দামী কসমেটিকস ছাড়াই ফর্সা ত্বক পাবেন। দেখে নিন ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়
Ways to make skin fairer
নিদাগ জেল্লাদার ত্বক কে না চান? দামী কসমেটিক ব্যবহার না করে ত্বক ফর্সা করার ঘরোয়া উপায় যদি একবার জানা সম্ভব হয়, তাহলে তো খুশির অন্ত থাকে না। বর্তমানে বাজারে হাজার রকমের দামি কসমেটিক্স পাওয়া যায়। কিন্তু তার বেশির ভাগটাই ত্বকের জন্য খারাপ। তাই যদি বাড়িতেই ত্বক ফর্সা করার উপকরণ পাওয়া যায় তবে তো আর কথাই নেই। অতএব দামী কসমেটিক্স ছাড়া কিভাবে ঘরোয়া উপায়ে (Home Remedies For Fair Skin) ত্বক ফর্সা করবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
ত্বক ফর্সা করার ঘরোয়া উপায় কী কী?
আসলে অনেকেই জানেন না আমাদের বাড়িতে এমন অনেক কিছু উপকরণ রয়েছে যা স্কিনে দাগ কমিয়ে, উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে। সেসব উপকরণ গুলি ব্যবহার করে আপনি ঘরোয়া প্যাক বানিয়ে নিন। এগুলি আপনার স্কিনকে যেমন ভাল রাখবে, ঠিক তেমনভাবেই ঘরোয়া উপায়ে নিদাগ, জেল্লাদার ও ফর্সা ত্বক আপনাকে উপহার দেবে।
আরও পড়ুন: ছিপছিপে শরীর চান? জিমে না গিয়েও কমবে ওজন। শুধু মেনে চলুন এই পাঁচ টিপস
ঘরোয়াভাবে কিভাবে ত্বক ফর্সা করবেন?
১) হলুদ ও দুধ
হলুদ ও দুধ ত্বকের জন্য উপকারী। আধা চা চামচ হলুদ দুই টেবিল চামচ দুধের সাথে মিশিয়ে নিন। একটি পেস্ট তৈরি করুন। তারপর মুখে লাগান। মিনিট কুড়ি মতো রেখে দিন। তারপর মুখ হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
২) বেসন ও গোলাপ জল
ফর্সা ত্বক পেতে সাহায্য করে বেসন এবং গোলাপ জল। বেসন দীর্ঘদিন ত্বকের রঙ হালকা করার জন্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আর তার সাথে গোলাপ জলের সাথে মিশিয়ে নিলে এটি ঘরোয়া মাস্ক তৈরি করতে পারে। প্রাকৃতিক ভাবে ত্বক ফর্সা করবে।
৩) লেবু ও মধু
লেবুতে আছে প্রাকৃতিক ব্লিচিং বৈশিষ্ট্য। আর মধুর মধ্যে আছে ময়েশ্চারাইজিং প্রভাব। এই দুই এক সঙ্গে মিশিয়ে নিয়ে ত্বকে ব্যবহার করলে রাতারাতি উপকার পাবেন।
৪) দই ও ওট মিল্ক
দইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড। এটি একটি মৃদু এক্সফোলিয়েটর হলেও তার সঙ্গে যদি ওটমিল মিশিয়ে নেওয়া যায়, তবে সেটি আপনার ত্বকের দারুন উপকার করবে।
৫) পর্যাপ্ত ঘুম
তবে সবশেষে যার কথা না বললেই নয়, রাতের পর্যাপ্ত ঘুম। ঘুম ঠিকঠাক হলে শরীর এবং ত্বক সবই ভালো থাকবে। রাতে যদি ঘুম কম হয়, তবে তা বার্ধক্য প্রক্রিয়া ত্বরান্বিত করে, মস্তিষ্কে বাধার সৃষ্টি করে। আর ঘুম না হলে মস্তিষ্ক প্রায় সাত বছর বেশি বুড়িয়ে যেতে পারে। তাই চেষ্টা করুন রাতে ভালোভাবে ঘুমানোর।
আরও পড়ুন: ব্রণের সমস্যা? ব্রণ থেকে মুক্তির সহজ ও প্রাকৃতিক উপায় সঙ্গে ঘরোয়া টিপস জেনে নিন
উপসংহার: নামিদামি কসমেটিকস ব্যবহার করে ত্বকে নানান ধরনের সমস্যা আসতে পারে। তাই চেষ্টা করুন ত্বক ফর্সা করা থেকে স্কিমের সমস্যা সমাধানের জন্য ঘরোয়া উপায়গুলি অবলম্বন করার।