্য ছাত্র ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে।
কারা আবেদনের যোগ্য?
উচ্চ মাধ্যমিক পাস করার পর যে সমস্ত ছাত্র ছাত্রীরা স্নাতক স্তরে ভর্তি হয়েছে বা হতে চলেছে, তারাই Biswabina Scholarship এ আবেদন করতে পারবে। সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এর মধ্যেই অনেকে কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছে বা একটা অংশ ভর্তি হয়েও গিয়েছে, তারা এই স্নাতক স্তরে পড়াশোনা করার জন্য বিশ্ববীনা ফাউন্ডেশন এর স্কলারশিপের সাহায্য পেতে পারে।
স্কলারশিপে কত টাকা দেওয়া হবে?
এই স্কলারশিপে এককালীন টাকা দেওয়া হয়। অনেক স্কলারশিপ আছে মাসে মাসে টাকা দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে আবেদনের পর যোগ্য প্রার্থীদের বাছাই করে নাম প্রকাশিত হওয়ার পর স্কলারশিপ দেওয়া হয়। বিশ্ববীনা স্কলারশিপে একজন পড়ুয়াকে 15 হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে।
কিভাবে আবেদন করা যাবে?
বিশ্ববীনা স্কলারশিপে আবেদন করতে গেলে একমাত্র অফলাইনেই করতে হবে। Biswabinafoundation.in ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তারপরে নিজের নাম, পিতা/মাতার নাম, ঠিকানা, পড়াশোনার যাবতীয় তথ্য সহ ভর্তির রশিদ দিয়ে ফর্মের সঙ্গে জুড়ে দিয়ে জমা দিয়ে আসতে হবে। বিশ্ববীনা ফাউন্ডেশন এর নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্টে বা সশরীরে গিয়েও জমা দিয়ে আসা যাবে। ঠিকানাটি হলোঃ
আবেদনের ঠিকানা
Biswabina Foundation
M/9, Bidhannagar
P.O. Midnapore
Dist. Paschim Midnapore
PIN -721101
Phone – 03222263918
আবেদনের জন্য যোগ্যতা:
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- যেকোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজে স্নাতক বা স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে হবে।
- পূর্ববর্তী পরীক্ষায় ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।
কি কি ডকুমেন্টস লাগবে?
- আধার কার্ড
- উচ্চ মাধ্যমিকের মার্কশীট
- ব্যাংক একাউন্টের ডিটেলস
- রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
- ইনকাম সার্টিফিকেট
- পাসপোর্ট কালার ফটো
আবেদনের সময়সীমা:
প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রেজাল্ট ঘোষণার পর Biswabina Scholarship স্কলারশিপের আবেদন শুরু হয়। যেসমস্ত পড়ুয়া ইতিমধ্যেই কলেজে ভর্তি হয়েছে, তারা আবেদন করতে পারবেন। এর মধ্যেই বিশ্ববীনা স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। চলবে 30 আগস্ট ২০২৩ পর্যন্ত।
একসঙ্গে কটি স্কলারশিপে আবেদন করা যায়?
সরকারি নিয়ম অনুযায়ী সরকার যেকোনো পড়ুয়াকে একই কোর্সের জন্য একবারই স্কলারশিপ দিতে পারে।
ইতিমধ্যে সরকারি স্কলারশিপে আবেদন করেছি, এবার কি পারবো?
এটি প্রাইভেট স্কলারশিপ তাই অসুবিধা থাকার কথা নয়। তবে এক জন পড়ুয়া একটি স্কলারশিপ এর জন্য আবেদন করাই শ্রেয়। তাহলে আরেকজন পড়ুয়া সুযোগ পাবে।
আরও পড়ুন, আপনার কন্যা সন্তানের পড়াশুনার সকল খরচার দায়িত্ব নিলো সরকার, বড় ঘোষণা কেন্দ্রের।