Holiday List 2022 West Bengal

Holiday List 2022 West Bengal – কি কারণে ছুটি ঘোষণা?

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুন সুখবর (Holiday List 2022 West Bengal)। আগামীকাল রাজ্য সরকারি কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের জন্য অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর আবারও ছুটি ঘোষণা করা হল। আগামী ৬ সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মীরা ছুটি পাবেন।

হাতে আর ১ মাসও নেই। বাঙালির মহোৎসব দুর্গাপূজার ছুটির আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য ছুটি ঘোষণা। আগামী ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) থাকবে সরকারি কর্মচারীদের ছুটি। তবে সকলে এই ছুটি পাবেন না। (Holiday List 2022 West Bengal)

তৃণমূল জামানায় চাকরী পাওয়া সকল প্রাথমিক শিক্ষকের নথি তলব, এবার সবার ভেরিফিকেশন হবে

এদিন কারা পাবেন ছুটি?
সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী ৬ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার পশ্চিমবঙ্গের আদিবাসি সরকারি কর্মীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন আদিবাসীদের করম পুজো উপলক্ষ্যে দেওয়া হয়েছে ছুটি। (Holiday List 2022 West Bengal)

ষ্টেট ব্যাংকে একাউন্ট থাকলে, ব্যবসা করার দারুন সুযোগ

সম্প্রতি অর্থ দফতরের তরফ থেকে এই সংক্রান্ত ছুটির একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। যেটি অনুসারে বলা হয়েছে, নবান্ন- মহাকরণের পাশাপাশি স্থানীয় রাজ্য প্রশাসন, স্কুল, বিধিবদ্ধ সংস্থা, পুরসভা, অধীনস্থ সংস্থায় কর্মরত আদিবাসী কর্মীরা এদিন ছুটি নিতে পারবেন। সেই ছুটিটি ‘সেকশনাল ছুটি’ হিসেবে ধরা হবে। করম পুজোয় অংশগ্রহণকারী সকল ব্যক্তি এই ছুটি পাবেন। (Holiday List 2022 West Bengal)
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

এই নিয়ম না মানলে বাতিল হবে আধার কার্ড , সাথে জরিমানা